পিপিই পড়ে চিকিৎসা: ফেইসবুকে প্রশংসায় ভাসছেন শাহমিরান হাসপাতালের চেয়ারম্যান

  • আপডেট: ১২:০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০
  • ৪৭

হাজীগঞ্জ, ৭ এপ্রিল, মঙ্গলবার:

করোনার মধ্যে পিপিই পড়ে চিকিৎসা দেয়ায় ফেইসবুকে প্রশংসায় ভাসছেন শাহমিরান হাসপাতালের চেয়ারম্যান ডা. এ এম ওয়াসিক ফয়সাল। মঙ্গলবার পিপিই পড়া অবস্থায় চেম্বারে বসা একটি ছবি পোস্ট করেন শাহ্ মিরানের হাসপাতাল চেয়ারম্যান ডা. এ এম ওয়াসিক ফয়সাল। মূহুর্তেই তার এ ছবিটি ভাইরাল হয়ে যায়।

ডা. এ এম ওয়াসিক ফয়সালের ছবি কপি করে বিভিন্ন নেটিজেনরা তাদের ফেইসবুকে ছেড়ে করোনার মধ্যে যেখানে হাজীগঞ্জের প্রায় সকল ডাক্তার চিকিৎসা সেবা বন্ধ করে হোম কোয়ারেন্টেনে রয়েছে সেখানে তরুণ এ চিকিৎসক হাজীগঞ্জ বাসির সেবা করে যাচ্ছেন। এমন বিভিন্ন বিশেষনে তাকে বিশেশায়িত করছেন নেটিজেনরা।

হাজীগঞ্জের সংবাদকর্মী খন্দকার আরিফ তার ফেইসবুকে ডা. এ এম ওয়াসিক ফয়সালের পিপিই গায়ে চিকিৎসারত অবস্থার ছবি দিয়ে লিখেছেন“উনারাও মানব সেবায় নিয়োজিত”

অন্যসব ডাক্তাররা বাসা থেকেও রোগী দেখেন না, আমি ওই সব ডাক্তারদের বলবো এই দুই ব্যক্তির থেকে শিখে নিন কিভাবে সাধারণ রোগীদের চিকিৎসা দিতে হয়। আল্লাহ আপনাদের সহায় হোন আমিন।

Mehadi Aljaber

ফেইসবুকে ডা. এ এম ওয়াসিক ফয়সালের পিপিই গায়ে চিকিৎসারত অবস্থার ছবি দিয়ে লিখেছেন

ডাঃ ওয়াসিক ফয়সাল
ডাঃ তানজিনা রহমান
উনাদের মাঝে সম্পর্ক স্বামী -স্ত্রী, নিজেদের অর্থায়নে এই সেফটি পোশাকগুলো কিনেছে এবং রোগীদেরকে সেবা দিয়ে যাচ্ছে” এই কঠিন মুহূর্তে দুজনেই নিজেদের জীবনের মায়া না করে ,একটি মাত্র সন্তান তাদের” সন্তানের কথা চিন্তা না করে” আমাদেরকে সেবা দিচ্ছে ”আমরা সকলে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামীন যেন উনাদের কে সুস্থ রাখে এবং সকল বালা-মুসিবত থেকে আল্লাহ যেন রক্ষা করে,,,, ভালো মানুষের উদাহরণ গুলো এমনি হয় যা লিখতে যেও লেখা আসে না
বিশেষ দ্রষ্টব্য ঃযখন দেশে করোনা ভাইরাসের প্রথম প্রাদুর্ভাব হয় তখন থেকে এ পর্যন্ত উনারা একদিনের জন্য চেম্বার আসা বন্ধ করেনি ..প্রথমদিকে রেইনকোট পড়ে রোগীদেরকে চিকিৎসা দিয়েছে আর এই রেইনকোট আমি কিনে দিয়েছি সেবা মটরস থেকে

S M Mehdi Hasan Mehadi Aljaber ভাই একটু যোগ করে দেই,হসপিটালের প্রতিটি স্টাফ এর জন স্যার নিজের টাকায় সেফটি পোশাক দিয়েছেন 😍যেখানে অন্য অনেক ডাক্তার রা নাই নাই করে গলা শুকাচ্ছে,
আল্লাহ উনার এবং উনার পরিবারকে নেক হায়াত দান করুন।
ছবিটি শেয়ার হয়েছে কয়েক’শ।
কমান্টে এসেছে ভালোবাসা আর উষ্ণ অভিনন্দন।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

মাইকিং করে চাঁদাবাজির ঘোষণা যুবদল নেতার, ভিডিও ভাইরাল

পিপিই পড়ে চিকিৎসা: ফেইসবুকে প্রশংসায় ভাসছেন শাহমিরান হাসপাতালের চেয়ারম্যান

আপডেট: ১২:০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০

হাজীগঞ্জ, ৭ এপ্রিল, মঙ্গলবার:

করোনার মধ্যে পিপিই পড়ে চিকিৎসা দেয়ায় ফেইসবুকে প্রশংসায় ভাসছেন শাহমিরান হাসপাতালের চেয়ারম্যান ডা. এ এম ওয়াসিক ফয়সাল। মঙ্গলবার পিপিই পড়া অবস্থায় চেম্বারে বসা একটি ছবি পোস্ট করেন শাহ্ মিরানের হাসপাতাল চেয়ারম্যান ডা. এ এম ওয়াসিক ফয়সাল। মূহুর্তেই তার এ ছবিটি ভাইরাল হয়ে যায়।

ডা. এ এম ওয়াসিক ফয়সালের ছবি কপি করে বিভিন্ন নেটিজেনরা তাদের ফেইসবুকে ছেড়ে করোনার মধ্যে যেখানে হাজীগঞ্জের প্রায় সকল ডাক্তার চিকিৎসা সেবা বন্ধ করে হোম কোয়ারেন্টেনে রয়েছে সেখানে তরুণ এ চিকিৎসক হাজীগঞ্জ বাসির সেবা করে যাচ্ছেন। এমন বিভিন্ন বিশেষনে তাকে বিশেশায়িত করছেন নেটিজেনরা।

হাজীগঞ্জের সংবাদকর্মী খন্দকার আরিফ তার ফেইসবুকে ডা. এ এম ওয়াসিক ফয়সালের পিপিই গায়ে চিকিৎসারত অবস্থার ছবি দিয়ে লিখেছেন“উনারাও মানব সেবায় নিয়োজিত”

অন্যসব ডাক্তাররা বাসা থেকেও রোগী দেখেন না, আমি ওই সব ডাক্তারদের বলবো এই দুই ব্যক্তির থেকে শিখে নিন কিভাবে সাধারণ রোগীদের চিকিৎসা দিতে হয়। আল্লাহ আপনাদের সহায় হোন আমিন।

Mehadi Aljaber

ফেইসবুকে ডা. এ এম ওয়াসিক ফয়সালের পিপিই গায়ে চিকিৎসারত অবস্থার ছবি দিয়ে লিখেছেন

ডাঃ ওয়াসিক ফয়সাল
ডাঃ তানজিনা রহমান
উনাদের মাঝে সম্পর্ক স্বামী -স্ত্রী, নিজেদের অর্থায়নে এই সেফটি পোশাকগুলো কিনেছে এবং রোগীদেরকে সেবা দিয়ে যাচ্ছে” এই কঠিন মুহূর্তে দুজনেই নিজেদের জীবনের মায়া না করে ,একটি মাত্র সন্তান তাদের” সন্তানের কথা চিন্তা না করে” আমাদেরকে সেবা দিচ্ছে ”আমরা সকলে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামীন যেন উনাদের কে সুস্থ রাখে এবং সকল বালা-মুসিবত থেকে আল্লাহ যেন রক্ষা করে,,,, ভালো মানুষের উদাহরণ গুলো এমনি হয় যা লিখতে যেও লেখা আসে না
বিশেষ দ্রষ্টব্য ঃযখন দেশে করোনা ভাইরাসের প্রথম প্রাদুর্ভাব হয় তখন থেকে এ পর্যন্ত উনারা একদিনের জন্য চেম্বার আসা বন্ধ করেনি ..প্রথমদিকে রেইনকোট পড়ে রোগীদেরকে চিকিৎসা দিয়েছে আর এই রেইনকোট আমি কিনে দিয়েছি সেবা মটরস থেকে

S M Mehdi Hasan Mehadi Aljaber ভাই একটু যোগ করে দেই,হসপিটালের প্রতিটি স্টাফ এর জন স্যার নিজের টাকায় সেফটি পোশাক দিয়েছেন 😍যেখানে অন্য অনেক ডাক্তার রা নাই নাই করে গলা শুকাচ্ছে,
আল্লাহ উনার এবং উনার পরিবারকে নেক হায়াত দান করুন।
ছবিটি শেয়ার হয়েছে কয়েক’শ।
কমান্টে এসেছে ভালোবাসা আর উষ্ণ অভিনন্দন।