রাতভর সেনাবাহিনীর অভিযানে অস্ত্র মাদকসহ কিশোরগ্যাংয়ের ৯ সদস্য আটক

  • আপডেট: ০৮:৪২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • ০ Views

কুমিল্লায় বিভিন্ন অস্ত্র ও মাদকসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার (২৬ এপ্রিল ২০২৫) রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, মাদক ও অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়। অভিযানে কিশোর গ্যাং সদস্যদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়। রোববার (২৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় যৌথ বাহিনীর পক্ষ থেকে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী ও র‌্যাবের সমন্বয়ে গঠিত যৌথ অভিযানে কুমিল্লা সদর দক্ষিণ থানার দুর্গাপুর এলাকা থেকে অস্ত্র সরবরাহকারী মো. রুবেল (৩৫)কে গ্রেপ্তার করা হয়। রুবেল সম্প্রতি কুমিল্লা শহরে প্রকাশ্যে দেশীয় আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে আলোচনায় আসেন এবং কিশোর গ্যাংয়ের কাছে অস্ত্র সরবরাহ করতেন। পরে নগরীর রেসকোর্স এলাকায় অপর অভিযানে মো. আকিব হোসেন (২৯), মো. সাজ্জাদ হোসেন (৪৭) ও মো. শাহাদাত হোসেনকে (২৮) আটক করা হয়। পরে অভিযানে টেবিলের নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, একটি রিভলভার, আট রাউন্ড রিভলভার অ্যামুনিশন, ইয়াবা, বিদেশি মদ, স্বর্ণের চেইন ল্যাপটপসহ নানা অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।

 

আটক ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং সদস্য সাইফুল ইসলাম (১৯), মো. ইমরান হোসেন রতন (১৯), মো. মুজাহিদ (২১) ও মো. রাফিউল আলম শফি (২০)কে আটক করা হয়। তাদের কাছ থেকে আরও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া অভিযান চলাকালে হুমায়ূন কবির (৪৫) নামে আরেকজন সন্দেহভাজন অপরাধীকে আটক করা হয়।

 

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন, আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের অস্ত্র ও মাদকসহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Tag :
সর্বাধিক পঠিত

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআই প্রধান

রাতভর সেনাবাহিনীর অভিযানে অস্ত্র মাদকসহ কিশোরগ্যাংয়ের ৯ সদস্য আটক

আপডেট: ০৮:৪২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

কুমিল্লায় বিভিন্ন অস্ত্র ও মাদকসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার (২৬ এপ্রিল ২০২৫) রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, মাদক ও অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়। অভিযানে কিশোর গ্যাং সদস্যদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়। রোববার (২৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় যৌথ বাহিনীর পক্ষ থেকে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী ও র‌্যাবের সমন্বয়ে গঠিত যৌথ অভিযানে কুমিল্লা সদর দক্ষিণ থানার দুর্গাপুর এলাকা থেকে অস্ত্র সরবরাহকারী মো. রুবেল (৩৫)কে গ্রেপ্তার করা হয়। রুবেল সম্প্রতি কুমিল্লা শহরে প্রকাশ্যে দেশীয় আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে আলোচনায় আসেন এবং কিশোর গ্যাংয়ের কাছে অস্ত্র সরবরাহ করতেন। পরে নগরীর রেসকোর্স এলাকায় অপর অভিযানে মো. আকিব হোসেন (২৯), মো. সাজ্জাদ হোসেন (৪৭) ও মো. শাহাদাত হোসেনকে (২৮) আটক করা হয়। পরে অভিযানে টেবিলের নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, একটি রিভলভার, আট রাউন্ড রিভলভার অ্যামুনিশন, ইয়াবা, বিদেশি মদ, স্বর্ণের চেইন ল্যাপটপসহ নানা অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।

 

আটক ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং সদস্য সাইফুল ইসলাম (১৯), মো. ইমরান হোসেন রতন (১৯), মো. মুজাহিদ (২১) ও মো. রাফিউল আলম শফি (২০)কে আটক করা হয়। তাদের কাছ থেকে আরও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া অভিযান চলাকালে হুমায়ূন কবির (৪৫) নামে আরেকজন সন্দেহভাজন অপরাধীকে আটক করা হয়।

 

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন, আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের অস্ত্র ও মাদকসহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।