হাজীগঞ্জে আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২৫ জন

হাজীগঞ্জে আলিমে শতভাগ পাশ করেছে ৫টি মাদরাসা

ছবি-নতুনেরকথা।

উচ্চ মাধ্যমিক সমমানের আলীম পরীক্ষায় ঘোষিত ফলাফলে হাজীগঞ্জের ১৩টি প্রতিষ্ঠান থেকে ৩৩৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৩১৭ জন। অকৃতকার্য হয়েছে ২০ জন। পাশের হার ৯৪.০৬ শতাংশ। এর মধ্যে এ প্লাস (জিপিএ-৫) পেয়েছে ২৫ জন, এ গ্রেড ১৪৯ জন, এ মাইনাস ৮৮ জন, বি গ্রেড ৪৪ জন ও সি গ্রেড পেয়েছে ১১ জন শিক্ষার্থী।

উপজেলা সর্বোচ্চ ১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ ও শতভাগ পাশ করার গৌরব অর্জন করেছেন হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদরাসার শিক্ষার্থীরা। এ প্রতিষ্ঠান থেকে ৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। জিপিএ-৫ ছাড়াও এ গ্রেড পেয়েছে ৪৯ জন, এ মাইনস ১৭ জন, বি গ্রেড ৬ জন ও সি গ্রেড ২ জন।

গত বছরের মতো এবছরও শতভাগ পাশের গৌরব অর্জন করেছে ছালেহ আবাদ এম এন ফাজিল মাদরাসা। এ প্রতিষ্ঠান থেকে ১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ১ জন, এ গ্রেড ৬ জন, এ মাইনাস ৩ জন ও বি গ্রেড ৭ জন।

নতুন করে শতভাগ পাশের গৌরব অর্জন করেছে সুহিলপুর এবিএস হামিদীয়া ফাজিল মাদরাসা। এ প্রতিষ্ঠান থেকে ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ২ জন, এ গ্রেড ৭ জন, এ মাইনাস ৫ জন, বি গ্রেড ২ জন ও সি গ্রেড ৩ জন শিক্ষার্থী।

শতভাগ পাশের গৌরব অর্জন করেছে সাদ্রা হামিদীয়া ফাজিল মাদরাসা। এ প্রতিষ্ঠান থেকে ১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ১ জন, এ গ্রেড ৫ জন, এ মাইনাস ৭ জন ও বি গ্রেড ১ জন শিক্ষার্থী।

এছাড়াও শতভাগ পাশের গৌরব অর্জন করেছে রামচন্দ্রপুর ফাজিল মাদরাসা। এ প্রতিষ্ঠান থেকে ১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ১ জন, এ গ্রেড ৭ জন, এ মাইনাস ৪ জন ও বি গ্রেড ২ জন শিক্ষার্থী।

বাকিলা ফাজিল মাদরাসা থেকে ২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ১৭ জন। পাশের হার ৮০.৯৫ শতাংশ। এর মধ্যে এ গ্রেড ৮ জন, এ মাইনাস ৪ জন, বি গ্রেড ৩ জন ও সি গ্রেড ২ জন এবং অকৃতকার্য হয়েছে ৪ জন শিক্ষার্থী।

বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদরাসা থেকে ৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৩১ জন। পাশের হার ৯৭ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ জন, এ গ্রেড ১৩ জন, এ মাইনাস ১০ জন, বি গ্রেড ৪ জন ও সি গ্রেড ১ জন এবং অকৃতকার্য হয়েছে ১ জন শিক্ষার্থী।

নওহাটা ফাজিল মাদরাসা গত বছর শতভাগ পাশের গৌরব অর্জন করলেও এবছর পাশের হার ৯৫ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে ২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ২ জন, এ গ্রেড ১৩ জন, এ মাইনাস ২ জন, বি গ্রেড ৩ জন ও সি গ্রেড ১ জন এবং অকৃতকার্য হয়েছে ১ জন শিক্ষার্থী।

নেছারাবাদ ফাজিল মাদরাসা থেকে ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ১৮ জন। পাশের হার ৯৫ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ জন, এ গ্রেড ১১ জন, এ মাইনাস ৩ জন ও বি গ্রেড ২ জন এবং অকৃতকার্য হয়েছে ১ জন শিক্ষার্থী।

রাজারগাঁও ফাজিল মাদরাসা থেকে ৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৩১ জন। পাশের হার ৯১ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ জন, এ গ্রেড ১৪ জন, এ মাইনাস ১৩ জন ও বি গ্রেড ২ জন এবং অকৃতকার্য হয়েছে ৩ জন শিক্ষার্থী।

বলাখাল এন.এম.এন আলিম মাদরাসা থেকে ২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ১৫ জন। পাশের হার ৭৫ শতাংশ। এর মধ্যে এ গ্রেড পেয়েছে ৩ জন, এ মাইনাস ৭ জন, বি গ্রেড ৪ জন ও সি গ্রেড ১ জন এবং অকৃতকার্য হয়েছে ৫ জন শিক্ষার্থী।

কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদরাসা গত বছর শতভাগ পাশের গৌরব অর্জন করলেও এবছর পাশের হার ৯৪ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে ১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এ গ্রেড পেয়েছে ৪ জন, এ মাইনাস ৫ জন ও বি গ্রেড ১ জন এবং অকৃতকার্য হয়েছে ১ জন শিক্ষার্থী।

কাপাইকাপ ইসলামিয়া আলিম মাদরাসা থেকে ২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ২১ জন। পাশের হার ৮৪ শতাংশ। এর মধ্যে এ গ্রেড পেয়েছে ৯ জন, এ মাইনাস ৮ জন, বি গ্রেড ৩ জন ও সি গ্রেড ১ জন এবং অকৃতকার্য হয়েছে ৪ জন শিক্ষার্থী।

সর্বাধিক পঠিত

সকালে ‘রিট করে’ বিকেলেই সুর পাল্টালেন সারজিস 

হাজীগঞ্জে আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২৫ জন

হাজীগঞ্জে আলিমে শতভাগ পাশ করেছে ৫টি মাদরাসা

আপডেট: ১০:৪৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

উচ্চ মাধ্যমিক সমমানের আলীম পরীক্ষায় ঘোষিত ফলাফলে হাজীগঞ্জের ১৩টি প্রতিষ্ঠান থেকে ৩৩৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৩১৭ জন। অকৃতকার্য হয়েছে ২০ জন। পাশের হার ৯৪.০৬ শতাংশ। এর মধ্যে এ প্লাস (জিপিএ-৫) পেয়েছে ২৫ জন, এ গ্রেড ১৪৯ জন, এ মাইনাস ৮৮ জন, বি গ্রেড ৪৪ জন ও সি গ্রেড পেয়েছে ১১ জন শিক্ষার্থী।

উপজেলা সর্বোচ্চ ১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ ও শতভাগ পাশ করার গৌরব অর্জন করেছেন হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদরাসার শিক্ষার্থীরা। এ প্রতিষ্ঠান থেকে ৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। জিপিএ-৫ ছাড়াও এ গ্রেড পেয়েছে ৪৯ জন, এ মাইনস ১৭ জন, বি গ্রেড ৬ জন ও সি গ্রেড ২ জন।

গত বছরের মতো এবছরও শতভাগ পাশের গৌরব অর্জন করেছে ছালেহ আবাদ এম এন ফাজিল মাদরাসা। এ প্রতিষ্ঠান থেকে ১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ১ জন, এ গ্রেড ৬ জন, এ মাইনাস ৩ জন ও বি গ্রেড ৭ জন।

নতুন করে শতভাগ পাশের গৌরব অর্জন করেছে সুহিলপুর এবিএস হামিদীয়া ফাজিল মাদরাসা। এ প্রতিষ্ঠান থেকে ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ২ জন, এ গ্রেড ৭ জন, এ মাইনাস ৫ জন, বি গ্রেড ২ জন ও সি গ্রেড ৩ জন শিক্ষার্থী।

শতভাগ পাশের গৌরব অর্জন করেছে সাদ্রা হামিদীয়া ফাজিল মাদরাসা। এ প্রতিষ্ঠান থেকে ১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ১ জন, এ গ্রেড ৫ জন, এ মাইনাস ৭ জন ও বি গ্রেড ১ জন শিক্ষার্থী।

এছাড়াও শতভাগ পাশের গৌরব অর্জন করেছে রামচন্দ্রপুর ফাজিল মাদরাসা। এ প্রতিষ্ঠান থেকে ১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ১ জন, এ গ্রেড ৭ জন, এ মাইনাস ৪ জন ও বি গ্রেড ২ জন শিক্ষার্থী।

বাকিলা ফাজিল মাদরাসা থেকে ২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ১৭ জন। পাশের হার ৮০.৯৫ শতাংশ। এর মধ্যে এ গ্রেড ৮ জন, এ মাইনাস ৪ জন, বি গ্রেড ৩ জন ও সি গ্রেড ২ জন এবং অকৃতকার্য হয়েছে ৪ জন শিক্ষার্থী।

বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদরাসা থেকে ৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৩১ জন। পাশের হার ৯৭ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ জন, এ গ্রেড ১৩ জন, এ মাইনাস ১০ জন, বি গ্রেড ৪ জন ও সি গ্রেড ১ জন এবং অকৃতকার্য হয়েছে ১ জন শিক্ষার্থী।

নওহাটা ফাজিল মাদরাসা গত বছর শতভাগ পাশের গৌরব অর্জন করলেও এবছর পাশের হার ৯৫ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে ২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ২ জন, এ গ্রেড ১৩ জন, এ মাইনাস ২ জন, বি গ্রেড ৩ জন ও সি গ্রেড ১ জন এবং অকৃতকার্য হয়েছে ১ জন শিক্ষার্থী।

নেছারাবাদ ফাজিল মাদরাসা থেকে ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ১৮ জন। পাশের হার ৯৫ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ জন, এ গ্রেড ১১ জন, এ মাইনাস ৩ জন ও বি গ্রেড ২ জন এবং অকৃতকার্য হয়েছে ১ জন শিক্ষার্থী।

রাজারগাঁও ফাজিল মাদরাসা থেকে ৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৩১ জন। পাশের হার ৯১ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ জন, এ গ্রেড ১৪ জন, এ মাইনাস ১৩ জন ও বি গ্রেড ২ জন এবং অকৃতকার্য হয়েছে ৩ জন শিক্ষার্থী।

বলাখাল এন.এম.এন আলিম মাদরাসা থেকে ২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ১৫ জন। পাশের হার ৭৫ শতাংশ। এর মধ্যে এ গ্রেড পেয়েছে ৩ জন, এ মাইনাস ৭ জন, বি গ্রেড ৪ জন ও সি গ্রেড ১ জন এবং অকৃতকার্য হয়েছে ৫ জন শিক্ষার্থী।

কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদরাসা গত বছর শতভাগ পাশের গৌরব অর্জন করলেও এবছর পাশের হার ৯৪ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে ১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এ গ্রেড পেয়েছে ৪ জন, এ মাইনাস ৫ জন ও বি গ্রেড ১ জন এবং অকৃতকার্য হয়েছে ১ জন শিক্ষার্থী।

কাপাইকাপ ইসলামিয়া আলিম মাদরাসা থেকে ২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ২১ জন। পাশের হার ৮৪ শতাংশ। এর মধ্যে এ গ্রেড পেয়েছে ৯ জন, এ মাইনাস ৮ জন, বি গ্রেড ৩ জন ও সি গ্রেড ১ জন এবং অকৃতকার্য হয়েছে ৪ জন শিক্ষার্থী।