বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘ, চাঁদপুর শাখার সম্মানিত সহ-সভাপতি রতন চন্দ্র দাসের পিতা ডাঃ নারায়ন চন্দ্র দাস (প্রতিষ্ঠাতা-চরমেশা ভক্তিবেদান্ত গীতা স্কুল ও বৈদিক শিক্ষালয়) গতকাল রাত্র ৯.৪০ ঘটিকায় দেহত্যাগ করে দিব্যধামে পাড়ি জমান। ওঁ দিব্যান্ লোকান্ স্ গচ্ছুতু।।
প্রয়াত ডাঃ নারায়ন চন্দ্র দাস দাসের বিদেহী আত্মার শান্তি কামনায় বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘ, চাঁদপুর শাখার কর্তৃক পরিচালিত আগামী শুক্রবার অর্ধশত গীতা স্কুলে গীতাপাঠ ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে