• ঢাকা
  • রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২০
সর্বশেষ আপডেট : ১৫ এপ্রিল, ২০২০

বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ১ লাখ ২৫ হাজার ছাড়ল

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

নতুনেরকথা ডেস্ক:

বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসে সংক্রমণ ও এতে মৃত্যুর সংখ্যা কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। ২১০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এই ভাইরাসে বিশ্বজুড়ে প্রাণহানি ১ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে।

করোনায় প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়াল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার দিনগত রাত ১২ টা পর্যন্ত গোটা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৮৩ হাজার ১৮ জন। মারা গেছেন ১ লাখ ২৫ হাজার ১২১ জন।

তাদের মধ্যে বর্তমানে ১৩ লাখ ৯১ হাজার ৫২২ জন চিকিৎসাধীন এবং ৫০ হাজার ৯৫৪ জনের (৪ শতাংশ) অবস্থা গুরুতর। তাদের অনেককেই আইসিইউতে রেখে চিকিৎসা চলছে বিশ্বজুড়ে বিভিন্ন হাসপাতালে।

ওয়াল্ডওমিটার জানাচ্ছে, এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে চার লাখ ৬৬ হাজার ৩৭৫ জন সুস্থ হয়ে উঠেছেন, যা মোট আক্রান্তের ৭৯ শতাংশ। এ পর্যন্ত মারা গেছেন এক লাখ ২৫ হাজার ১২১ জন, যা মোট আক্রান্তের ২১ শতাংশ।

গত বছরের ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ভাইরাসটি উৎপত্তি হয়। দুই মাসের মধ্যেই প্রাণঘাতী এ ভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। এর পর গত ৩৬ দিনে দেশে আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২ জনে। মারা গেছেন ৪৬ জন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • আন্তর্জাতিক এর আরও খবর
error: Content is protected !!