নিজস্ব প্রতিনিধি:
শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে মো. মুরাদ হোসেনকে।
গঠনতন্ত্র বিরোধী কার্যক্রমের জড়িত থাকার দায়ে আজ বুধবার জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষরিত পত্রে মো. সোহেল হোসেনকে শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদকের পদ থেকে অব্যাহতি প্রদান করে একই পত্রে মো. মুরাদ হোসেনকে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
সোহেল হোসেনকে মঙ্গলবার রাতে কলেজ ছাত্রীকে ধর্ষণের দায়ে আটক করে শাহরাস্তি থানার ওসি মো. শাহআলম এলএলবি। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।