বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শাহরাস্তিতে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্পিং করা হয়েছে।
রবিবার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত মেহের কালীবাড়ী স্কুল মাঠে এই ফ্রি মেডিকেল ক্যাম্পিং করা হয়। এটির আয়োজন করে শাহরাস্তি পৌরসভা ও উপজেলা যুবদল।
মেডিকেল ক্যাম্পিংয়ে ফ্রী চিকিৎসা, ফ্রি ডায়াবেটিস টেস্ট, ফ্রি চক্ষু সেবা এবং ফ্রি ঔষধ বিতরণ করা হয়।
শাহরাস্তি পৌরসভা যুবদলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম রিপনের ব্যবস্থাপনায় এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন শাহরাস্তি পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি।
মেডিকেল ক্যাম্পে থাকা যুবদল ও বিএনপি’র নেতারা বলেন, ‘প্রায় তিন শতাধিক লোক বিভিন্ন সেবা গ্রহণ করেছেন। ১২টি ওয়ার্ডের বিভিন্ন প্রান্ত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসেন নানা পেশার লোকজন।’
মেডিকেল ক্যাম্পিংয়ে আরও উপস্থিত ছিলেন, শাহরাস্তি পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ, সহ সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহম্মেদ সোহেল, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক, মোঃ নোমান, সুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হায়দার, শাহরাস্তি পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ মাজহারুল ইসলাম জুয়েল, ১২ নং ওয়ার্ড যুবদল সভাপতি রফিকুল ইসলাম, ছাত্রনেতা শাহাদাত হোসেন, ফাহিম, মেহেরাব, হৃদয়, রাজন, হাবিব সহ বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীবৃন্দ।