আওয়ামী লীগ বহুবার চেষ্টা করেও বিএনপিকে ভাংতে পারে নাই : আব্দুল মান্নান খাঁন বাচ্চু

  • আপডেট: ০৩:০৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯
  • ২৭

মোহাম্মাদ হাবীবউল্যাহ॥
হাজীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে রবিবার বিকালে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ, মাহফিল ও দোয়া এবং কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান খাঁন বাচ্চু।

আওয়ামী লীগ বহুবার চেষ্টা করেও বিএনপি ভাংতে পারে নাই উল্লেখ করে আলহাজ্ব আব্দুল মান্নান খাঁন বাচ্চু বলেন, কোন ষড়যন্ত্রই কাজে আসবেনা। বরং বিএনপির জনসমর্থন আওয়ামী লীগ ধরে রেখেছে। টিভি এবং সংবাদপত্রে দেখা যাচ্ছে, প্রায় প্রতিদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাদের দলের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদেরসহ নেতৃবৃন্দ বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। এমনকি মৃত্যুর পরেও শহীদ জিয়াউর রহমানের প্রতি বিরুদ্ধাচরন করছেন। এতে বিএনপির জনসমর্থন বাড়ছে। কারন দেশের মানুষ সব কিছুই বুঝে। তাই তারা বিএনপির জনপ্রিয়তা ইর্ষান্বিত হয়ে, বিএনপিকে কোন রাজনৈতিক কর্মসূচী পালন করতে দিচ্ছেনা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হকের বাড়ীতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মোজাম্মেল হক চৌধুরী মোহন সাংবাদিকদের প্রতি প্রশ্ন রেখে বলেন, বিএনপি কি নিষিদ্ধ দল ? কেন তারা দলীয় কর্মসূচী পালনে অনুমতি পাচ্ছেনা। কর্মসূচীর অনুমতির জন্য থানায় গেলে, ভারপ্রাপ্ত কর্মকর্তা কেন, নেতৃবৃন্দের ছবি তুলে রাখছেন ? তারা-তো, চোর-ডাকাত নয়, যে তাদের ছবি তুলে রাখতে হবে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোল্লা মাহমুদ হোসেন এর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহবায়ক মো. আবুল বাসার, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রহমান মিয়াজী প্রমুখ।

সভার শুরুতেই কোরআন তেলওয়াত করেন, কালচোঁ উত্তর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম। বক্তব্য শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, এমএ রহিম পাটওয়ারী, আবু সুফিয়ান রানা, এম.এ নাফের শাহ্, সেলিম হোসেন দুলাল, তাজুল ইসলাম পাটওয়ারী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল খায়ের মজুমদার, নাজমুল আলম চৌধুরী, হেলাল মজুমদার, নাদিম উল্যাহ নাদিম, উপজেলা যুবদলের সভাপতি আকতার হোসেন দুলাল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সুমন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিল্লাল হোসেল বেলাল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি শাহাব উদ্দিন শাবু, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু সায়েম মিয়াজী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিন মজুমদার, পৌর শ্রমিক দলের সভাপতি রাশেদ আলম হীরা, সাধারণ সম্পাদক সোহেল রানাসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Tag :
সর্বাধিক পঠিত

উপদেষ্টাদের যাচ্ছেতাই কর্মকাণ্ড মেনে নেয়া হবে না-রিজভী

আওয়ামী লীগ বহুবার চেষ্টা করেও বিএনপিকে ভাংতে পারে নাই : আব্দুল মান্নান খাঁন বাচ্চু

আপডেট: ০৩:০৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯

মোহাম্মাদ হাবীবউল্যাহ॥
হাজীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে রবিবার বিকালে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ, মাহফিল ও দোয়া এবং কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান খাঁন বাচ্চু।

আওয়ামী লীগ বহুবার চেষ্টা করেও বিএনপি ভাংতে পারে নাই উল্লেখ করে আলহাজ্ব আব্দুল মান্নান খাঁন বাচ্চু বলেন, কোন ষড়যন্ত্রই কাজে আসবেনা। বরং বিএনপির জনসমর্থন আওয়ামী লীগ ধরে রেখেছে। টিভি এবং সংবাদপত্রে দেখা যাচ্ছে, প্রায় প্রতিদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাদের দলের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদেরসহ নেতৃবৃন্দ বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। এমনকি মৃত্যুর পরেও শহীদ জিয়াউর রহমানের প্রতি বিরুদ্ধাচরন করছেন। এতে বিএনপির জনসমর্থন বাড়ছে। কারন দেশের মানুষ সব কিছুই বুঝে। তাই তারা বিএনপির জনপ্রিয়তা ইর্ষান্বিত হয়ে, বিএনপিকে কোন রাজনৈতিক কর্মসূচী পালন করতে দিচ্ছেনা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হকের বাড়ীতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মোজাম্মেল হক চৌধুরী মোহন সাংবাদিকদের প্রতি প্রশ্ন রেখে বলেন, বিএনপি কি নিষিদ্ধ দল ? কেন তারা দলীয় কর্মসূচী পালনে অনুমতি পাচ্ছেনা। কর্মসূচীর অনুমতির জন্য থানায় গেলে, ভারপ্রাপ্ত কর্মকর্তা কেন, নেতৃবৃন্দের ছবি তুলে রাখছেন ? তারা-তো, চোর-ডাকাত নয়, যে তাদের ছবি তুলে রাখতে হবে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোল্লা মাহমুদ হোসেন এর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহবায়ক মো. আবুল বাসার, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রহমান মিয়াজী প্রমুখ।

সভার শুরুতেই কোরআন তেলওয়াত করেন, কালচোঁ উত্তর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম। বক্তব্য শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, এমএ রহিম পাটওয়ারী, আবু সুফিয়ান রানা, এম.এ নাফের শাহ্, সেলিম হোসেন দুলাল, তাজুল ইসলাম পাটওয়ারী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল খায়ের মজুমদার, নাজমুল আলম চৌধুরী, হেলাল মজুমদার, নাদিম উল্যাহ নাদিম, উপজেলা যুবদলের সভাপতি আকতার হোসেন দুলাল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সুমন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিল্লাল হোসেল বেলাল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি শাহাব উদ্দিন শাবু, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু সায়েম মিয়াজী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিন মজুমদার, পৌর শ্রমিক দলের সভাপতি রাশেদ আলম হীরা, সাধারণ সম্পাদক সোহেল রানাসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।