মতলব উত্তরে করোনা আক্রান্ত সন্দেহে বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি

  • আপডেট: ০৩:৫৮:১৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
  • ৩৭

মতলব উত্তর প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তরে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ইতালি ফেরত এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি আলাদা ভবনে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার বিকেলে দুদু মিয়া (৬০) নামের ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি গত বৃহস্পতিবার ইতালি থেকে দেশে ফিরেন। তার গ্রামের বাড়ি সাদুল্লাপুর ইউনিয়নের বাড়িভাড়া গ্রামে।

গত শনিবার তিনি গ্রামের বাড়িতে আসেন। এরপর তার জর ও পাতলা পায়খানা শুরু হয়। পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন জানিয়েছেন, বিষয়টি রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটকে (আইইডিসিআর) বিষয়টি অবহিত করা হয়েছে। সেখান থেকে লোকজন এসে তার বিভিন্ন ধরনের স্যাম্পল সংগ্রহ করবেন। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে, ওই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সেবা দেয়ার জন্য মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনের পাশে আরেকটি ভবনে ৩টি বেড প্রস্তুত রাখা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

মতলব উত্তরে করোনা আক্রান্ত সন্দেহে বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি

আপডেট: ০৩:৫৮:১৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০

মতলব উত্তর প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তরে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ইতালি ফেরত এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি আলাদা ভবনে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার বিকেলে দুদু মিয়া (৬০) নামের ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি গত বৃহস্পতিবার ইতালি থেকে দেশে ফিরেন। তার গ্রামের বাড়ি সাদুল্লাপুর ইউনিয়নের বাড়িভাড়া গ্রামে।

গত শনিবার তিনি গ্রামের বাড়িতে আসেন। এরপর তার জর ও পাতলা পায়খানা শুরু হয়। পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন জানিয়েছেন, বিষয়টি রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটকে (আইইডিসিআর) বিষয়টি অবহিত করা হয়েছে। সেখান থেকে লোকজন এসে তার বিভিন্ন ধরনের স্যাম্পল সংগ্রহ করবেন। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে, ওই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সেবা দেয়ার জন্য মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনের পাশে আরেকটি ভবনে ৩টি বেড প্রস্তুত রাখা হয়েছে।