হাজীগঞ্জে বিএডিসির সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেনের দাফন সম্পন্ন

  • আপডেট: ০৯:৪৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ১০৩

হাজীগঞ্জে বিএডিসির সাবেক চীপ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ার হোসেনের (৬৮) দাফন সম্পন্ন হয়েছে। রোববার (৬ এপ্রিল) দুই দফা জানাযা শেষে মরহুমের নিজ বাড়ি হাজীগঞ্জ পৌরসভাধীন ৪নং ওয়ার্ড মকিমাবাদ এলাকার ওয়াদুদ মেম্বারের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে শনিবার রাতে রাজধানীর খিলগাঁও এলাকার নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে মোহাম্মদ আনোয়ার হোসেন তিন ভাই, তিন বোন, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি মকিমাবাদ এলাকার ওয়াদুদ মেম্বার বাড়ির মরহুম আলহাজ¦ মো. আমিন মিয়ার বড় ছেলে।

জানা গেছে, প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন দীর্ঘদিন কিডনীজনিত রোগে আক্রান্ত ছিলেন। শনিবার রাতে রাজধানীর খিলগাঁও এলাকার নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। রোববার বাদ জোহর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে প্রথম জানাযা ও মকিমাবাদ বাইতুল ইজ্জত জামে মসজিদে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়।

তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবি সংগঠন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি, গণ্যমান্য ব্যক্তিবর্গ শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান। ব্যক্তি জীবনে তিনি মেধাবী ও কর্মঠ ছিলেন। তিনি সহকারী প্রকৌশলী হিসেবে সরকারি চাকরিতে যোগদান এবং প্রধান প্রকৌশলী (চীপ ইঞ্জিনিয়ার) থাকাকালীন অবসরে যান।

এদিকে ভাইয়ের মাগফেরাত কামনা করে তাঁর পরিবারের জন্য দোয়া কামনা করেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজনসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

হাজীগঞ্জে বিএডিসির সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেনের দাফন সম্পন্ন

হাজীগঞ্জে বিএডিসির সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেনের দাফন সম্পন্ন

আপডেট: ০৯:৪৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

হাজীগঞ্জে বিএডিসির সাবেক চীপ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ার হোসেনের (৬৮) দাফন সম্পন্ন হয়েছে। রোববার (৬ এপ্রিল) দুই দফা জানাযা শেষে মরহুমের নিজ বাড়ি হাজীগঞ্জ পৌরসভাধীন ৪নং ওয়ার্ড মকিমাবাদ এলাকার ওয়াদুদ মেম্বারের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে শনিবার রাতে রাজধানীর খিলগাঁও এলাকার নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে মোহাম্মদ আনোয়ার হোসেন তিন ভাই, তিন বোন, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি মকিমাবাদ এলাকার ওয়াদুদ মেম্বার বাড়ির মরহুম আলহাজ¦ মো. আমিন মিয়ার বড় ছেলে।

জানা গেছে, প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন দীর্ঘদিন কিডনীজনিত রোগে আক্রান্ত ছিলেন। শনিবার রাতে রাজধানীর খিলগাঁও এলাকার নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। রোববার বাদ জোহর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে প্রথম জানাযা ও মকিমাবাদ বাইতুল ইজ্জত জামে মসজিদে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়।

তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবি সংগঠন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি, গণ্যমান্য ব্যক্তিবর্গ শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান। ব্যক্তি জীবনে তিনি মেধাবী ও কর্মঠ ছিলেন। তিনি সহকারী প্রকৌশলী হিসেবে সরকারি চাকরিতে যোগদান এবং প্রধান প্রকৌশলী (চীপ ইঞ্জিনিয়ার) থাকাকালীন অবসরে যান।

এদিকে ভাইয়ের মাগফেরাত কামনা করে তাঁর পরিবারের জন্য দোয়া কামনা করেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজনসহ পরিবারের অন্যান্য সদস্যরা।