সৌদি আরবের মদিনা সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত-২

  • আপডেট: ০১:২৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৮
সৌদি আরব প্রতিনিধি-
পবিত্র ওমরাহ পালন শেষে সৌদি আরবের মক্কা থেকে মদিনা যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও এক শিশু কন্যাসহ একই পরিবারের ৩ জন বাংলাদেশি নিহত ও  ২ জন আহত গুরুতর  হয়েছেন।
জানা যায়, ২৪শে ফেব্রুয়ারি সোমবার বিকাল ৫ ঘটিকায় মদিনা থেকে ৭০ কিঃমিঃ দূরে মক্কা ও মদিনা হাইওয়েতে মক্কা থেকে ওমরাহ পালন শেষে মদিনা ফেরার পথে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন বাংলাদেশী নিহত হয়েছে। আহত দুজনকে মদিনার আল’দার হসপিটালে ভর্তি করা হয়েছে।
মক্কা থেকে মদিনা ফেরার পথে মরুভূমির বালু ঝড়ের কারনে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে বলে প্রাথমিক ভাবে জানান উদ্ধার কারী সৌদি পুলিশ। নিহতরা হলেন মুহাম্মদ রায়হান রাশেদ’-(৪০) ও তার সহধর্মিণী-(৩০), নিহত রায়হানের ভাতিজী বড় ভাই মিজানের শিশু কন্যা তাহসিনা-(৬)। গুরুতর আহতরা হলেন মুহাম্মদ ইকবাল ইকবাল ও নিহত রায়হানের শিশু পুত্র তাজরিয়ান-(৫)।
তারা সবাই চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা হলেও চট্টগ্রাম নগরীর বক্সির হাট এলাকার ৩৫ নাং ওয়ার্ডের চাকতাইয়ের আমিন হাজী রোডের স্থায়ী বাসিন্দা। আহত আরেকজন মুহাম্মদ ইকবালা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাধীন সদর ইউনিয়নের রুপকানিয়া এলাকা নিবাসী সাবেক ইউপি মেম্বার ইসলামের পুত্র।
আহত মুহাম্মদ ইকবাল মদিনা মানোয়ার পাশ্বে বাঙালী মার্কেটে ব্যবসায়ী কনেন ও নিহত রায়হানের বন্ধু। নিহতের ভাগিনা ইসতিয়াক আসিফ এ তথ্য জানান, তিনি বলেন তার নানা বেঁচে নেই, নানি নিহত রায়হানের মা বেচে আছেন এবং তাদের সাথে মদিনায় অবস্থান করছেন।
আসিফ আরও জানান, নিহত রায়হান রাশেদ সৌদির আল-আনছার কোম্পানির টিআই ইঞ্জিনিয়ার হিসাবে মদিনায় চাকরি করতেন সুযোগ পেয়ে ভিজিট ভিসার মাধ্যমে তার মা ও পরিবারকে সৌদিআরব নিয়ে আসেন । রায়হান রাশেদের বড়ভাই মিজানুর রহমান তার পরিবারকে নিয়ে মদিনায় থাকেন। রায়হান বউ, বাচ্চা, ভাতিজী ও বন্ধুকে  নিয়ে পবিত্র ওমরাহ পালন করতে মক্কায় জান। ওমরাহ সম্পুর্ন করে ফেরার পথে মদিনার কাছাকাছি তাদের গাড়িটি মরুভূমির বালু ঝড়ের কবলে পরলে এই দুর্ঘটনা ঘটে।
Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

মুন্সিরহাটে আগুনে পুড়েগেছে ১২ ব্যবসা প্রতিষ্ঠান

সৌদি আরবের মদিনা সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত-২

আপডেট: ০১:২৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
সৌদি আরব প্রতিনিধি-
পবিত্র ওমরাহ পালন শেষে সৌদি আরবের মক্কা থেকে মদিনা যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও এক শিশু কন্যাসহ একই পরিবারের ৩ জন বাংলাদেশি নিহত ও  ২ জন আহত গুরুতর  হয়েছেন।
জানা যায়, ২৪শে ফেব্রুয়ারি সোমবার বিকাল ৫ ঘটিকায় মদিনা থেকে ৭০ কিঃমিঃ দূরে মক্কা ও মদিনা হাইওয়েতে মক্কা থেকে ওমরাহ পালন শেষে মদিনা ফেরার পথে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন বাংলাদেশী নিহত হয়েছে। আহত দুজনকে মদিনার আল’দার হসপিটালে ভর্তি করা হয়েছে।
মক্কা থেকে মদিনা ফেরার পথে মরুভূমির বালু ঝড়ের কারনে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে বলে প্রাথমিক ভাবে জানান উদ্ধার কারী সৌদি পুলিশ। নিহতরা হলেন মুহাম্মদ রায়হান রাশেদ’-(৪০) ও তার সহধর্মিণী-(৩০), নিহত রায়হানের ভাতিজী বড় ভাই মিজানের শিশু কন্যা তাহসিনা-(৬)। গুরুতর আহতরা হলেন মুহাম্মদ ইকবাল ইকবাল ও নিহত রায়হানের শিশু পুত্র তাজরিয়ান-(৫)।
তারা সবাই চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা হলেও চট্টগ্রাম নগরীর বক্সির হাট এলাকার ৩৫ নাং ওয়ার্ডের চাকতাইয়ের আমিন হাজী রোডের স্থায়ী বাসিন্দা। আহত আরেকজন মুহাম্মদ ইকবালা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাধীন সদর ইউনিয়নের রুপকানিয়া এলাকা নিবাসী সাবেক ইউপি মেম্বার ইসলামের পুত্র।
আহত মুহাম্মদ ইকবাল মদিনা মানোয়ার পাশ্বে বাঙালী মার্কেটে ব্যবসায়ী কনেন ও নিহত রায়হানের বন্ধু। নিহতের ভাগিনা ইসতিয়াক আসিফ এ তথ্য জানান, তিনি বলেন তার নানা বেঁচে নেই, নানি নিহত রায়হানের মা বেচে আছেন এবং তাদের সাথে মদিনায় অবস্থান করছেন।
আসিফ আরও জানান, নিহত রায়হান রাশেদ সৌদির আল-আনছার কোম্পানির টিআই ইঞ্জিনিয়ার হিসাবে মদিনায় চাকরি করতেন সুযোগ পেয়ে ভিজিট ভিসার মাধ্যমে তার মা ও পরিবারকে সৌদিআরব নিয়ে আসেন । রায়হান রাশেদের বড়ভাই মিজানুর রহমান তার পরিবারকে নিয়ে মদিনায় থাকেন। রায়হান বউ, বাচ্চা, ভাতিজী ও বন্ধুকে  নিয়ে পবিত্র ওমরাহ পালন করতে মক্কায় জান। ওমরাহ সম্পুর্ন করে ফেরার পথে মদিনার কাছাকাছি তাদের গাড়িটি মরুভূমির বালু ঝড়ের কবলে পরলে এই দুর্ঘটনা ঘটে।