সকল প্রস্তুতি সম্পন্ন, চাঁদপুরে ২শ’ ৩ মন্ডপে দুর্গা পূজা শুরু

  • আপডেট: ০৮:৩৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯
  • ৪৭

চাঁদপুর, ০৪ অক্টোবর, ২০১৯ খ্রী.:

চাঁদপুর জেলার ৮টি উপজেলায় এ বছর ২শ’ ৩টি শারদীয় দুর্গা পূজার মন্ডপ প্রস্তুত করা হচ্ছে। ইতোমধ্যে চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদ সব উপজেলা পূজা পরিষদের নেতৃবৃন্দদের নিয়ে প্রস্তুতি সভা করেছে।

৪ অক্টোবর শুক্রবার হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা শুরু হবে।দেবী দুর্গা এ বছর ঘোটকে আগমন করবেন। আগামি ২৮ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার আগমনী বার্তা জানান দিবে। ৪ অক্টোবর ষষ্ঠী পূজা দিয়ে ৫ দিনব্যাপী এই শারদীয় উৎসব শুরু হবে।জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ জানান, এ বছর চাঁদপুর জেলার ৮টি উপজেলায় ২শ’ ৩টি মন্ডপে শারদীয় দুর্গা উৎসব উদ্যাপিত হবে। প্রতিটি পূজামন্ডপে যেন কোন ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেজন্য উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দকে সজাগ দৃষ্টি রাখার জন্য বলা হয়েছে। আমরা সহসা জেলা প্রশাসন ও পুলিশ সুপারের সাথে শারদীয় দুর্গা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে মতবিনিময় সভায় মিলিত হবো।

এবছর চাঁদপুর সদর উপজেলার ৩২টি পূজামন্ডপ, শাহরাস্তি উপজেলার ১৭টি পূজামন্ডপ, ফরিদগঞ্জ উপজেলা ১৯টি পূজামন্ডপ, হাজীগঞ্জ উপজেলার ২৭টি পূজামন্ডপ, হাইমচর উপজেলার ৫টি পূজামন্ডপ, মতলব উত্তর উপজেলার ২৯টি পূজামন্ডপ, মতলব দক্ষিণ উপজেলার ৩৩টি পূজামন্ডপ ও কচুয়া উপজেলার ৪১টি পূজামন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

চাঁদপুর সদর উপজেলার ৩২টি পূজামন্ডপ হলো- কালি বাড়ি মন্দির, গোপাল জিউর আখড়া, গুহ বাড়ি পূজামন্ডপ, মিনার্ভা পূজা উদ্যাপন পরিষদ, রামকৃষ্ণ আশ্রম, কুন্ডু বাড়ি পূজামন্ডপ, মজুমদার বাড়ি পূজামন্ডপ, বাতাসা পট্টি বারোয়ারি পূজামন্ডপ, নিতাইগঞ্জ পূজামন্ডপ, শিলন্দিয়া, হরিসভা পূজামন্ডপ, পুরাণবাজার ঘোষপাড়া পূজামন্ডপ, জাফরাবাদ পালপাড়া পূজামন্ডপ, নিতাইগঞ্জ রঞ্জিত দাসের বাড়ি পূজামন্ডপ, সার্বজনীন পূজামন্ডপ শীতলা মায়ের মন্দির, ঘোষপাড়া সার্বজনীন পূজামন্ডপ, দাসপাড়া সার্বজনীন পূজামন্ডপ, হরিজন পল্লী সার্বজনীন পূজা কমিটি, মহামায়া দত্ত বাড়ি পূজামন্ডপ, মৈশাল বাড়ি সার্বজনীন পূজামন্ডপ, শিলন্দিয়া শারদীয় পূজামন্ডপ, শারদীয়া পূজামন্ডপ, দামোদরদী কমল কৃষ্ণ মহাশয়ের বাড়ি, প্রতাপসাহার বাড়ি শারদীয় দুর্গা পূজামন্ডপ, উত্তর চরবাকিলা সার্বজনীন দুর্গা পূজামন্ডপ, বাবুরহাট বাজার পূজামন্ডপ, স্বর্ণখোলা মা সন্তুষ্টি পূজামন্ডপ, রেলওয়ে হরিজন কলোনী মহাবীর মন্দির দুর্গা পূজা কমিটি, ডাসাদী বড় সূত্রধর বাড়ি সার্বজনীন দুর্গোৎসব, পুরাণবাজার পানের গোলা সার্বজনীন শারদীয় দুর্গা পূজা, দাসদী সার্বজনীন দুর্গা পূজা উদ্যাপন পরিষদ, নবতারা সার্বজনীন পূজামন্ডপ, বালিয়া রাধা গোবিন্দ মন্দির সার্বজনীন দুর্গা উৎসব ও প্রতাপ সাহা রোড মদন মোহন রায়ের বাড়ি দুর্গা উৎসব।

শাহরাস্তি উপজেলার ১৭টি পূজামন্ডপগুলো হলো- মেহের কালী বাড়ি পূজামন্ডপ, নিজ মেহের পালপাড়া পূজামন্ডপ, উপলতা পুরোহিত বাড়ি পূজামন্ডপ, নাহারা ভৌমিক বাড়ি পূজামন্ডপ, জগবন্ধু সাধুর বাড়ি পূজামন্ডপ, ঘুঘুর চপ পালবাড়ি পূজামন্ডপ, প্রসন্নপুর পূজামন্ডপ, নুনিয়া দত্ত বাড়ি পূজামন্ডপ, অধিকার বাড়ি পূজামন্ডপ, মজুমদার বাড়ি পূজামন্ডপ, খিতারপাড় পূজামন্ডপ, ছিখটিয়া পূজামন্ডপ, কুলশী ঠাকুরবাড়ি পূজামন্ডপ, সাহাপুর চৌধুরী বাড়ি পূজামন্ডপ, নাওড়া ঠাকুর বাড়ি পূজামন্ডপ, বর্ধণ বাড়ি পূজামন্ডপ ও ঘোষপাড়া পূজামন্ডপ।

ফরিদগঞ্জ উপজেলা ১৯টি পূজামন্ডপ হলো- লক্ষী নারায়ন জিউড় আখড়া, দাসপাড়া যুব সংঘ, চান্দ্রা বাজার লক্ষী নারায়ন জিউড় আখড়া, কড়ইতলী রামকৃষ্ণ আশ্রম, সাহাপুর নবকিশোর সার্বজনীন দুর্গোৎসব, আলোনিয়া রাধা গোবিন্দ হরিসভা, দক্ষিণ রূপসা সার্বজনীন দুর্গোৎসব, আইটপাড়া পশ্চিম বড়গাঁও সার্বজনীন দুর্গোৎসব, গুপ্টি সার্বজনীন দুর্গোৎসব, আস্টা সার্বজনীন দুর্গোৎসব, তা¤্রশাসন সার্বজনীন দুর্গোৎসব, বৈচাতরী সার্বজনীন দুর্গোৎসব, আস্টা রায় বাড়ি সার্বজনীন দুর্গোৎসব, বাসারা সার্বজনীন দুর্গোৎসব, কালিয়া বৈচাতরী সার্বজনীন দুর্গোৎসব, দক্ষিন ধানুয়া গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির, রূপসা বাজার সর্বমঙ্গলা সংঘ, খাড়খাদিয়া সার্বজনীন দুর্গোৎসব ও গুপ্টি ভগবতী সার্বজনীন দুর্গোৎসব।

হাজীগঞ্জ উপজেলার ২৭টি পূজামন্ডপ হলো- মকিমাবাদ রামকৃষ্ণ সেবাশ্রম ও বিবেকানন্দ বিদ্যাপীঠ, মকিমাবাদ জমিদার বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, ত্রিনয়নী সংঘ, ত্রিশুল সংঘ, নব দুর্গা সংঘ, বলাখাল চৌধুরী বাড়ি, বলাখাল শীল বাড়ি, বলাখাল হরি সাহার বাড়ি, ননী দাসের বাড়ি, কানাই কারিগর বাড়ি, আলীগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব, উচ্চঙ্গা জয়রাম মন্দির, রাজাপুর রামচন্দ্র দেবনাথ বাড়ি, রামপুর চৌধুরী বাড়ি, অতুল চন্দ্র গোস্বামীর বাড়ি, রামপুর বড় বাড়ি, বড়কুল ঠাকুর বাড়ি, সোনাইমুড়ি বড় সূত্রধর বাড়ি, বাকিলা বিবি রায় চৌধুরী বাড়ি, বাকিলা মাখন লাল মন্ডল বাড়ি, বেলঘর মজুমদার বাড়ি, হাটিলা গৌরনিতাই সেবাশ্রম, ছেঙ্গাতলী সূর্যমনি সরকার বাড়ি, রাজারগাঁও মুকুন্দসার সূত্রধর বাড়ি, জামিনী কান্তি কবিরাজ বাড়ি, মালিগাঁও বরদ চন্দ্র বেপারী বাড়ি ও পূর্ব গন্ধর্ব্যপুর হরিপুর রেজি. প্রাথমিক বিদ্যালয়।

হাইমচর উপজেলার ৫টি পূজামন্ডপ হলো- কমলাপুর দুর্গা দেবী মন্দির, পশ্চিম চরকৃষ্ণপুর জগন্নাথ মন্দির, চরভাঙ্গা রাধা গোবিন্দ মন্দির, দক্ষিণ চরভৈরবী গৌর নিতাই মন্দির ও উত্তর চরভৈরবী হরিচাঁদ ঠাকুর মন্দির।

মতলব উত্তর উপজেলার ২৯টি পূজামন্ডপ হলো- ঘনিয়ারপাড় বিষ্ণু চন্দ্র দত্তের বাড়ি দুর্গা পূজা মন্দির, ছেঙ্গারচর কালা চাঁদ আখড়া, চরপাথালিয়া হারাধন রায়ের বাড়ি দুর্গা পূজা মন্দির, শ্যামা চরণ সরকার বাড়ি দুর্গা মন্দির, জুতি লাল মাস্টার বাড়ি দুর্গা মন্দির, প্রাণকৃষ্ণ দাসের বাড়ি দুর্গা মন্দির, অতুল বেপারী বাড়ি দুর্গা মন্দির, বড়াইকান্দি জীবন ঘোষের বাড়ি দুর্গা মন্দির, সাদুল্যাপুর রঘুনাথ সরকার বাড়ি দুর্গা মন্দির, সাদুল্যাপুর দুর্গা মন্দির, গজরা ভাসান চক্রবর্তীর বাড়ি দুর্গা মন্দির, গজরা সার্বজনীন দুর্গা মন্দির, গজরা মনোরঞ্জন বনিকের বাড়ি দুর্গা মন্দির, খাগুরিয়া হরগৌরি শ্বশান দুর্গা মন্দির, রায়ের কান্দি দুর্গা মন্দির, নান্দুর কান্দি শুকলাল মাস্টারের বাড়ি দুর্গা মন্দির, নান্দুরকান্দি হাওলাদার বাড়ি দুর্গা মন্দির, তিতারকান্দি জলধল দাসের বাড়ি দুর্গা মন্দির, নাগপাড়া অমৃত লাল নাগের বাড়ি দুর্গা মন্দির, চরপাথালিয়া অতুল চন্দ্র অধিকারী বাড়ি দুর্গা মন্দির, তিতার কান্দি ঘোষবাড়ি দুর্গা মন্দির, সুকুমার পালের দুর্গা মন্দির, কামিনী চরণ মন্ডল বাড়ি দুর্গা মন্দির, দুর্গাপুর গনেশ দাসের বাড়ি দুর্গা মন্দির, লাবাইর কান্দি রাধেশ্যাম মজুমদার বাড়ি দুর্গা মন্দির, দুর্গাপুর ধীরেন্দ্র মাস্টারবাড়ি দুর্গা মন্দির, জহর লাল মজুমদার বাড়ি দুর্গা মন্দির, দুর্গাপুর আশ্রায়নকেন্দ্র দুর্গা মন্দির ও হিন্দু আয়োরপুর দুর্গা মন্দির।

মতলব দক্ষিণ উপজেলার ৩৩টি পূজামন্ডপ হলো- জগন্নাথ দেবের মন্দির, কলাদী হারাধন চক্রবর্তীর বাড়ি দুর্গা মন্দির, নগেন্দ্র সাহার বাড়ি দুর্গা মন্দির, দক্ষিন বাইশপুর অরুন দাসের বাড়ি দুর্গা মন্দির, ধনারপাড় দেবেন্দ্র বৈদ্যের বাড়ি দুর্গা মন্দির, গোলদার বাড়ি দুর্গা মন্দির, হরি দুর্গা মন্দির, বোয়ালিয়া নগেন সাহার বাড়ি দুর্গা মন্দির, বোয়ালিয়া হরিসভা দুর্গা মন্দির, হিমাংশু চক্রবর্তী বাড়ি দুর্গা মন্দির, বোয়ালিয়া বাজার দুর্গা মন্দির, বলাই দাসের বাড়িদুর্গা মন্দির, উত্তর দিঘলদী হরি চক্রবর্তী বাড়ি দুর্গা মন্দির, মাদক ঠাকুরের বাড়ি দুর্গা মন্দির, বরদিয়া কেদাররায় চক্রবর্তী বাড়িদুর্গা মন্দির, লামচড়িয়া বালুচর অমূল্য মাস্টারের বাড়ি দুর্গা মন্দির, খাদেরগাঁও সুখেন্দ্র সূত্রধরের বাড়িদুর্গা মন্দির, বালুচর সুখেন মাস্টারের বাড়ি দুর্গা মন্দির, লামচড়ি কাশী কীর্তনিয়ার বাড়ি দুর্গা মন্দির, মাছুয়াখাল কুঞ্জ সাহা বাড়ির দুর্গা মন্দির, নারায়নপুর জয় কালী বাড়িদুর্গা মন্দির, সুধাংশু ঠাকুরের বাড়ি দুর্গা মন্দির, সাতানী বেপারী বাড়ি দুর্গা মন্দির, চারটভাঙ্গা নিখিল দাসের বাড়ি দুর্গা মন্দির, সচিন দাসের বাড়িদুর্গা মন্দির, নারায়নপুর কাশিম বাজার দুর্গা মন্দির, কাশিমপুর প্রধানীয়া বাড়িদুর্গা মন্দির, নায়েরগাঁও সুনীল দাসের বাড়ি দুর্গা মন্দির, পরিতোষ পালের বাড়ি দুর্গা মন্দির, সারপাড়া অধ্যাপক হরিপদ সাহার বাড়িদুর্গা মন্দির, লামচড়ি সরকার বাড়ি দুর্গা মন্দির ও নারায়নপুর চৌধুরী বাড়ি দুর্গা মন্দির।

কচুয়া উপজেলার ৪১টি পূজামন্ডপ হলো- সাচার শারদীয় দুর্গা মন্দির, পোদ্দার বাড়ি শারদীয় দুর্গা মন্দির, ঘোষবাড়ি শারদীয় দুর্গা মন্দির, সাচার মধ্যপাড়া শারদীয় দুর্গা মন্দির, সাচার দাসপাড়া শারদীয় দুর্গা মন্দির, বায়েক কালিবাড়ি শারদীয় দুর্গা মন্দির, বায়েক সরকার বাড়ি শারদীয় দুর্গা মন্দির, বায়েক ঠাকুর বাড়ি শারদীয় দুর্গা মন্দির, সাচার গুগড়াবাড়ি কালি মন্দির, উত্তর শিবপুর দুর্গা বাড়ি শারদীয় দুর্গা মন্দির, মাঝি গাছা শারদীয় দুর্গা মন্দির, বিতারা পালবাড়ি শারদীয় দুর্গা মন্দির, পালাখাল সাহা বাড়ি শারদীয় দুর্গা মন্দির, তিলকিয়া ভিটি শারদীয় দুর্গা মন্দির, দোয়াটি চিন্তাহরণ দালদার বাড়ি শারদীয় দুর্গা মন্দির, দোয়াটি নিশি হালদার বাড়ি শারদীয় দুর্গা মন্দির, আলিয়ার ব্যাজ বাড়ি শারদীয় দুর্গা মন্দির, নাহারা কালি বাড়ি শারদীয় দুর্গা মন্দির, দায়চর দাস বাড়ি শারদীয় দুর্গা মন্দির, জলাতেতৈয়া শারদীয় দুর্গা মন্দির, ঘাগড়া আখড়া বাড়ি শারদীয় দুর্গা মন্দির, রাজাপুর সরকার বাড়ি শারদীয় দুর্গা মন্দির, তুলপাই সাহা বাড়ি শারদীয় দুর্গা মন্দির, আয়েশা গোসাই বাড়ি শারদীয় দুর্গা মন্দির, হায়াৎপুর বড় বাড়ি শারদীয় দুর্গা মন্দির, ডুমুরিয়া আখড়া বাড়ি শারদীয় দুর্গা মন্দির, বেদপুর মজুমদার বাড়ি শারদীয় দুর্গা মন্দির, নাউলা দত্ত বাড়ি শারদীয় দুর্গা মন্দির, নাউলা দাস বাড়ি শারদীয় দুর্গা মন্দির, গোবিন্দপুর সুতার বাড়ি শারদীয় দুর্গা মন্দির, চাঙ্গিনী দুর্গা বাড়ি শারদীয় দুর্গা মন্দির, চাঙ্গিনী মজুমদার বাড়ি, পিপলকড়া বেনু মজুমদার বাড়ি শারদীয় দুর্গা মন্দির, পিপলকড়া বেনু মজুমদার বাড়ি শারদীয় দুর্গা মন্দির, করইশ বেপারী বাড়ি শারদীয় দুর্গা মন্দির, কড়ইয়া শারদীয় দুর্গা মন্দির, কোয়া পোদ্দার বাড়ি শারদীয় দুর্গা মন্দির, কোয়া দাস বাড়ি শারদীয় দুর্গা মন্দির, কান্দারপাড় শারদীয় দুর্গা মন্দির, মাছিমপুর শারদীয় দুর্গা মন্দির ও মাছিমপুর দুর্গা বাড়ি শারদীয় দুর্গা মন্দির।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

সকল প্রস্তুতি সম্পন্ন, চাঁদপুরে ২শ’ ৩ মন্ডপে দুর্গা পূজা শুরু

আপডেট: ০৮:৩৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯

চাঁদপুর, ০৪ অক্টোবর, ২০১৯ খ্রী.:

চাঁদপুর জেলার ৮টি উপজেলায় এ বছর ২শ’ ৩টি শারদীয় দুর্গা পূজার মন্ডপ প্রস্তুত করা হচ্ছে। ইতোমধ্যে চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদ সব উপজেলা পূজা পরিষদের নেতৃবৃন্দদের নিয়ে প্রস্তুতি সভা করেছে।

৪ অক্টোবর শুক্রবার হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা শুরু হবে।দেবী দুর্গা এ বছর ঘোটকে আগমন করবেন। আগামি ২৮ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার আগমনী বার্তা জানান দিবে। ৪ অক্টোবর ষষ্ঠী পূজা দিয়ে ৫ দিনব্যাপী এই শারদীয় উৎসব শুরু হবে।জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ জানান, এ বছর চাঁদপুর জেলার ৮টি উপজেলায় ২শ’ ৩টি মন্ডপে শারদীয় দুর্গা উৎসব উদ্যাপিত হবে। প্রতিটি পূজামন্ডপে যেন কোন ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেজন্য উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দকে সজাগ দৃষ্টি রাখার জন্য বলা হয়েছে। আমরা সহসা জেলা প্রশাসন ও পুলিশ সুপারের সাথে শারদীয় দুর্গা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে মতবিনিময় সভায় মিলিত হবো।

এবছর চাঁদপুর সদর উপজেলার ৩২টি পূজামন্ডপ, শাহরাস্তি উপজেলার ১৭টি পূজামন্ডপ, ফরিদগঞ্জ উপজেলা ১৯টি পূজামন্ডপ, হাজীগঞ্জ উপজেলার ২৭টি পূজামন্ডপ, হাইমচর উপজেলার ৫টি পূজামন্ডপ, মতলব উত্তর উপজেলার ২৯টি পূজামন্ডপ, মতলব দক্ষিণ উপজেলার ৩৩টি পূজামন্ডপ ও কচুয়া উপজেলার ৪১টি পূজামন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

চাঁদপুর সদর উপজেলার ৩২টি পূজামন্ডপ হলো- কালি বাড়ি মন্দির, গোপাল জিউর আখড়া, গুহ বাড়ি পূজামন্ডপ, মিনার্ভা পূজা উদ্যাপন পরিষদ, রামকৃষ্ণ আশ্রম, কুন্ডু বাড়ি পূজামন্ডপ, মজুমদার বাড়ি পূজামন্ডপ, বাতাসা পট্টি বারোয়ারি পূজামন্ডপ, নিতাইগঞ্জ পূজামন্ডপ, শিলন্দিয়া, হরিসভা পূজামন্ডপ, পুরাণবাজার ঘোষপাড়া পূজামন্ডপ, জাফরাবাদ পালপাড়া পূজামন্ডপ, নিতাইগঞ্জ রঞ্জিত দাসের বাড়ি পূজামন্ডপ, সার্বজনীন পূজামন্ডপ শীতলা মায়ের মন্দির, ঘোষপাড়া সার্বজনীন পূজামন্ডপ, দাসপাড়া সার্বজনীন পূজামন্ডপ, হরিজন পল্লী সার্বজনীন পূজা কমিটি, মহামায়া দত্ত বাড়ি পূজামন্ডপ, মৈশাল বাড়ি সার্বজনীন পূজামন্ডপ, শিলন্দিয়া শারদীয় পূজামন্ডপ, শারদীয়া পূজামন্ডপ, দামোদরদী কমল কৃষ্ণ মহাশয়ের বাড়ি, প্রতাপসাহার বাড়ি শারদীয় দুর্গা পূজামন্ডপ, উত্তর চরবাকিলা সার্বজনীন দুর্গা পূজামন্ডপ, বাবুরহাট বাজার পূজামন্ডপ, স্বর্ণখোলা মা সন্তুষ্টি পূজামন্ডপ, রেলওয়ে হরিজন কলোনী মহাবীর মন্দির দুর্গা পূজা কমিটি, ডাসাদী বড় সূত্রধর বাড়ি সার্বজনীন দুর্গোৎসব, পুরাণবাজার পানের গোলা সার্বজনীন শারদীয় দুর্গা পূজা, দাসদী সার্বজনীন দুর্গা পূজা উদ্যাপন পরিষদ, নবতারা সার্বজনীন পূজামন্ডপ, বালিয়া রাধা গোবিন্দ মন্দির সার্বজনীন দুর্গা উৎসব ও প্রতাপ সাহা রোড মদন মোহন রায়ের বাড়ি দুর্গা উৎসব।

শাহরাস্তি উপজেলার ১৭টি পূজামন্ডপগুলো হলো- মেহের কালী বাড়ি পূজামন্ডপ, নিজ মেহের পালপাড়া পূজামন্ডপ, উপলতা পুরোহিত বাড়ি পূজামন্ডপ, নাহারা ভৌমিক বাড়ি পূজামন্ডপ, জগবন্ধু সাধুর বাড়ি পূজামন্ডপ, ঘুঘুর চপ পালবাড়ি পূজামন্ডপ, প্রসন্নপুর পূজামন্ডপ, নুনিয়া দত্ত বাড়ি পূজামন্ডপ, অধিকার বাড়ি পূজামন্ডপ, মজুমদার বাড়ি পূজামন্ডপ, খিতারপাড় পূজামন্ডপ, ছিখটিয়া পূজামন্ডপ, কুলশী ঠাকুরবাড়ি পূজামন্ডপ, সাহাপুর চৌধুরী বাড়ি পূজামন্ডপ, নাওড়া ঠাকুর বাড়ি পূজামন্ডপ, বর্ধণ বাড়ি পূজামন্ডপ ও ঘোষপাড়া পূজামন্ডপ।

ফরিদগঞ্জ উপজেলা ১৯টি পূজামন্ডপ হলো- লক্ষী নারায়ন জিউড় আখড়া, দাসপাড়া যুব সংঘ, চান্দ্রা বাজার লক্ষী নারায়ন জিউড় আখড়া, কড়ইতলী রামকৃষ্ণ আশ্রম, সাহাপুর নবকিশোর সার্বজনীন দুর্গোৎসব, আলোনিয়া রাধা গোবিন্দ হরিসভা, দক্ষিণ রূপসা সার্বজনীন দুর্গোৎসব, আইটপাড়া পশ্চিম বড়গাঁও সার্বজনীন দুর্গোৎসব, গুপ্টি সার্বজনীন দুর্গোৎসব, আস্টা সার্বজনীন দুর্গোৎসব, তা¤্রশাসন সার্বজনীন দুর্গোৎসব, বৈচাতরী সার্বজনীন দুর্গোৎসব, আস্টা রায় বাড়ি সার্বজনীন দুর্গোৎসব, বাসারা সার্বজনীন দুর্গোৎসব, কালিয়া বৈচাতরী সার্বজনীন দুর্গোৎসব, দক্ষিন ধানুয়া গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির, রূপসা বাজার সর্বমঙ্গলা সংঘ, খাড়খাদিয়া সার্বজনীন দুর্গোৎসব ও গুপ্টি ভগবতী সার্বজনীন দুর্গোৎসব।

হাজীগঞ্জ উপজেলার ২৭টি পূজামন্ডপ হলো- মকিমাবাদ রামকৃষ্ণ সেবাশ্রম ও বিবেকানন্দ বিদ্যাপীঠ, মকিমাবাদ জমিদার বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, ত্রিনয়নী সংঘ, ত্রিশুল সংঘ, নব দুর্গা সংঘ, বলাখাল চৌধুরী বাড়ি, বলাখাল শীল বাড়ি, বলাখাল হরি সাহার বাড়ি, ননী দাসের বাড়ি, কানাই কারিগর বাড়ি, আলীগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব, উচ্চঙ্গা জয়রাম মন্দির, রাজাপুর রামচন্দ্র দেবনাথ বাড়ি, রামপুর চৌধুরী বাড়ি, অতুল চন্দ্র গোস্বামীর বাড়ি, রামপুর বড় বাড়ি, বড়কুল ঠাকুর বাড়ি, সোনাইমুড়ি বড় সূত্রধর বাড়ি, বাকিলা বিবি রায় চৌধুরী বাড়ি, বাকিলা মাখন লাল মন্ডল বাড়ি, বেলঘর মজুমদার বাড়ি, হাটিলা গৌরনিতাই সেবাশ্রম, ছেঙ্গাতলী সূর্যমনি সরকার বাড়ি, রাজারগাঁও মুকুন্দসার সূত্রধর বাড়ি, জামিনী কান্তি কবিরাজ বাড়ি, মালিগাঁও বরদ চন্দ্র বেপারী বাড়ি ও পূর্ব গন্ধর্ব্যপুর হরিপুর রেজি. প্রাথমিক বিদ্যালয়।

হাইমচর উপজেলার ৫টি পূজামন্ডপ হলো- কমলাপুর দুর্গা দেবী মন্দির, পশ্চিম চরকৃষ্ণপুর জগন্নাথ মন্দির, চরভাঙ্গা রাধা গোবিন্দ মন্দির, দক্ষিণ চরভৈরবী গৌর নিতাই মন্দির ও উত্তর চরভৈরবী হরিচাঁদ ঠাকুর মন্দির।

মতলব উত্তর উপজেলার ২৯টি পূজামন্ডপ হলো- ঘনিয়ারপাড় বিষ্ণু চন্দ্র দত্তের বাড়ি দুর্গা পূজা মন্দির, ছেঙ্গারচর কালা চাঁদ আখড়া, চরপাথালিয়া হারাধন রায়ের বাড়ি দুর্গা পূজা মন্দির, শ্যামা চরণ সরকার বাড়ি দুর্গা মন্দির, জুতি লাল মাস্টার বাড়ি দুর্গা মন্দির, প্রাণকৃষ্ণ দাসের বাড়ি দুর্গা মন্দির, অতুল বেপারী বাড়ি দুর্গা মন্দির, বড়াইকান্দি জীবন ঘোষের বাড়ি দুর্গা মন্দির, সাদুল্যাপুর রঘুনাথ সরকার বাড়ি দুর্গা মন্দির, সাদুল্যাপুর দুর্গা মন্দির, গজরা ভাসান চক্রবর্তীর বাড়ি দুর্গা মন্দির, গজরা সার্বজনীন দুর্গা মন্দির, গজরা মনোরঞ্জন বনিকের বাড়ি দুর্গা মন্দির, খাগুরিয়া হরগৌরি শ্বশান দুর্গা মন্দির, রায়ের কান্দি দুর্গা মন্দির, নান্দুর কান্দি শুকলাল মাস্টারের বাড়ি দুর্গা মন্দির, নান্দুরকান্দি হাওলাদার বাড়ি দুর্গা মন্দির, তিতারকান্দি জলধল দাসের বাড়ি দুর্গা মন্দির, নাগপাড়া অমৃত লাল নাগের বাড়ি দুর্গা মন্দির, চরপাথালিয়া অতুল চন্দ্র অধিকারী বাড়ি দুর্গা মন্দির, তিতার কান্দি ঘোষবাড়ি দুর্গা মন্দির, সুকুমার পালের দুর্গা মন্দির, কামিনী চরণ মন্ডল বাড়ি দুর্গা মন্দির, দুর্গাপুর গনেশ দাসের বাড়ি দুর্গা মন্দির, লাবাইর কান্দি রাধেশ্যাম মজুমদার বাড়ি দুর্গা মন্দির, দুর্গাপুর ধীরেন্দ্র মাস্টারবাড়ি দুর্গা মন্দির, জহর লাল মজুমদার বাড়ি দুর্গা মন্দির, দুর্গাপুর আশ্রায়নকেন্দ্র দুর্গা মন্দির ও হিন্দু আয়োরপুর দুর্গা মন্দির।

মতলব দক্ষিণ উপজেলার ৩৩টি পূজামন্ডপ হলো- জগন্নাথ দেবের মন্দির, কলাদী হারাধন চক্রবর্তীর বাড়ি দুর্গা মন্দির, নগেন্দ্র সাহার বাড়ি দুর্গা মন্দির, দক্ষিন বাইশপুর অরুন দাসের বাড়ি দুর্গা মন্দির, ধনারপাড় দেবেন্দ্র বৈদ্যের বাড়ি দুর্গা মন্দির, গোলদার বাড়ি দুর্গা মন্দির, হরি দুর্গা মন্দির, বোয়ালিয়া নগেন সাহার বাড়ি দুর্গা মন্দির, বোয়ালিয়া হরিসভা দুর্গা মন্দির, হিমাংশু চক্রবর্তী বাড়ি দুর্গা মন্দির, বোয়ালিয়া বাজার দুর্গা মন্দির, বলাই দাসের বাড়িদুর্গা মন্দির, উত্তর দিঘলদী হরি চক্রবর্তী বাড়ি দুর্গা মন্দির, মাদক ঠাকুরের বাড়ি দুর্গা মন্দির, বরদিয়া কেদাররায় চক্রবর্তী বাড়িদুর্গা মন্দির, লামচড়িয়া বালুচর অমূল্য মাস্টারের বাড়ি দুর্গা মন্দির, খাদেরগাঁও সুখেন্দ্র সূত্রধরের বাড়িদুর্গা মন্দির, বালুচর সুখেন মাস্টারের বাড়ি দুর্গা মন্দির, লামচড়ি কাশী কীর্তনিয়ার বাড়ি দুর্গা মন্দির, মাছুয়াখাল কুঞ্জ সাহা বাড়ির দুর্গা মন্দির, নারায়নপুর জয় কালী বাড়িদুর্গা মন্দির, সুধাংশু ঠাকুরের বাড়ি দুর্গা মন্দির, সাতানী বেপারী বাড়ি দুর্গা মন্দির, চারটভাঙ্গা নিখিল দাসের বাড়ি দুর্গা মন্দির, সচিন দাসের বাড়িদুর্গা মন্দির, নারায়নপুর কাশিম বাজার দুর্গা মন্দির, কাশিমপুর প্রধানীয়া বাড়িদুর্গা মন্দির, নায়েরগাঁও সুনীল দাসের বাড়ি দুর্গা মন্দির, পরিতোষ পালের বাড়ি দুর্গা মন্দির, সারপাড়া অধ্যাপক হরিপদ সাহার বাড়িদুর্গা মন্দির, লামচড়ি সরকার বাড়ি দুর্গা মন্দির ও নারায়নপুর চৌধুরী বাড়ি দুর্গা মন্দির।

কচুয়া উপজেলার ৪১টি পূজামন্ডপ হলো- সাচার শারদীয় দুর্গা মন্দির, পোদ্দার বাড়ি শারদীয় দুর্গা মন্দির, ঘোষবাড়ি শারদীয় দুর্গা মন্দির, সাচার মধ্যপাড়া শারদীয় দুর্গা মন্দির, সাচার দাসপাড়া শারদীয় দুর্গা মন্দির, বায়েক কালিবাড়ি শারদীয় দুর্গা মন্দির, বায়েক সরকার বাড়ি শারদীয় দুর্গা মন্দির, বায়েক ঠাকুর বাড়ি শারদীয় দুর্গা মন্দির, সাচার গুগড়াবাড়ি কালি মন্দির, উত্তর শিবপুর দুর্গা বাড়ি শারদীয় দুর্গা মন্দির, মাঝি গাছা শারদীয় দুর্গা মন্দির, বিতারা পালবাড়ি শারদীয় দুর্গা মন্দির, পালাখাল সাহা বাড়ি শারদীয় দুর্গা মন্দির, তিলকিয়া ভিটি শারদীয় দুর্গা মন্দির, দোয়াটি চিন্তাহরণ দালদার বাড়ি শারদীয় দুর্গা মন্দির, দোয়াটি নিশি হালদার বাড়ি শারদীয় দুর্গা মন্দির, আলিয়ার ব্যাজ বাড়ি শারদীয় দুর্গা মন্দির, নাহারা কালি বাড়ি শারদীয় দুর্গা মন্দির, দায়চর দাস বাড়ি শারদীয় দুর্গা মন্দির, জলাতেতৈয়া শারদীয় দুর্গা মন্দির, ঘাগড়া আখড়া বাড়ি শারদীয় দুর্গা মন্দির, রাজাপুর সরকার বাড়ি শারদীয় দুর্গা মন্দির, তুলপাই সাহা বাড়ি শারদীয় দুর্গা মন্দির, আয়েশা গোসাই বাড়ি শারদীয় দুর্গা মন্দির, হায়াৎপুর বড় বাড়ি শারদীয় দুর্গা মন্দির, ডুমুরিয়া আখড়া বাড়ি শারদীয় দুর্গা মন্দির, বেদপুর মজুমদার বাড়ি শারদীয় দুর্গা মন্দির, নাউলা দত্ত বাড়ি শারদীয় দুর্গা মন্দির, নাউলা দাস বাড়ি শারদীয় দুর্গা মন্দির, গোবিন্দপুর সুতার বাড়ি শারদীয় দুর্গা মন্দির, চাঙ্গিনী দুর্গা বাড়ি শারদীয় দুর্গা মন্দির, চাঙ্গিনী মজুমদার বাড়ি, পিপলকড়া বেনু মজুমদার বাড়ি শারদীয় দুর্গা মন্দির, পিপলকড়া বেনু মজুমদার বাড়ি শারদীয় দুর্গা মন্দির, করইশ বেপারী বাড়ি শারদীয় দুর্গা মন্দির, কড়ইয়া শারদীয় দুর্গা মন্দির, কোয়া পোদ্দার বাড়ি শারদীয় দুর্গা মন্দির, কোয়া দাস বাড়ি শারদীয় দুর্গা মন্দির, কান্দারপাড় শারদীয় দুর্গা মন্দির, মাছিমপুর শারদীয় দুর্গা মন্দির ও মাছিমপুর দুর্গা বাড়ি শারদীয় দুর্গা মন্দির।