শাহরাস্তিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গুরুত্বর আহত ১

  • আপডেট: ০৩:০০:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুন ২০১৯
  • ৮৫

শাহরাস্তি প্রতিনিধিঃ

শাহরাস্তিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১জন গরুত্বর আহত হওয়র অভিযোগ উঠেছে। এ ঘটনাটি ঘটে মেহার দক্ষিন ইউনিয়নের দেবকরা বাজার এলাকায়।

আহতের পরিবার সূত্রে জানা যায়, মেহার দক্ষিণ ইউনিয়নের মানবিক ঢাকা সোসাইটির আহ্বায়ক মোঃ হাবিব উল্যাহ এর ছোট ভাই দেবকরা দূর্লক বাড়ীর মোঃ আনোয়ার উল্যাহর ছোট ছেলে সিএনজি চালক মোঃ অলি উল্যাহ গত শনিবার রাত ৮টায় মন্সি বাড়ীর সামনে পাকা রাস্তার উপরে সিএনজি ধোয়াকে কেন্দ্র করে একই গ্রামের মুন্সিবাড়ীর মোঃ মানিক হোসেনের ছেলে মোঃ সোহরাব হোসেন সিএনজি চালক অলি উল্যাহকে অকথ্য ভাষায় গাল মন্দ করতে থাকেন। এ অবস্থায় অলি উল্যাহ জবাব দিলে সোহরাব হোসেন অলি উল্যাহকে বেদম মারধর করে। এ বিষয়ে অলি উল্যাহ দেবকরা বাজার এসে গণ্যমান্য কয়েকজনকে অবহিত করলে সোহরাব হোসেন খবর পেয়ে ও তার ছোট ভাই রুবেল হোসেন সহ- ৭/৮ জন সঙ্গবদ্ধ দল নিয়ে রাত ৮টায় দেবকরা বাজার এসে পূণরায় সিএনজি চালক অলিউল্যাহর উপর অর্তর্কিত হামলা চালায়। এতে অলিউল্যাহ গুরুত্বর আহত হয়। স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এ বিষয়ে আহতের পরিবার শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং চিকিৎসাধীন অলিউল্যাহকে তদন্ত কর্মকর্তা দেখতে যান। এ ধরনের দুষকৃত কারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন সংশ্লিষ্ট প্রশাসনের আহতের পরিবার।

Tag :
সর্বাধিক পঠিত

যেভাবে হ ত্যা করা হয় তরুণ আইনজীবী সাইফলকে

শাহরাস্তিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গুরুত্বর আহত ১

আপডেট: ০৩:০০:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুন ২০১৯

শাহরাস্তি প্রতিনিধিঃ

শাহরাস্তিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১জন গরুত্বর আহত হওয়র অভিযোগ উঠেছে। এ ঘটনাটি ঘটে মেহার দক্ষিন ইউনিয়নের দেবকরা বাজার এলাকায়।

আহতের পরিবার সূত্রে জানা যায়, মেহার দক্ষিণ ইউনিয়নের মানবিক ঢাকা সোসাইটির আহ্বায়ক মোঃ হাবিব উল্যাহ এর ছোট ভাই দেবকরা দূর্লক বাড়ীর মোঃ আনোয়ার উল্যাহর ছোট ছেলে সিএনজি চালক মোঃ অলি উল্যাহ গত শনিবার রাত ৮টায় মন্সি বাড়ীর সামনে পাকা রাস্তার উপরে সিএনজি ধোয়াকে কেন্দ্র করে একই গ্রামের মুন্সিবাড়ীর মোঃ মানিক হোসেনের ছেলে মোঃ সোহরাব হোসেন সিএনজি চালক অলি উল্যাহকে অকথ্য ভাষায় গাল মন্দ করতে থাকেন। এ অবস্থায় অলি উল্যাহ জবাব দিলে সোহরাব হোসেন অলি উল্যাহকে বেদম মারধর করে। এ বিষয়ে অলি উল্যাহ দেবকরা বাজার এসে গণ্যমান্য কয়েকজনকে অবহিত করলে সোহরাব হোসেন খবর পেয়ে ও তার ছোট ভাই রুবেল হোসেন সহ- ৭/৮ জন সঙ্গবদ্ধ দল নিয়ে রাত ৮টায় দেবকরা বাজার এসে পূণরায় সিএনজি চালক অলিউল্যাহর উপর অর্তর্কিত হামলা চালায়। এতে অলিউল্যাহ গুরুত্বর আহত হয়। স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এ বিষয়ে আহতের পরিবার শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং চিকিৎসাধীন অলিউল্যাহকে তদন্ত কর্মকর্তা দেখতে যান। এ ধরনের দুষকৃত কারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন সংশ্লিষ্ট প্রশাসনের আহতের পরিবার।