গত ০৩ ফেব্রæয়ারি ২০২৫ ইং তারিখ রাতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন চৌদ্দগ্রাম পৌরসভার সোনাকাটিয়া মধ্যমপাড়া এলাকায় পূর্ব শত্রæতার জেরে এসএসসি পরীক্ষার্থী মোঃ আতিক (১৯) খুন হয়। উক্ত ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে জানা যায়, ভিকটিম আতিকের বন্ধু সজীবের সাথে স্থানীয় প্রবাসী জনৈক ব্যক্তির মেয়ের প্রেমের সম্পর্ক ছিল এবং গত অক্টোবর ২০২৪ মাসে তারা পালিয়ে বিয়ে করে। পরবর্তীতে মেয়ের মা ভিকটিমের বন্ধু সজীব সহ ১০ জনকে আসামী করে থানায় একটি অপহরণ মামলা দায়ের করলে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তার পরিবারের নিকট হস্তান্তর করে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে চরম উত্তেজনা চলমান ছিল এবং এরই জের ধরে কয়েকজন ব্যক্তি ঘটনার দিন রাতে চৌদ্দগ্রাম থানাধীন চৌদ্দগ্রাম পৌরসভার সোনাকাটিয়া মধ্যমপাড়া সাকিনস্থ মোতালেব কনফেকশনারী দোকানের সামনে দাড়িয়ে থাকা এসএসসি পরীক্ষার্থী মোঃ আতিক (১৯) কে লোহার রড ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
এসময় ভিকটিমের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ বিএনটেক হাসপাতালে প্রেরণ করা হয় এবং সেখানেই ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ০৩ জনের নাম উল্লেখসহ ৫/৬ জন অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-০৮, তারিখ-০৮/০২/২৫। উক্ত ঘটনার সাথে জড়িতদের দ্রæত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে র্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি ও ছায়াতদন্ত শুরু করে।
উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের গ্রেফতার করতে র্যাব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে হত্যাকান্ডে জড়িত আসামীদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়। এরই প্রেক্ষিতে ঘটনার সাথে জড়িত অন্যতম আসামী মোঃ জয়নাল আবেদীন (৪৯) এর অবস্থান চট্টগ্রামে শনাক্ত করা হয়। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অদ্য ১৪ ফেব্রæয়ারি ২০২৫ তারিখ সন্ধ্যায় র্যাবের অভিযানে চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানাধীন একে খানক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত অন্যতম আসামী মোঃ জয়নাল আবেদীন (৪৯), পিতা-মৃত জুনাব আলী, সাং-সোনাকাটিয়া, চৌদ্দগ্রাম পৌরসভা, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা’কে গ্রেফতার করা হয়।