হাজীগঞ্জ রংধনু বয়েজ ক্লাবের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে স্বরস্বতী পূজা পালিত

  • আপডেট: ০১:৫০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০
  • ৪০

সুজন দাস ॥
হাজীগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে বৃহস্পতিবার রংধনু বয়েজ ক্লাবের স্বরস্বতী পূজা উদযাপিত হয়েছে। আরাধনার মাধ্যমে বিদ্যার দেবীকে বিদ্যা লাভের আশায় দেবীকে স্মরণ করেছে বিভিন্ন আর্চনা করে থাকে। পূজাকে কেন্দ্র হাজীগঞ্জে রংধনু বয়েজ ক্লাব এর ব্যতিক্রমি উদ্যোগ নিয়ে থাকে। এ বছর রংধনু বয়েজ ক্লাব ২২ তম শ্রী শ্রী স্বরস্বতী পূজা উপলক্ষে নানা অনুষ্টান কর্মসূচি নিয়ে থাকে এর মধ্য হরিনাম মহামন্ত্র পাঠ, গীতা শোøক পাঠ, ছোটদের অংকন প্রতিযোগিতা, শঙ্গধ্বনি, মোমবাতি প্রজ¦লন, চেয়ার খেলা, এবং ছোটদের শ্রী শ্রী স্বরস্বতি মন্ত্র পাঠ। উক্ত অনুষ্টান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নাথেশ^ গবিন্দ দাস, ত্রি বিক্রম মাধব দাস, মন্ত্রশ^র বিশম্বর দাস, আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য- পিকু দাস, বিপ্লব সাহা, সঞ্জয় সাহা, সদস্য- গোপাল সাহা, তপন দেবনাথ, তাপস দাস, অমিত মজুমদার, আপন দাস, জয়ন্ত সাহা, অপু সাহা, অভি সাহা, শুভ সাহা, সুবীর সাহা, সেতু মজুমদার, রক্তিম চৌধুরী, রনি মল্লিক, জয় সাহা, সৌরব সাহা, তণয় দাস, জহরলাল ঘোষ, আকাশ সরকার, তীর্থ সাহা, শান্ত সাহা, কাকন সরকার, দিপু সাহা, হিমেল সাহা, বাধন ঘোষ, নীলয়, দুর্জয় ঘোষ, শুব্রত ঘোষ, শুব্রত সাহা, প্রতিক সাহা, বাপন সাহা, তুর্য্য সাহা প্রমুখ।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

হাজীগঞ্জ রংধনু বয়েজ ক্লাবের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে স্বরস্বতী পূজা পালিত

আপডেট: ০১:৫০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০

সুজন দাস ॥
হাজীগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে বৃহস্পতিবার রংধনু বয়েজ ক্লাবের স্বরস্বতী পূজা উদযাপিত হয়েছে। আরাধনার মাধ্যমে বিদ্যার দেবীকে বিদ্যা লাভের আশায় দেবীকে স্মরণ করেছে বিভিন্ন আর্চনা করে থাকে। পূজাকে কেন্দ্র হাজীগঞ্জে রংধনু বয়েজ ক্লাব এর ব্যতিক্রমি উদ্যোগ নিয়ে থাকে। এ বছর রংধনু বয়েজ ক্লাব ২২ তম শ্রী শ্রী স্বরস্বতী পূজা উপলক্ষে নানা অনুষ্টান কর্মসূচি নিয়ে থাকে এর মধ্য হরিনাম মহামন্ত্র পাঠ, গীতা শোøক পাঠ, ছোটদের অংকন প্রতিযোগিতা, শঙ্গধ্বনি, মোমবাতি প্রজ¦লন, চেয়ার খেলা, এবং ছোটদের শ্রী শ্রী স্বরস্বতি মন্ত্র পাঠ। উক্ত অনুষ্টান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নাথেশ^ গবিন্দ দাস, ত্রি বিক্রম মাধব দাস, মন্ত্রশ^র বিশম্বর দাস, আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য- পিকু দাস, বিপ্লব সাহা, সঞ্জয় সাহা, সদস্য- গোপাল সাহা, তপন দেবনাথ, তাপস দাস, অমিত মজুমদার, আপন দাস, জয়ন্ত সাহা, অপু সাহা, অভি সাহা, শুভ সাহা, সুবীর সাহা, সেতু মজুমদার, রক্তিম চৌধুরী, রনি মল্লিক, জয় সাহা, সৌরব সাহা, তণয় দাস, জহরলাল ঘোষ, আকাশ সরকার, তীর্থ সাহা, শান্ত সাহা, কাকন সরকার, দিপু সাহা, হিমেল সাহা, বাধন ঘোষ, নীলয়, দুর্জয় ঘোষ, শুব্রত ঘোষ, শুব্রত সাহা, প্রতিক সাহা, বাপন সাহা, তুর্য্য সাহা প্রমুখ।