ঢাকা ০৮:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুরে অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়ে ছাই। নিহত- ১

  • আপডেট: ০৩:০২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯
  • ৪০

মতলব প্রতিনিধি:

চাঁদপুরে আগুনে পুড়ে গেছে তিনটি বসত ঘর। ঘর থেকে মালামাল আনতে গিয়ে পুড়ে মারা গেছেন মিলন বেগম (৫৫) নামের এক বৃদ্ধা। রোববার (২৬ মে) রাতে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মুন্সী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিলন বেগম ওই বাড়ির মো. মোস্তফা মুন্সীর স্ত্রী।

স্থানীয় বাসিন্দারা জানান, বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার সঙ্গে সঙ্গে ঘরে থাকা গ্যাস সিলিন্ডা বিস্ফোরিত হয়ে মুহূর্তে আগুন পাশ্ববর্তী ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মতলব দক্ষিণের ফায়ার সার্ভিস প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মোস্তফা মুন্সী জানান, তার স্ত্রী ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র উদ্ধার করতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে মারা যান। এছাড়া তার ২টি বসত ঘর, একটি রান্না ঘরসহ মোট ৩টি ঘর পুড়ে ছাই হয়েছে। আগুনে প্রায় ৮লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডে নিহত মিলন বেগমের লাশ উদ্ধার করে সুরহতাল রিপোর্ট তৈরি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

Tag :
সর্বাধিক পঠিত

বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত

চাঁদপুরে অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়ে ছাই। নিহত- ১

আপডেট: ০৩:০২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯

মতলব প্রতিনিধি:

চাঁদপুরে আগুনে পুড়ে গেছে তিনটি বসত ঘর। ঘর থেকে মালামাল আনতে গিয়ে পুড়ে মারা গেছেন মিলন বেগম (৫৫) নামের এক বৃদ্ধা। রোববার (২৬ মে) রাতে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মুন্সী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিলন বেগম ওই বাড়ির মো. মোস্তফা মুন্সীর স্ত্রী।

স্থানীয় বাসিন্দারা জানান, বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার সঙ্গে সঙ্গে ঘরে থাকা গ্যাস সিলিন্ডা বিস্ফোরিত হয়ে মুহূর্তে আগুন পাশ্ববর্তী ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মতলব দক্ষিণের ফায়ার সার্ভিস প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মোস্তফা মুন্সী জানান, তার স্ত্রী ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র উদ্ধার করতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে মারা যান। এছাড়া তার ২টি বসত ঘর, একটি রান্না ঘরসহ মোট ৩টি ঘর পুড়ে ছাই হয়েছে। আগুনে প্রায় ৮লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডে নিহত মিলন বেগমের লাশ উদ্ধার করে সুরহতাল রিপোর্ট তৈরি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে