হাজীগঞ্জ পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যােগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে ৭নং ওয়ার্ড জামায়েত ইসলামির সভাপতি মহিউদ্দিন মাইনুর সভাপতিত্বেএ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন, জেলা কর্মপরিষদের সদস্য হাফেজ মাওলা মীর হোসাইন।
পৌর জামায়াতের সহকারি সেক্রেটারি আবু তাহেরের সঞ্চলনায় কর্মীসভায় বক্তব্য অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোজাম্মেল হোসেন মজুমদার (পরান), পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল হাসানাত পাটোয়ারী, পৌর জামায়াতের নায়েবে আমীর হাফেজ মাওলা কবির হোসেন, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলা সফিকুর রহমান মজুমদার, সহকারী সেক্রেটারি রবিউল হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন পৌর ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বাংলাদেশ জামায়েত ইসলামীর কর্মী সমর্থকবৃন্দ।