সাংবাদিক হৃদয় অভিনীত পুতুলের সংসার নাটক ৮ অক্টোবর রাত ১১ টা১৫ মিনিটে  বাংলাভিশনে প্রচারিত হবে

  • আপডেট: ০৬:৪৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯
  • ৩৩

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুর শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় অভিনীত –  পুতুলের সংসার নাটকটি  জনপ্রিয় টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে বাংলাদেশ সময় রাত ১১ টা ১৫ মিনিটে এবং সৌদি আরব সময় রাত ৮ টা১৫ মিনিটে  প্রচার হবে বলে নাটকের পরিচালক মাসুদ আল জাবের এই প্রতিনিধিকে জানিয়েছেন। পরিচালক বলেন শারদীয় দুর্গাপুজাকে কেন্দ্র করেই  ঢাকা মুন্সীগঞ্জ শ্রীনগর পাল পাড়া সহ বিভিন্ন লোকেশনে নাটকের শুটিং করা হয়েছে।

পুতুলের সংসার  নাটকের পরিচালক – মাসুদ আল জাবের  বলেন দর্শকদের চাহিদার কথা চিন্তা করে সমসাময়িক বিষয় নিয়েই  নাটকটি তৈরি করা হয়েছে।

পুতুলের সংসার নাটকে অভিনয় করেছেন – বর্তমান সময়ের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা মোশারফ করিম,নুসরাত জান্নাত রুহি, অহিদ ইকবাল মার্শাল, সৈকত সিদ্দিকী,  মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়,মিম মানতাশা  সহ আরও অনেকেই।
পরিচালনায় – মাসুদ আল জাবের।
নাটকের চিত্রগ্রহন – ফরহাদ হোসেন।
প্রধান সহকারী পরিচালক – হেলাল উদ্দিন ফারহান।
সহকারী পরিচালক -মোঃ পবন চৌধুরী।
চিত্রনাট্য – সেরনিয়াবাত শাওন।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

সাংবাদিক হৃদয় অভিনীত পুতুলের সংসার নাটক ৮ অক্টোবর রাত ১১ টা১৫ মিনিটে  বাংলাভিশনে প্রচারিত হবে

আপডেট: ০৬:৪৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুর শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় অভিনীত –  পুতুলের সংসার নাটকটি  জনপ্রিয় টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে বাংলাদেশ সময় রাত ১১ টা ১৫ মিনিটে এবং সৌদি আরব সময় রাত ৮ টা১৫ মিনিটে  প্রচার হবে বলে নাটকের পরিচালক মাসুদ আল জাবের এই প্রতিনিধিকে জানিয়েছেন। পরিচালক বলেন শারদীয় দুর্গাপুজাকে কেন্দ্র করেই  ঢাকা মুন্সীগঞ্জ শ্রীনগর পাল পাড়া সহ বিভিন্ন লোকেশনে নাটকের শুটিং করা হয়েছে।

পুতুলের সংসার  নাটকের পরিচালক – মাসুদ আল জাবের  বলেন দর্শকদের চাহিদার কথা চিন্তা করে সমসাময়িক বিষয় নিয়েই  নাটকটি তৈরি করা হয়েছে।

পুতুলের সংসার নাটকে অভিনয় করেছেন – বর্তমান সময়ের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা মোশারফ করিম,নুসরাত জান্নাত রুহি, অহিদ ইকবাল মার্শাল, সৈকত সিদ্দিকী,  মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়,মিম মানতাশা  সহ আরও অনেকেই।
পরিচালনায় – মাসুদ আল জাবের।
নাটকের চিত্রগ্রহন – ফরহাদ হোসেন।
প্রধান সহকারী পরিচালক – হেলাল উদ্দিন ফারহান।
সহকারী পরিচালক -মোঃ পবন চৌধুরী।
চিত্রনাট্য – সেরনিয়াবাত শাওন।