ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শাহরাস্তিতে বর্নাঢ্য শোভাযাত্রা

জাতীয়তাবাদী শক্তিকে ৭ই নভেম্বরের চেতনা ধারণ করেই এগিয়ে যেতে হবে-লায়ন ইঞ্জি: মমিনুল হক

শাহরাস্তি উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৮ ই নভেম্বর শুক্রবার দুপুর ৩ টায় শাহরাস্তি গেট দোয়াভাঙ্গা গেইট থেকে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয়ে কালিয়াপাড়া উপজেলার প্রধান সড়ক ঠাকুর বাজার, মেহার কালিবাড়ী হয়ে উপজেলা পরিষদ মাঠে এসে সমাবেশে মিলিত হয়।

উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ১২ টি ওয়ার্ড থেকে শত শত নেতা-কর্মী দুপুর থেকে অনুষ্ঠানস্থল দোয়াভাঙ্গায় উপস্থিত হতে থাকে। আলোচনা সভাস্থল হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশে রুপ নেয়।

শোভাযাযাত্রায প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জি: মমিনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৭ই নভেম্বর সিপাহী জনতা ঐক্যবদ্ধ হয়ে সংহতি প্রকাশ করে কর্ণেল তাহেরের নেতৃত্বে শহীদ জিয়াউর রহমানকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন। গত ১৬ টি বৎসর আমরা এভাবে নেতাকর্মীরা জনসমাগম করে বিপ্লব ও সংহতি দিবসের আয়োজন করতে পারিনি।

বিগত সরকারের বিভিন্ন সমালোচনা করে তিনি বলেন, তারা বিএনপিকে নিশ্চিন্ন করার জন্য, সকল কিছু করেছেন। বিএনপি ক্ষমতায় আসলে দেশের প্রচলিত আইনের মাধ্যমে তাদের বিচার করা হবে।

তিনি আরো বলেন,বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করবো, আশা রাখবো অতি যোক্তিক সময়ের মধ্যে উনারা সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবেন।

শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আয়েঁত আলী ভুইঁয়ার সভাপতিত্বে ও শাহরাস্তি উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম কালাম আতাহার, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম পাটোয়ারী লিটন, সাবেক বিএনপি নেতা মো. আক্তার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম পাটোয়ারী,পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এটিএম জিয়াউদ্দিন বাদল, সাবেক উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ ইকবাল হোসেন, পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক গাজী ফিরোজ, পৌর বিএনপির সাবে সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, বিএনপি নেতা মোঃ আনোয়ার হোসেন আকন্দ, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, যুগ্ম আহবায়ক মাহবুব হাসান বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ আলম সিকদার , সদস্য সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন শিপন,উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জি: এবিএম পলাশ ও সদস্য সচিব আজগর হোসেন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন, পৌর শ্রমিক দলের আহবায়ক মোঃ আব্দুল খালেক,ওলামা দলের নেতা মাওলানা মোস্তাফিজুর রহমান, বিএনপি নেতা বদিউজ্জামান ভুইঁয়া, রায়শ্রী দক্ষিণ ইউপি’র বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদল সভাপতি এনায়েতুল ইসলাম মাহাবুব আলম, বিএনপি নেতা হেমায়েতুল ইসলাম সুমন মেম্বার প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়া শাহরাস্তি উপজেলা ও সকল ইউপির, ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল সহযোগী অঙ্গসংগঠন নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন।

Tag :
সর্বাধিক পঠিত

জীবিত স্বামীকে গণ–অভ্যুত্থানে ‘মৃত’ দেখিয়ে শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শাহরাস্তিতে বর্নাঢ্য শোভাযাত্রা

জাতীয়তাবাদী শক্তিকে ৭ই নভেম্বরের চেতনা ধারণ করেই এগিয়ে যেতে হবে-লায়ন ইঞ্জি: মমিনুল হক

আপডেট: ০৯:৫৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

শাহরাস্তি উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৮ ই নভেম্বর শুক্রবার দুপুর ৩ টায় শাহরাস্তি গেট দোয়াভাঙ্গা গেইট থেকে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয়ে কালিয়াপাড়া উপজেলার প্রধান সড়ক ঠাকুর বাজার, মেহার কালিবাড়ী হয়ে উপজেলা পরিষদ মাঠে এসে সমাবেশে মিলিত হয়।

উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ১২ টি ওয়ার্ড থেকে শত শত নেতা-কর্মী দুপুর থেকে অনুষ্ঠানস্থল দোয়াভাঙ্গায় উপস্থিত হতে থাকে। আলোচনা সভাস্থল হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশে রুপ নেয়।

শোভাযাযাত্রায প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জি: মমিনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৭ই নভেম্বর সিপাহী জনতা ঐক্যবদ্ধ হয়ে সংহতি প্রকাশ করে কর্ণেল তাহেরের নেতৃত্বে শহীদ জিয়াউর রহমানকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন। গত ১৬ টি বৎসর আমরা এভাবে নেতাকর্মীরা জনসমাগম করে বিপ্লব ও সংহতি দিবসের আয়োজন করতে পারিনি।

বিগত সরকারের বিভিন্ন সমালোচনা করে তিনি বলেন, তারা বিএনপিকে নিশ্চিন্ন করার জন্য, সকল কিছু করেছেন। বিএনপি ক্ষমতায় আসলে দেশের প্রচলিত আইনের মাধ্যমে তাদের বিচার করা হবে।

তিনি আরো বলেন,বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করবো, আশা রাখবো অতি যোক্তিক সময়ের মধ্যে উনারা সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবেন।

শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আয়েঁত আলী ভুইঁয়ার সভাপতিত্বে ও শাহরাস্তি উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম কালাম আতাহার, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম পাটোয়ারী লিটন, সাবেক বিএনপি নেতা মো. আক্তার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম পাটোয়ারী,পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এটিএম জিয়াউদ্দিন বাদল, সাবেক উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ ইকবাল হোসেন, পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক গাজী ফিরোজ, পৌর বিএনপির সাবে সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, বিএনপি নেতা মোঃ আনোয়ার হোসেন আকন্দ, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, যুগ্ম আহবায়ক মাহবুব হাসান বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ আলম সিকদার , সদস্য সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন শিপন,উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জি: এবিএম পলাশ ও সদস্য সচিব আজগর হোসেন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন, পৌর শ্রমিক দলের আহবায়ক মোঃ আব্দুল খালেক,ওলামা দলের নেতা মাওলানা মোস্তাফিজুর রহমান, বিএনপি নেতা বদিউজ্জামান ভুইঁয়া, রায়শ্রী দক্ষিণ ইউপি’র বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদল সভাপতি এনায়েতুল ইসলাম মাহাবুব আলম, বিএনপি নেতা হেমায়েতুল ইসলাম সুমন মেম্বার প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়া শাহরাস্তি উপজেলা ও সকল ইউপির, ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল সহযোগী অঙ্গসংগঠন নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন।