• ঢাকা
  • শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০১৯
সর্বশেষ আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০১৯

অস্ট্রেলিয়ার দুই ব্যাংকে ৪১ কোটি টাকা জমা লোকমানের, সংবাদ সম্মেলনে র‌্যাব

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

অনলাইন ডেস্ক:

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াও ক্যাসিনো থেকে কোটি কোটি টাকা উপার্জন করেছেন। এর মধ্যে ৪১ কোটি টাকা অস্ট্রেলিয়ার দুই ব্যাংকে জমা রাখার তথ্য পেয়েছে র‌্যাব।

বৃহস্পতিবার প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ।
আশিক বিল্লাহ বলেন, মোহামেডান ক্লাবের অবৈধ ক্যাসিনো থেকে কোটি কোটি টাকা উপার্জন করেছেন লোকমান। এর মধ্যে অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ও এএনজেড ব্যাংকে ৪১ কোটি টাকা রয়েছে তার।

ছেলের অস্ট্রেলিয়া পড়ার সুবাদে, মাঝে-মধ্যেই লোকমানের অস্ট্রেলিয়া যাতায়াত রয়েছে বলেও জানান তিনি।

এর আগে বুধবার রাতে তেজগাঁওয়ের মণিপুরি পাড়ার বাসা থেকে লোকমানকে আটক করে র‌্যাব। এসময় তার বাসা থেকে অবৈধ ও অননুমোদিত বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় আটক করার কথা জানানো হয়। (তথ্য সূত্র : বাংলা নিউজ)

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

error: Content is protected !!