অনলইন ডেস্ক:
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট বোর্ড বিসিসিআই। আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ তারা। অভিযোগ, সেই বোর্ডই নিরাপত্তাকর্মীদের প্রাপ্য পাওনা বুঝিয়ে দিচ্ছে না। যে কারণে হুমকির মুখে পড়েছে বিরাট কোহলিদের নিরাপত্তা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে ইতিমধ্যে চন্ডিগড়ে পৌঁছেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বুধবার মোহালির পাঞ্জাব ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি। ধর্মশালায় সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়েছে। তবে আগামীকালের ম্যাচ ভেসে যাওয়ার সম্ভাবনা নেই। স্থানীয় আবহাওয়ার পূর্বাভাসে তা নিশ্চিত হওয়া গেছে।
তবু দুঃশ্চিন্তামুক্ত হতে পারছেন না কোহলি অ্যান্ড কোং। কারণ অবশ্য ভিন্ন। তাদের নিরাপত্তা দিতে আপত্তি জানিয়েছে স্থানীয় রাজ্য পুলিশ। একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিসিসিআইয়ের কাছে প্রায় ৯ কোটি রুপি পাবে চন্ডিগড় পুলিশ। তাই এ ম্যাচে ফোর্স দিতে রাজি নয় তারা।
বিমানবন্দর থেকে দুই দলের ক্রিকেটার ও স্টাফদের নিরাপত্তা দিয়েছে মোহালি পুলিশ। চন্ডিগড় পুলিশের হাতে যাওয়ার আগ পর্যন্ত কোহলি-ডি ককদের নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন তারা। ঝামেলাটা শুরু হয়েছে এর পরই। আগের পাওনা পরিশোধ না করায় তাদের নিরাপত্তা দেয়নি আঞ্চলিক পুলিশ।
যদিও হোটেলে পৌঁছতে সমস্যা হয়নি ভারতীয়-প্রোটিয়া ক্রিকেটারদের। বেসরকারি ব্যবস্থাপনায় স্ব-উদ্যোগে তাদের টিম হোটেলে পৌঁছে দিয়েছে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন। অবশ্য ম্যাচের দিন নিরাপত্তার কী হবে, সেই বিষয়ে কিছু জানা যায়নি।