চাঁদপুরে যৌথ অভিযানে আ.লীগ-বিএনপির নেতাসহ গ্রেফতার ৫

  • আপডেট: ১১:০২:৪৬ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • ৭১৯

প্রতিনিধির পাঠানো ছবি।

চাঁদপুরের হাইমচর ও মতলব উত্তর উপজেলায় অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গ্রেফতারকৃতরা হলেন- হাইমচর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও আলগী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম কবির, তার চাচাতো ভাই উপজেলা বিএনপির সদস্য এস এম ফজলুল রহমান ও ভাগিনা আবু জাফর এবং মতলব উত্তর উপজেলার আব্দুস ছাত্তার ও সোহরাব হোসেন।

সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক।

ওসি মো. ইয়াছিন বলেন, হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার তিন ব্যক্তির বিরুদ্ধে থানায় রবিবার মামলা করেন উপজেলার আমতলী এলাকার বাসিন্দা সামছুদ্দোহা। ওই মামলার আসামি হিসেবে সোমবার দুপুরে তাদের চাঁদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ওসি রবিউল হক বলেন, মতলব উত্তর উপজেলার লধুয়া গ্রামের এক নারী আদালতে জবানবন্দি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে গিয়ে হামলা-ভাঙচুর করেন আসামি ছাত্তার ও সোহরাব। তারা তিন মামলার এজাহারভুক্ত আসামি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

কচুয়ায় স্কাউট ফ্রেন্ডশিপ ডে ক্যাম্প অনুষ্ঠান‌

চাঁদপুরে যৌথ অভিযানে আ.লীগ-বিএনপির নেতাসহ গ্রেফতার ৫

আপডেট: ১১:০২:৪৬ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪

চাঁদপুরের হাইমচর ও মতলব উত্তর উপজেলায় অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গ্রেফতারকৃতরা হলেন- হাইমচর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও আলগী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম কবির, তার চাচাতো ভাই উপজেলা বিএনপির সদস্য এস এম ফজলুল রহমান ও ভাগিনা আবু জাফর এবং মতলব উত্তর উপজেলার আব্দুস ছাত্তার ও সোহরাব হোসেন।

সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক।

ওসি মো. ইয়াছিন বলেন, হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার তিন ব্যক্তির বিরুদ্ধে থানায় রবিবার মামলা করেন উপজেলার আমতলী এলাকার বাসিন্দা সামছুদ্দোহা। ওই মামলার আসামি হিসেবে সোমবার দুপুরে তাদের চাঁদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ওসি রবিউল হক বলেন, মতলব উত্তর উপজেলার লধুয়া গ্রামের এক নারী আদালতে জবানবন্দি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে গিয়ে হামলা-ভাঙচুর করেন আসামি ছাত্তার ও সোহরাব। তারা তিন মামলার এজাহারভুক্ত আসামি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।