চাঁদপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা পেল ৫ হাজার মানুষ

  • আপডেট: ০৯:০০:২৬ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • ৩৫

চাঁদপুর সদরে প্রত্যন্ত অঞ্চলের ৫ হাজার নারী, পুরুষ ও শিশুকে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপি এই মানবিক কাজের আয়োজন করে সামাজিক সংগঠন আল হিলাল ফাউন্ডেশন।

মূলত বিনামূল্যের এই স্বাস্থ্যসেবা কার্যক্রেমর মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ হয়। এখানে শিশু, গাইনী, চর্ম ও মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে সেবা প্রদান করা হয়।

বিনামূল্যে চিকিৎসক, ওষুধ ও ব্লাডগ্রুপিং সেবা পেয়ে খুশি গ্রামবাসী। সংগঠনটির মাধ্যমে প্রতি মাসে এমন সেবা দেয়ার পাশাপাশি হত-দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চান আল হিলাল ফাউন্ডেশন।

চিকিৎসা নিতে আসা নুরুল ইসলাম গাজী, মনি বেগম ও ফারুক ও কমলা বেগমসহ বেশ কয়েকজন জানান, গ্রামের অসহায় মানুষ টাকা খরচ করে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পারেনা। প্রত্যন্ত অঞ্চলে এমন আয়োজন আমাদের জন্য বড় ধরণের উপকার হয়েছে। শত শত মানুষ ডাক্তার দেখাতে এসেছে। যারা এই উদ্যোগ নিয়েছে, তা খুবই প্রশংসনীয়। প্রতিমাসে যদি এমন আয়োজন থাকে, তাহলে গ্রামের মানুষ খুবই উপকৃত হবে। কারণ ডাক্তার দেখানোর পর এখান থেকে ওষুধ দেয়া হচ্ছে।

আল হিলাল ফাউন্ডেশনের আহ্বায়ক জাহিদুল ইসলাম খান জানান, আমরা মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। যারা চিকিৎসা নেয়া ও ওষুধ কেনার সামর্থ নেই তাদের পাশে আমরা আছি। মেডিকেল ক্যাম্প ছাড়া ও সব সময় আমরা মানুষের পাশে থাকবো এবং তাদের যেই সমস্যা ও প্রয়োজন সেটা পূরণ করার চেষ্টা থাকবে।

সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ইয়াসিন ফরহাদ রাসেল জানান, এ সংগঠনটির মূল উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করা। তারেই ধারাবাহিকতায় আমরা আজকে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি এবং তাদেরকে বিনামূল্যে ওষুধ সরবরাহ করছি। শুধু তাই নয়, দূর দুরান্ত থেকে আসা মানুষের জন্য গাড়ির ব্যবস্থা করে রেখেছে, যাতে তারা স্বাচ্ছন্দে এখানে এসে চিকিৎসা সেবা নিতে পারেন। আমরা একটু ব্যতিক্র কাজ করার চেষ্টা করছি। মূলত সেবা দেয়াটাই আমাদের মূল উদ্দেশ্য।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

মুন্সিরহাটে আগুনে পুড়েগেছে ১২ ব্যবসা প্রতিষ্ঠান

চাঁদপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা পেল ৫ হাজার মানুষ

আপডেট: ০৯:০০:২৬ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

চাঁদপুর সদরে প্রত্যন্ত অঞ্চলের ৫ হাজার নারী, পুরুষ ও শিশুকে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপি এই মানবিক কাজের আয়োজন করে সামাজিক সংগঠন আল হিলাল ফাউন্ডেশন।

মূলত বিনামূল্যের এই স্বাস্থ্যসেবা কার্যক্রেমর মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ হয়। এখানে শিশু, গাইনী, চর্ম ও মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে সেবা প্রদান করা হয়।

বিনামূল্যে চিকিৎসক, ওষুধ ও ব্লাডগ্রুপিং সেবা পেয়ে খুশি গ্রামবাসী। সংগঠনটির মাধ্যমে প্রতি মাসে এমন সেবা দেয়ার পাশাপাশি হত-দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চান আল হিলাল ফাউন্ডেশন।

চিকিৎসা নিতে আসা নুরুল ইসলাম গাজী, মনি বেগম ও ফারুক ও কমলা বেগমসহ বেশ কয়েকজন জানান, গ্রামের অসহায় মানুষ টাকা খরচ করে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পারেনা। প্রত্যন্ত অঞ্চলে এমন আয়োজন আমাদের জন্য বড় ধরণের উপকার হয়েছে। শত শত মানুষ ডাক্তার দেখাতে এসেছে। যারা এই উদ্যোগ নিয়েছে, তা খুবই প্রশংসনীয়। প্রতিমাসে যদি এমন আয়োজন থাকে, তাহলে গ্রামের মানুষ খুবই উপকৃত হবে। কারণ ডাক্তার দেখানোর পর এখান থেকে ওষুধ দেয়া হচ্ছে।

আল হিলাল ফাউন্ডেশনের আহ্বায়ক জাহিদুল ইসলাম খান জানান, আমরা মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। যারা চিকিৎসা নেয়া ও ওষুধ কেনার সামর্থ নেই তাদের পাশে আমরা আছি। মেডিকেল ক্যাম্প ছাড়া ও সব সময় আমরা মানুষের পাশে থাকবো এবং তাদের যেই সমস্যা ও প্রয়োজন সেটা পূরণ করার চেষ্টা থাকবে।

সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ইয়াসিন ফরহাদ রাসেল জানান, এ সংগঠনটির মূল উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করা। তারেই ধারাবাহিকতায় আমরা আজকে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি এবং তাদেরকে বিনামূল্যে ওষুধ সরবরাহ করছি। শুধু তাই নয়, দূর দুরান্ত থেকে আসা মানুষের জন্য গাড়ির ব্যবস্থা করে রেখেছে, যাতে তারা স্বাচ্ছন্দে এখানে এসে চিকিৎসা সেবা নিতে পারেন। আমরা একটু ব্যতিক্র কাজ করার চেষ্টা করছি। মূলত সেবা দেয়াটাই আমাদের মূল উদ্দেশ্য।