জমি লিখে নিয়ে বিষ খাওয়ার জন্য বাবার হাতে টাকা দিল সন্তান

  • আপডেট: ১১:৫২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯
  • ৬৪

নিজস্ব প্রতিনিধি:

মি লিখে নিয়ে বিষ খাওয়ার জন্য বাবার হাতে টাকা দিল সন্তান। সন্তানের হাতে জন্মদাতা মা-বাবার বিষ খাওয়ার জন্য মিলল মাত্র ১শ টাকা। শেষ সম্বল মাত্র তিন কাঠা জমির জন্য ছেলে বাবার হাতে টাকা তুলে দিয়ে বললো- ‘বিষ কিনে খাও’।

মেহেরপুর মুজিবনগর উপজেলার মহজনপুর গ্রামে হাসেশ আলী নামে এক ব্যক্তি তার মার কাছ থেকে কৌশলে জমি লিখিয়ে নিয়ে বাবা-মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে।

বাবা বাড়ি থেকে বের করে দেওয়ার প্রদিবাদ জানালে ছেলে বাবাকে ১শ’ টাকা দিয়ে বিষ কিনে খেয়ে নিতে বলেছে। বর্তমানে স্বামী-স্ত্রী খোলা আকাশের নিচে বসবাস করছেন।

জানা যায়, মা রওশন আরা এক কাঠা জমি মেজ ছেলে হাসেম আলীর কাছে বিক্রি করে। এই এক কাঠা জমি রেজিস্ট্রি করতে যেয়ে কৌশলে হাসেম আলী পুরো ৩ কাঠা জমি নিজের নামে লিখে নেয়। এ ঘটনা তিন বছর আগের।

এরপর থেকে মা রওশন আরা ও বাবা কাসেম আলীকে অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে হাসেম আলী ও তার বউ নাজমিন। বর্তমানে বৃদ্ধ স্বামী-স্ত্রী খোলা আকাশের নিচে খেয়ে না খেয়ে বসবাস করছেন।

এই ব্যাপারে ৭নং ইউপি সদস্য সানোয়া হোসেন বলেন, আমি বিষয়টি মোটামুটি জানি। আমরা অনেক বার চেষ্টা করেও সমাধান করতে পারিনি।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

চাঁদপুরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

জমি লিখে নিয়ে বিষ খাওয়ার জন্য বাবার হাতে টাকা দিল সন্তান

আপডেট: ১১:৫২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯

নিজস্ব প্রতিনিধি:

মি লিখে নিয়ে বিষ খাওয়ার জন্য বাবার হাতে টাকা দিল সন্তান। সন্তানের হাতে জন্মদাতা মা-বাবার বিষ খাওয়ার জন্য মিলল মাত্র ১শ টাকা। শেষ সম্বল মাত্র তিন কাঠা জমির জন্য ছেলে বাবার হাতে টাকা তুলে দিয়ে বললো- ‘বিষ কিনে খাও’।

মেহেরপুর মুজিবনগর উপজেলার মহজনপুর গ্রামে হাসেশ আলী নামে এক ব্যক্তি তার মার কাছ থেকে কৌশলে জমি লিখিয়ে নিয়ে বাবা-মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে।

বাবা বাড়ি থেকে বের করে দেওয়ার প্রদিবাদ জানালে ছেলে বাবাকে ১শ’ টাকা দিয়ে বিষ কিনে খেয়ে নিতে বলেছে। বর্তমানে স্বামী-স্ত্রী খোলা আকাশের নিচে বসবাস করছেন।

জানা যায়, মা রওশন আরা এক কাঠা জমি মেজ ছেলে হাসেম আলীর কাছে বিক্রি করে। এই এক কাঠা জমি রেজিস্ট্রি করতে যেয়ে কৌশলে হাসেম আলী পুরো ৩ কাঠা জমি নিজের নামে লিখে নেয়। এ ঘটনা তিন বছর আগের।

এরপর থেকে মা রওশন আরা ও বাবা কাসেম আলীকে অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে হাসেম আলী ও তার বউ নাজমিন। বর্তমানে বৃদ্ধ স্বামী-স্ত্রী খোলা আকাশের নিচে খেয়ে না খেয়ে বসবাস করছেন।

এই ব্যাপারে ৭নং ইউপি সদস্য সানোয়া হোসেন বলেন, আমি বিষয়টি মোটামুটি জানি। আমরা অনেক বার চেষ্টা করেও সমাধান করতে পারিনি।