হাজীগঞ্জের কিশোর সিয়াম তালুকদার (১৫) বাঁচতে চায়, স্বপ্ন দেখে সুস্থ জীবনের। কিন্তু মরণব্যাধি ফুসফুসের ক্যান্সার তাকে সেই স্বপ্ন থেকে দূরে ঠেলে দিচ্ছে। প্রয়োজনীয় চিকিৎসার অভাবে থমকে গেছে তার সুস্থ হওয়ার পথ। সিয়ামের জীবন বাঁচাতে প্রয়োজন ৫ লক্ষ টাকা, যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়।
সিয়াম হাজীগঞ্জ উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়নের ছয়ছিলা গ্রামের তালুকদার বাড়ির দিনমজুর দুলাল হোসেন তালুকদারের ছোট ছেলে। বাবা দিনমজুরের কাজ করলেও ছেলের চিকিৎসার খরচ চালাতে গিয়ে নিঃস্ব হয়ে গেছেন। গত কয়েক বছর ধরে সিয়াম ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা ইউনাইটেড হাসপাতাল ও গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের সব সঞ্চয় শেষ হয়ে গেছে, এখন ঋণের বোঝা মাথায় নিয়ে অসহায়ভাবে দিন পার করছে তারা।
বর্তমানে চিকিৎসার খরচ চালাতে না পারায় সিয়ামের চিকিৎসা প্রায় বন্ধ হয়ে গেছে। অথচ সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা না পেলে তার জীবন সংকটের মুখে পড়বে। তার সুস্থতার জন্য আরও ৫ লক্ষ টাকা প্রয়োজন, যা সংগ্রহ করা পরিবারের পক্ষে অসম্ভব।
সিয়ামের বাবা দুলাল তালুকদার বলেন, আমার বড় ছেলে ২০ সালে রোড এক্সিডেন্টে মারা যায়। আর আমার এই ছোট ছেলে এখন ক্যান্সারে আক্রান্ত। আমার সবকিছু শেষ। আমি আমার ছোট ছেলেকে বাঁচাতে চাই। সবার কাছে দোয়া ও সহযোগিতা চাই।
সিয়ামের মা-বাবা, আত্মীয়স্বজন ও এলাকাবাসী সবার কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন। কেউ যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে হয়তো ফিরে আসবে সিয়ামের স্বাভাবিক জীবন।
সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ করুন: 01722470616 (সিয়ামের পরিবারের নম্বর)।
মানবিক বিবেচনায় সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন, একটি জীবন বাঁচানোর জন্য আপনার ছোট্ট সহযোগিতাই হতে পারে তার বেঁচে থাকার শেষ আশার আলো।