চাঁদপুর, ৯ এপ্রিল, বৃহস্পতিবার:
চাঁদপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপরে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান স্বাক্ষরিত এক পত্রে এ লকডাউন ঘোষণা করা হয়।
আরো পুড়ন: চাঁদপুর জেলাকে লকডাউনের দাবী উঠছে
ঘোষণায় বলা হয়, প্রাণঘাতি করোনা ভাইরাস (কোভিড) সংক্রমক ঝুঁকি মোকাবেলায় “করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি, চাঁদপুর” এর সভার সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনাক্রমে এবং “সংক্রমক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নিমূল) ২০১৮ এর ১১ (১) (২)(৩) ধারা মোতাবেক” চাঁদপুর জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হলো। এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সড়ক ও নৌ পথে অন্য কোন জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে বা এ জেলা হতে অন্য কোন জেলায় গমণ করতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একইরুপ নিষেধাজ্ঞা বলবৎ হবে।
আরো পড়ুন:চাঁদপুরে বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ
সকল ধরণের গণপরিবহন, জনসমাগম পূর্বের ন্যায় বন্ধ থাকবে। তবে জরুরী পরিসেবা চালু থাকবে। জনস্বার্থে জারীকৃত এ আদেশ ০৯/০৪/২০২০ খ্রিস্টাব্দ তারিখ সন্ধ্যা ০৭.০০টা হতে কার্যকর হবে। এ আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর পূর্বে গত ৭ এপ্রিল (মঙ্গলবার) রাতে নতুনের কথা অনলাইনে চাঁদপুর জেলাকে লকডাউনের দাবী উঠছে শিরোনামে সংবাদ প্রকাশ করে।