ঝুঁকি এড়াতে নিরাপদ ও নরমাল প্রসবের বিকল্প নেই : ইউএনও বৈশাখী বড়ুয়া

  • আপডেট: ০৬:১৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯
  • ১৮

মোহাম্মদ হাবীব উল্যাহ্:
‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আসুন, সিজার ও জটিলতামুক্ত নরমাল প্রসব করুন!’ এই শ্লোগানকে সামনে রেখে হাজীগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গর্ভবতী মায়েদের গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসবত্তোর সেবা বিষয়ক ইনোভেশন কার্যক্রমের অংশ হিসেবে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ নরমাল ডেলেভারি জোরদারকরণ লক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়–য়া। তিনি তার বক্তব্যে বলেন, প্রসবকালীন জটিলতা ও আর্থিক ক্ষতিগ্রস্ততা থেকে মুক্তি পেতে এবং মা ও শিশুর জীবনের ঝুঁকি এড়াতে নিরাপদ ও নরমাল প্রসবের বিকল্প নেই।
তিনি বলেন, উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভবতী মায়েদের নিরাপদে এবং জটিলতামুক্ত নরমাল প্রসবের ব্যবস্থা রয়েছে। এখানে আমাদের দক্ষ ও প্রশিক্ষিত পরিবার কল্যাণ পরিদর্শিকা সপ্তাহের ৭ দিন এবং ২৪ ঘন্টা বিনামূল্যে সেবা দিয়ে থাকেন। তাই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এসে সেবা নিন, সুস্থ থাকুন।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা। তিনি বলেন, সেবা সহজীকরণের অংশ হিসেবে এবং গর্ভকালীণ অন্তত ৪ বার সেবা প্রদান ও প্রসবকালীন জটিলতা এড়াতে ইউনিয়নকে ৯টি ভাগে ভাগ করা হয়েছে। যার মধ্যে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ৮টি স্যাটেলাইট ক্লিনিক। এ ছাড়াও গর্ভবতী মায়েদের নিয়ে নিয়মিত উঠান বৈঠক করা হবে। তাই এসব সেবাকেন্দ্রে এসে গর্ভবতী মায়েদের সেবা নেয়ার আহবান জানান তিনি।
পরিবার কল্যাণ পরিদর্শক মহিউদ্দিনের সঞ্চালনায় অবহিতকরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কবির হোসেন মিয়াজী। এ সময় অন্যান্য পরিবার কল্যাণ পরিদর্শক ও পরিদর্শিকাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রসবকালীন জটিলতা ও আর্থিক ক্ষতিগ্রস্ততা থেকে মুক্তি পেতে এবং মা ও শিশুর জীবনের ঝুঁকি এড়াতে গর্ভকালীন সেবা, নিরাপদ প্রসব ব্যবস্থা এবং প্রসবোত্তর সেবা কার্যক্রম জোরদারকরণে ২০১৭ সাল থেকে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে ‘নিরাপদ মাতৃত্বে আমরা সবাই’ নামক একটি ইনোভেশন কার্যক্রম পরিচালনা করে আসছে হাজীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ।
এই ইনোভেশন কার্যক্রমের উদ্দেশ্য হচ্ছে, গর্ভবতী মায়েদের নিরাপদে এবং জটিলতামুক্ত নরমাল প্রসবের ব্যবস্থা করা। এতে একদিকে মায়ের শারীরিক জটিলতা থেকে মুক্তি পাবে, অন্যদিকে আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে না এবং মা ও শিশু সুস্থ থাকবে। কারন মা ও শিশু সুস্থ থাকলে, ভবিষ্যৎ সুন্দর হবে।

Tag :
সর্বাধিক পঠিত

ভারতে মসজিদের স্থানে মন্দির দাবি করে জরিপের চেস্টায় উত্তেজনা, পুলিশের গুলিতে ৩ মুসল্লি নিহত (ভিডিওসহ)

ঝুঁকি এড়াতে নিরাপদ ও নরমাল প্রসবের বিকল্প নেই : ইউএনও বৈশাখী বড়ুয়া

আপডেট: ০৬:১৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯

মোহাম্মদ হাবীব উল্যাহ্:
‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আসুন, সিজার ও জটিলতামুক্ত নরমাল প্রসব করুন!’ এই শ্লোগানকে সামনে রেখে হাজীগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গর্ভবতী মায়েদের গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসবত্তোর সেবা বিষয়ক ইনোভেশন কার্যক্রমের অংশ হিসেবে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ নরমাল ডেলেভারি জোরদারকরণ লক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়–য়া। তিনি তার বক্তব্যে বলেন, প্রসবকালীন জটিলতা ও আর্থিক ক্ষতিগ্রস্ততা থেকে মুক্তি পেতে এবং মা ও শিশুর জীবনের ঝুঁকি এড়াতে নিরাপদ ও নরমাল প্রসবের বিকল্প নেই।
তিনি বলেন, উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভবতী মায়েদের নিরাপদে এবং জটিলতামুক্ত নরমাল প্রসবের ব্যবস্থা রয়েছে। এখানে আমাদের দক্ষ ও প্রশিক্ষিত পরিবার কল্যাণ পরিদর্শিকা সপ্তাহের ৭ দিন এবং ২৪ ঘন্টা বিনামূল্যে সেবা দিয়ে থাকেন। তাই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এসে সেবা নিন, সুস্থ থাকুন।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা। তিনি বলেন, সেবা সহজীকরণের অংশ হিসেবে এবং গর্ভকালীণ অন্তত ৪ বার সেবা প্রদান ও প্রসবকালীন জটিলতা এড়াতে ইউনিয়নকে ৯টি ভাগে ভাগ করা হয়েছে। যার মধ্যে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ৮টি স্যাটেলাইট ক্লিনিক। এ ছাড়াও গর্ভবতী মায়েদের নিয়ে নিয়মিত উঠান বৈঠক করা হবে। তাই এসব সেবাকেন্দ্রে এসে গর্ভবতী মায়েদের সেবা নেয়ার আহবান জানান তিনি।
পরিবার কল্যাণ পরিদর্শক মহিউদ্দিনের সঞ্চালনায় অবহিতকরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কবির হোসেন মিয়াজী। এ সময় অন্যান্য পরিবার কল্যাণ পরিদর্শক ও পরিদর্শিকাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রসবকালীন জটিলতা ও আর্থিক ক্ষতিগ্রস্ততা থেকে মুক্তি পেতে এবং মা ও শিশুর জীবনের ঝুঁকি এড়াতে গর্ভকালীন সেবা, নিরাপদ প্রসব ব্যবস্থা এবং প্রসবোত্তর সেবা কার্যক্রম জোরদারকরণে ২০১৭ সাল থেকে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে ‘নিরাপদ মাতৃত্বে আমরা সবাই’ নামক একটি ইনোভেশন কার্যক্রম পরিচালনা করে আসছে হাজীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ।
এই ইনোভেশন কার্যক্রমের উদ্দেশ্য হচ্ছে, গর্ভবতী মায়েদের নিরাপদে এবং জটিলতামুক্ত নরমাল প্রসবের ব্যবস্থা করা। এতে একদিকে মায়ের শারীরিক জটিলতা থেকে মুক্তি পাবে, অন্যদিকে আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে না এবং মা ও শিশু সুস্থ থাকবে। কারন মা ও শিশু সুস্থ থাকলে, ভবিষ্যৎ সুন্দর হবে।