বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেছেন, জামায়াতে ইসলামীর নেতা থেকে কর্মী পর্যন্ত প্রত্যেকে নিজ অর্থ দিয়ে জনগণের সেবায় পাশে দাঁড়াচ্ছে। কিন্তু একটি পক্ষ নিজেদের অর্থে জনগণের কল্যাণে ব্যয় না করেও প্রশ্ন তুলে। তারা জানেন না কিভাবে জনগণের পাঁশে দাঁড়াতে হয়।
রোববার (২৩ মার্চ) দুপুরে চাঁদপুর শহরের মিশন রোড শাহী জামে মসজিদের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী শহর শাখার উদ্যোগে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে অটোরিকশা ও টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কর্মহীন ও দুস্থ মানুষের এ ধরণের সহযোগিতা নিয়ে কোন রকম জীবন যাপন করবে। মনে রাখতে হবে শোষণমূক্ত বাংলাদেশ গড়ার আগ পর্যন্ত আম জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর দ্বীন কায়েমের মাধ্যমে ন্যয় ও ইনসাফ প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে। আপনারা অবশ্যই আমাদের এই ধরণের কাজের সাথে সব সময় থাকবেন।
এই নেতা বলেন, বিগত দিনে আমরা দেখেছি জনগণের টাকা এক শ্রেণির মানুষের কাছে মুষ্টিবদ্ধ হয়ে যায়। আমরা চাই একটি সুন্দর ও কল্যাণমূলক, শোষণমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ। একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের দুর্ভোগ দুর করতে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান। তিনি বলেন, আজকে আমরা একজন অসহায় বোনকে ঘর করার জন্য ঢেউটিন এবং ভাইকে তার জীবীকা নির্বাহের জন্য অটোরিকশা প্রদান করেছি। সাধারণ মানুষের পাশে থাকার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এ সময় চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারী শেখ বেলায়েত, সহ-সেক্রেটারী সাইফুল ইসলাম সবুজসহ ও বিভিন্ন ওয়ার্ড জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।