• ঢাকা
  • রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০১৯
সর্বশেষ আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০১৯

চাঁদপুরে উদীচীর সাংগঠনিক প্রশিক্ষণ

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
নিজস্ব প্রতিনিধি :
আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে -স্লোগান কে সামনে রেখে চাঁদপুরের উদীচীর সাংগঠনিক প্রশিক্ষণ সম্পন্ন  হয়েছে। শুক্রবার দিনভর চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দুই পর্বের প্রশিক্ষণ  ও আলোচনা সভা হয়।
 জেলার হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা আয়োজিত    উদীচীর সাংগঠনিক প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন হাজীগঞ্জ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মদ খসরু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জিয়াউল ইসলাম চৌধুরী।
প্রধান অতিথি প্রথম পর্বে বক্তব্য রাখতে গিয়ে বলেন, সংস্কৃতি বর্তমানে পরিবর্তনশীল। সেভাবেই ডিজিটালাইজড হতে হবে। তাহলে চেতনার বিকাশে উদীচী সর্বত্র ছড়িয়ে পড়বে।তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চ রেসকোর্স ময়দানে সাংস্কৃতিক মুক্তির কথা বলেছেন। সেই লক্ষ্যে উদীচী কে আরও বেগবান করতে হবে। উদীচী অসাম্প্রদায়িক চেতনাকে সবসময় দেশকে তুলে ধরছে।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সদস্য নিবাস দে ও মৌমিতা জান্নাত।
প্রশিক্ষক নিবাস দে বলেন, আমরা বাঙালি জাতি। বাংলা শক্তিশালী মাধ্যম। এখানে ধর্ম বড় বিষয় নয়। আমরা সবাই বাঙ্গালী। উদীচী সবসময় সকল ধর্মের অধিকারের কথা বলে। মানবতার কথা বলে।  ১৯৬৮ সালের ২৯ শে অক্টোবর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সেই থেকে উদীচী শিল্পীগোষ্ঠী দেশের সংস্কৃতিকে জাগিয়ে তোলে।
প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি যুগল কৃষ্ণ হালদার।  পরিচালনা করেন বিভাগীয় সাংগঠনিক প্রশিক্ষণের আহ্বায়ক মুন্সী মোহাম্মদ মনির।
প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি বীর মুক্তিযুদ্ধা মাহবুবুব আলম চুননু, জেলা সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাজীগঞ্জ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক সানা উল্লাহ পাটওয়ারী সোহেল।
 ওই সময় উদীচীর নেতৃবৃন্দের মাঝে  উপস্থিত ছিলেন নীহার রঞ্জন মিলন, মনিরুজ্জামান বাবলু,  খাজা সাফিউল বাসার রুজমন, অর্থ বিষয়ক সম্পাদক সুজন দাস, শাহরাস্তি উপজেলা সাধারণ সম্পাদক কাজল চক্রবর্তী, মঈনুল ইসলাম কাজল, কন্ঠ শিল্পী নন্দিতা দাস, নৃত্য শিল্পী নাজনীন বিনতে নীলা ও কৌতুক শিল্পী এসএম মিরাজ মুন্সী।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কচুয়া এর আরও খবর
error: Content is protected !!