• ঢাকা
  • শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৪ মার্চ, ২০২০
সর্বশেষ আপডেট : ২৪ মার্চ, ২০২০

করোনা ভাইরাস প্রতিরোধে সৌদি ২১ দিনের জন্য কারফিউ, অমান্য করলে জেল ও ১০ হাজার রিয়াল জরিমানা

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব প্রতিনিধি:

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ সৌদি আরবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধ করার জন্য সোমবার সন্ধ্যা থেকে আগামী ২১ দিনের জন্য সন্ধ্যা ৭ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত কারফিউ আদেশ জারি করেছেন।

সোমবার, সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, যে স্বরাষ্ট্র মন্ত্রনালয় ও সামরিক কর্তৃপক্ষকে এ ‍বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য সরকার আহবান জানিয়েছে।
সরকারের বরাত দিয়ে বলা হয়েছে , নিরাপত্তা সংশ্লিষ্ট, সামরিক, মিডিয়া এবং স্বাস্থ্য ও পরিসেবা খাতে নিয়োজিত কর্মচারীরা কারফিউর আওতামুক্ত থাকবে।
সৌদি আরবের সকল নাগরিক ও এখানে বসবাসরত অভিবাসীদের বিশেষত কারফিউ চলাকালীন তাদের বাড়িতে অবস্থান করা এবং প্রয়োজনীয় কাজ ব্যতীত ঘর থেকে বের না হওয়ার জন্য আদেশে বলা হয়েছে। কারফিউ অমান্য করা হলে ২৬৬৩ ডলার (ইউ এস) অথবা ১০,০০০/- সৌদি রিয়াল জরিমানা এবং জেলের সম্মুখীন হতে হবে।

কারফিউ থেকে বহির্ভূত কাজের বিস্তারিত:
1. নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রির সুপার মার্কেট, ডিপার্টমেন্টাল স্টোর, মাংস, সবজি বিক্রি ও উৎপাদনের সাথে সংশ্লিষ্টগন
2. স্বাস্থ্য ও ফার্মেসী খাতে কর্মরতগণ
3. গণমাধ্যম কর্মীরা
4. খাদ্যদ্রব্য ও চিকিৎসা সামগ্রী আমদানি ও এজাতীয় পন্য পরিবহণ সংশ্লিষ্ট কর্মীগণ
5. অনলাইনে পন্য বিক্রির সাথে সংশ্লিষ্ট কর্মীরা পন্য পৌছে দেয়ার জন্য
6. হোটেল, মোটেল ও বোর্ডিং এর কর্মীরা
7.  পেট্রোল পাম্প ও জরুরী বিদ্যুৎ পরিসেবার সাথে সংশ্লিষ্ট কর্মীরা
8. আর্থিক পরিসেবা প্রদানকারী ও জরুরী ইন্স্যুরেন্স সেবা প্রদানকারী কোম্পানির কর্মিরা
9.  টেলিকমিউনিকেশন ও ইন্টারনেট সেবা প্রদানকারী কোম্পানির কর্মীরা
10. শারিকা মিয়াহ (রাষ্ট্রীয় পানি কোম্পানি) এর কর্মীরা
11. নিরাপত্তা সংস্থা , স্বাস্থ্য দপ্তর সহ সরকারী পরিসেবা প্রদানকারী যানবাহন চলাচল করতে পারবে
12. জরুরী ঔষধ ও খাদ্য সামগ্রী ডেলিভারির যানবাহন চলাচল করতে পারবে
13. এসময়ে মুয়াজ্জিনগণ শুধু মসজিদে আজান দেয়ার জন্য মসজিদের উদ্দেশ্যে বের হতে পারবেন
14. কুটনৈতিক মিশনে ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় কর্মরতরা জরুরী প্রয়োজনে তাদের কর্মস্থলে যেতে পারবেন
আরও তথ্যের জন্য, সৌদি আরব সমস্ত অঞ্চলে টোল ফ্রি নম্বর ৯৯৯ এবং মক্কা অঞ্চলের জন্য ৯১১ এ যোগাযোগ করুন।
এমতাবস্থায় সৌদি আরবে বসবাসরত সকল বাংলাদেশী অভিবাসীদের কারফিউ চলাকালীন সকল নিয়মকানুন মেনে চলার পরামর্শ দেয়া যাচ্ছে।

প্রচারেঃ বাংলাদেশ দূতাবাস, রিয়াদ

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • প্রবাস বাংলা এর আরও খবর
error: Content is protected !!