হাজীগঞ্জে পৌরসভায় অসহায় ও অস্বচ্ছল পরিবারের সদস্যদের মাঝে দেড় হাজার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে বুধবার (১২ ফেব্রুয়ারী) পৌরসভাধীন ৭, ৮, ১১ ও ১২নং ওয়ার্ডের টোরাগড়, বদরপুর, রান্ধুনীমূড়া, আড়াখাল ও মনিনাগসহ সংশ্লিষ্ট এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে হাজীগঞ্জ পৌরসভাধীন ৭ ও ৮নং ওয়ার্ডের টোরাগড় ও বদরপুর এলাকায় প্রশাসক মো. ইবনে আল জায়েদ হোসেনের পক্ষে অসহায় ও অস্বচ্ছল পরিবারের সদস্যদের হাতে শীতবস্ত্র তুলে দেন, প্রশাসকের সহায়ক ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান। এসময় পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতারসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
একই সময়ে পৌরসভাধীন ১১ ও ১২নং ওয়ার্ডের রান্ধুনীমূড়া, আড়াখাল ও মনিনাগসহ সংশ্লিষ্ট এলাকায় অসহায় ও অস্বচ্ছল পরিবারের সদস্যদের হাতে শীতবস্ত্র তুলে দেন, প্রশাসকের সহায়ক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহমেদ। এসময় পৌরসভার উচ্চমান সহকারী আব্দুল লতিফসহ অন্যান্যরা উপস্থিত ছিরেন।
এর আগে পৌরসভার ১, ২, ৩নং ওয়ার্ডের বলাখাল, শ্রীনারায়নপুর ও ধেররা ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মকিমাবাদ এলাকায় ৯নং ওয়ার্ডের আলীগঞ্জ, কংগাইশ ও এনায়েতপুর এলাকায় এবং ১০ নং ওয়ার্ডের রান্ধুনীমূড়া ও জিয়ানগর সংলগ্ন এলাকায় অসহায় ও অস্বচ্ছল পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ওইসকল এলাকায় প্রশাসকের সহায়ক হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন ও উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক।
এদিকে ৭ ও ৮নং ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণকালে এলাকার গণ্যামান্য ব্যক্তিবর্গ ও বিএনপির দলীয় নেতৃবৃন্দের মধ্যে আবুল খায়ের মৃধা, শাহাদাত হোসেন, ইমান হোসেন, যুবদল নেতা তাজুল ইসলাম, ডা. জহির, মনির খন্দকার, শ্রমিক দল নেতা সোহেল রানা, বিক্রম হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।