স্টাফ রিপোর্টার॥
দক্ষীন ও পূর্বাঞ্চলীয় হাজার হাজার যাত্রীসহ ঘরমুখো যাত্রীদের নিরাপদে পৌছার দিক বিবেচনা করে যাত্রীদের ভ্রমন সুবিধার্থে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে চট্রগ্রাম-চাঁদপুর-চট্রগ্রামের মধ্যে ২জোড়া বিশেষ যাত্রীবাহি ঈদ স্পেশাল ট্রেন চলাচলের ব্যবস্থা গ্রহন করেছে, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এ দিকে চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট/পূর্ব এর কার্যালয় বাংলাদেশ রেলওয়ে চট্রগ্রামের সার্কুলার নং ৫৪.০১.২৬০০.০০৮.১৮.০১৫.২০১৬-১৬৩ অনুযায়ী- ২ জুন থেকে ঈদের পূর্ব দিন ৪জুন পর্যন্ত ঈদ স্পেশাল-ট্রেন চলাচল করবে। ঈদ স্পেশাল-১,২,৩ ও ৪ চট্রগ্রাম-চাঁদপুর-চট্রগ্রামের মধ্যে চলাচল করবে। আগামী ২জুন হতে ঈদ স্পেশাল-১-চট্রগ্রাম থেকে সকাল ১১টা ৩০মিনিটে ছেড়ে চাঁদপুর পৌছবে বিকেল ৪টা ২৫মিনিটে। ঈদ স্পেশাল-২ চাঁদপুর থেকে চট্রগ্রামের উর্দ্দেশে ছেড়ে যাবে ভোর রাত ৩টা ৩০ মিনিটে,চট্রগ্রাম পৌছবে সকাল ৮টা ১০মিনিটে। ঈদ স্পেশাল-৩ চট্রগ্রাম থেকে ছাড়বে বিকাল ৩টা ২০মিনিটে,চাঁদপুর পৌছবে রাত ৮টা ১৫মিনিটে। ঈদ স্পেশাল-৪ ট্রেনটি চাঁদপুর হতে ভোর ৬টায় ছেড়ে চট্রগ্রাম গিয়ে পৌছবে সকাল ১০টা ৫৫মিনিটে। ঈদ স্পেশাল-১,২,৩ ও ৪ ঈদের পূর্ব দিন পর্যন্ত ও ঈদের পরের দিন থেকে ৭দিন পর্যন্ত চলাচল করবে। এ সব ট্রেন গুলো ২জুন হতে ঈদের পূর্ব দিন পর্যন্ত, ঈদ স্পেশাল-২ চাঁদপুর হতে চট্রগ্রাম ওপেন পাথে ফিরিয়া আসিবে। এ সব ট্রেন ফেনী,লাঙ্গল কোট,লাকসাম,চিতোষী রোড,মেহের,হাজীগঞ্জ,মধুরোড ও চাঁদপুর কোর্ট স্টেশনে যাত্রা বিরতী করবে। অথার্ৎ যাত্রীরা চট্রগ্রাম থেকে চাঁদপুর ও চাঁদপুর থেকে চট্রগ্রাম আসা-যাওয়ার সময় উপরোক্ত স্টেশন গুলোতে ট্রেন থামিবে।