ফরিদগঞ্জে প্রতিবেশীর ৫টি গাছ কেটে ফেলার অভিযোগ শিক্ষক দম্পতির বিরুদ্ধে

  • আপডেট: ০৪:৫৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • ৪২

ফরিদগঞ্জ উপজেলার ৪ নং সুবিদপুর ইউনিয়নের নুরপুর গ্রামে শিক্ষক দম্পতির বিরুদ্ধে প্রতিবেশীদের ৫টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। গাছ কাটাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মাঝে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে।

ঘটনাটি ১৮ নভেম্বর, সোমবার বিকেলে ওই গ্রামের পাটোয়ারী বাড়িতে ঘটে। অভিযোগকারী সবুজ পাটোয়ারী জানান, তার প্রতিবেশী লুৎফুর রহমান পাটোয়ারী ও তার স্ত্রী সোমা বেগমের নির্দেশে কিছু শ্রমিক তাদের ৫টি গাছ কেটে ফেলেন। গাছগুলো ছিল একটি রেন্টি এবং চারটি মেহগনি গাছ। তিনি দাবি করেন, গাছ কাটার সময় বাধা দিতে গেলে তার মাকে কোপানোর হুমকি দেন সোমা বেগম।

সবুজ পাটোয়ারী অভিযোগ করেন, “লুৎফুর রহমান পাটোয়ারী ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে আসছেন। এর আগেও তারা আমাকে মিথ্যা মামলায় হয়রানি করেছেন। এবার আমাদের ৫টি গাছ কেটে ফেলেছে। গাছ কাটার সময় আমাদের বাধা দিলে আমার মাকে দা দিয়ে কোপানোর হুমকি দেওয়া হয়। আমরা ন্যায়বিচার চাই।”

অন্যদিকে, অভিযুক্ত লুৎফুর রহমান পাটোয়ারী অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের বাড়ির কাছে থাকা গাছের ডালপালা ছাঁটার জন্য অনেকবার বলেছি। কিন্তু তারা করছিল না। পরে স্থানীয় মেম্বারের অনুমতি নিয়ে গাছ কাটার ব্যবস্থা করেছি।”

স্থানীয় মেম্বার জানান, “আমি গাছ কাটার জন্য কোনো অনুমতি দিইনি। অন্যের গাছ কাটার অনুমতি দেওয়ার অধিকার আমার নেই। তবে তাদের মধ্যে যে সমস্যা রয়েছে, তা আমরা স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করব।”

এ ঘটনায় এখনও থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। পুলিশ কর্মকর্তা জানান, “লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ পরিস্থিতিতে স্থানীয়দের মধ্যে উত্তেজনা রয়েছে, এবং বিষয়টি সমাধান না হলে বৃহত্তর উত্তেজনার সৃষ্টি হতে পারে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

ফরিদগঞ্জে প্রতিবেশীর ৫টি গাছ কেটে ফেলার অভিযোগ শিক্ষক দম্পতির বিরুদ্ধে

আপডেট: ০৪:৫৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

ফরিদগঞ্জ উপজেলার ৪ নং সুবিদপুর ইউনিয়নের নুরপুর গ্রামে শিক্ষক দম্পতির বিরুদ্ধে প্রতিবেশীদের ৫টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। গাছ কাটাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মাঝে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে।

ঘটনাটি ১৮ নভেম্বর, সোমবার বিকেলে ওই গ্রামের পাটোয়ারী বাড়িতে ঘটে। অভিযোগকারী সবুজ পাটোয়ারী জানান, তার প্রতিবেশী লুৎফুর রহমান পাটোয়ারী ও তার স্ত্রী সোমা বেগমের নির্দেশে কিছু শ্রমিক তাদের ৫টি গাছ কেটে ফেলেন। গাছগুলো ছিল একটি রেন্টি এবং চারটি মেহগনি গাছ। তিনি দাবি করেন, গাছ কাটার সময় বাধা দিতে গেলে তার মাকে কোপানোর হুমকি দেন সোমা বেগম।

সবুজ পাটোয়ারী অভিযোগ করেন, “লুৎফুর রহমান পাটোয়ারী ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে আসছেন। এর আগেও তারা আমাকে মিথ্যা মামলায় হয়রানি করেছেন। এবার আমাদের ৫টি গাছ কেটে ফেলেছে। গাছ কাটার সময় আমাদের বাধা দিলে আমার মাকে দা দিয়ে কোপানোর হুমকি দেওয়া হয়। আমরা ন্যায়বিচার চাই।”

অন্যদিকে, অভিযুক্ত লুৎফুর রহমান পাটোয়ারী অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের বাড়ির কাছে থাকা গাছের ডালপালা ছাঁটার জন্য অনেকবার বলেছি। কিন্তু তারা করছিল না। পরে স্থানীয় মেম্বারের অনুমতি নিয়ে গাছ কাটার ব্যবস্থা করেছি।”

স্থানীয় মেম্বার জানান, “আমি গাছ কাটার জন্য কোনো অনুমতি দিইনি। অন্যের গাছ কাটার অনুমতি দেওয়ার অধিকার আমার নেই। তবে তাদের মধ্যে যে সমস্যা রয়েছে, তা আমরা স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করব।”

এ ঘটনায় এখনও থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। পুলিশ কর্মকর্তা জানান, “লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ পরিস্থিতিতে স্থানীয়দের মধ্যে উত্তেজনা রয়েছে, এবং বিষয়টি সমাধান না হলে বৃহত্তর উত্তেজনার সৃষ্টি হতে পারে।