‘দুপুর ঠাকুরপো’ নিয়ে আসছেন ফ্লোরা সাইনি

  • আপডেট: ০১:৩৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০১৯
  • ২৮

বিনোদন ডেস্ক:

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এবার জনপ্রিয় ওয়েবসিরিজ ‘দুপুর ঠাকুরপো’য় আসছেন ফ্লোরা সাইনি। এর আগে গান্দি বাত, মেইড ইন ইন্ডিয়ার মতো ওয়েবসিরিজে দেখা গেছে ৪০ বছরের অভিনেত্রীকে।

প্রথম পর্বে উমা বৌদির চরিত্রে আগুন ধরিয়ে দিয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। দ্বিতীয় পর্বে আবার ঝুমা বৌদি হন ভোজপুরী বম্বশেল বঙ্গকন্যা মোনালিসা। তৃতীয় পর্বে পুলওয়া বৌদির চরিত্রে অভিনয় করতে চলেছেন ফ্লোরা সাইনি।
হিন্দি ওয়েবসিরিজের দর্শকরা ফ্লোরার সঙ্গে পরিচিত। ‘গান্দি বাত’ অত্যন্ত সাহসী ও খোলামেলা দৃশ্যে অভিনয় করেছেন ৪০ বছরের অভিনেত্রী। সহজেই অনুমেয়, তৃতীয় পর্বে আরও চটুল ও উদ্দীপক হতে চলেছে দুপুর ঠাকুরপো।

তৃতীয় পর্বে ঠাকুরপোদের চরিত্র অভিনয় করছেন জোজো, পলাশ চতুর্বেদী, অনিরুদ্ধ গুপ্ত, ঋত্বিক মুখোপাধ্যায়, সর্বোজয় দে, অয়ন ভট্টাচার্য, সৌম্য ভট্টাচার্য, জয়প্রকাশ পাল ও অভিজিত্ গুহ। গ্রামে সিধাসাধা মেয়ে পুলওয়াকে নিয়ে ঠাকুরপোদের কীর্তিকলাপ দেখা যাবে তৃতীয় পর্বে। এর সঙ্গে যোগ হবে বিধবা বাড়ির মালিক চপলার চাপল্য। ওয়েবসিরিজটি পরিচালনা করেছেন শুভ প্রামাণিক। সংগীতের দায়িত্বে অম্লান চক্রবর্তী।

Tag :
সর্বাধিক পঠিত

খানকায়ে চিশতিয়া রহমানিয়া দরবার শরীফেরে উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত

‘দুপুর ঠাকুরপো’ নিয়ে আসছেন ফ্লোরা সাইনি

আপডেট: ০১:৩৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০১৯

বিনোদন ডেস্ক:

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এবার জনপ্রিয় ওয়েবসিরিজ ‘দুপুর ঠাকুরপো’য় আসছেন ফ্লোরা সাইনি। এর আগে গান্দি বাত, মেইড ইন ইন্ডিয়ার মতো ওয়েবসিরিজে দেখা গেছে ৪০ বছরের অভিনেত্রীকে।

প্রথম পর্বে উমা বৌদির চরিত্রে আগুন ধরিয়ে দিয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। দ্বিতীয় পর্বে আবার ঝুমা বৌদি হন ভোজপুরী বম্বশেল বঙ্গকন্যা মোনালিসা। তৃতীয় পর্বে পুলওয়া বৌদির চরিত্রে অভিনয় করতে চলেছেন ফ্লোরা সাইনি।
হিন্দি ওয়েবসিরিজের দর্শকরা ফ্লোরার সঙ্গে পরিচিত। ‘গান্দি বাত’ অত্যন্ত সাহসী ও খোলামেলা দৃশ্যে অভিনয় করেছেন ৪০ বছরের অভিনেত্রী। সহজেই অনুমেয়, তৃতীয় পর্বে আরও চটুল ও উদ্দীপক হতে চলেছে দুপুর ঠাকুরপো।

তৃতীয় পর্বে ঠাকুরপোদের চরিত্র অভিনয় করছেন জোজো, পলাশ চতুর্বেদী, অনিরুদ্ধ গুপ্ত, ঋত্বিক মুখোপাধ্যায়, সর্বোজয় দে, অয়ন ভট্টাচার্য, সৌম্য ভট্টাচার্য, জয়প্রকাশ পাল ও অভিজিত্ গুহ। গ্রামে সিধাসাধা মেয়ে পুলওয়াকে নিয়ে ঠাকুরপোদের কীর্তিকলাপ দেখা যাবে তৃতীয় পর্বে। এর সঙ্গে যোগ হবে বিধবা বাড়ির মালিক চপলার চাপল্য। ওয়েবসিরিজটি পরিচালনা করেছেন শুভ প্রামাণিক। সংগীতের দায়িত্বে অম্লান চক্রবর্তী।