অনলাইন ডেস্ক:
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজউদ্দিন আহমেদ বলেছেন, অপসাংবাদিকতা ও ভূয়া সাংবাদিক রোধ করতে হলে প্রকৃত সাংবাদিকদের তালিকা তৈরী করা অত্যান্ত জুরুরী হয়ে পড়েছে। গ্রাম-গঞ্জে বিভিন্ন স্থানে কথা উঠছে প্রকৃত সাংবাদিক কারা। এটা রাষ্ট্রও জানতে চায়। ইতিমধ্যে ১৭টি জেলার প্রকৃত সাংবাদিকদের তালিকা পাওয়া গেছে।
শনিবার দুপুরেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদনশেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, অপসাংবাদিকতা ও ভূয়া সাংবাদিক রোধ করতে প্রকৃত সাংবাদিকদের তালিকা তৈরীর উদ্যোগ নেয়া হয়েছে। প্রত্যেক জেলার জেলা প্রশাসকদের কাছে সাংবাদিকদের তালিকা চাওয়া হয়েছে।
এসময় মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, সংবাদ মাধ্যম প্রতিষ্ঠান থেকে সাংবাদিকদের যে তালিকা পাওয়া যাবে সেটি প্রেস কাউন্সিলের তালিকার অন্তর্ভূক্ত হবে। পরে জেলা প্রশাসকদের কাছ থেকে পাওয়া সাংবাদিকদের তালিকার সাথে মিলিয়ে নেয়া হবে। পরে সেটি প্রেস কাউন্সিলের ওয়েব সাইটে দেয়া হবে।
এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সেধের বেদীতে পুষ্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষমোনাজাতে অংশ নেন। এসময় প্রেস কাউন্সিলের আরো কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।