পবিত্র রমজান মাসে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে হাজীগঞ্জে যানজট নিরসন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন। শনিবার (৯ মার্চ) দুপুরে হাজীগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।
জানা গেছে, প্রতিনিয়ত যানজটে নাকাল হাজীগঞ্জবাসী। এর মধ্যে পবিত্র রমজান মাস ও তরমুজের মৌসুম কারণে যানজটের তীব্রতা আরো বেড়েছে। বিশেষ করে হাজীগঞ্জ সেতুর পূর্বপাড়ে টোরাগড় এলাকায় ট্রাক থেকে তরমুজ লোড ও আনলোড করার কারণে তীব্র যানজটে পড়তে হয় যাত্রী ও পথচারীদের।
তাই, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পবিত্র মাহে রমজানের প্রথম দিন থেকেই হাজীগঞ্জ বাজারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।
এর ধারাবাহিকতায় শনিবার হাজীগঞ্জ বাজারে যানজট নিরসন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান চালিয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন। অভিযান চলাকালে তিনি তরমুজ ব্যবসায়ীদের সতর্ক করেন এবং একটি নির্দিষ্ট সময়ে তরমুজ লোড ও আনলোড করার নির্দেশনা দেন।
এদিকে অভিযান পরিচালনাকালীন সময়ে অর্থ্যাৎ যতক্ষন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাজারে থাকছেন, ততক্ষন বাজারে যানজট নিরসন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত থাকছে। কর্মকর্তারা চলে গেলে আবারো পূর্বের অবস্থান ফিরে আসে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, যানজট নিরসনে অভিযান অব্যাহত থাকবে।