শাহরাস্তিতে প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে মানববন্ধন এবং প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করেছেন।
বৃহস্পতিবার বিকেলে শাহরাস্তি উপজেলা পরিষদ চত্বরে, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও শিক্ষকবৃন্দ এক মানব বন্ধন শেষে এই স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসির আরাফাতের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট প্রেরনের জন্য হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মো. কামাল হোসেন।অন্যান্য সমন্বয়কদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ মঞ্জুর হোসেন কেশরাঙ্গা সপ্রাবি, মোঃ আবদুর রহিম, দক্ষিণ দেবকরা সপ্রাবি, মোঃ বাহারুল ইসলাম, নাওড়া সপ্রাবি,মোঃ শিবলী সাজ্জাদ, ইছাপুরা পশ্চিম সপ্রাবি।
অন্যান্য মধ্যে আরও বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, খিলা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জয়নাল আবেদীন, মোঃ শাহ আলম, মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, জান্নাতুল ফেরদাউস,মকবুল আহমেদ, মোঃ মোতাহের হোসেন, টামটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন ভূঁইয়াসহ বিভিন্ন বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগন তাদের বক্তব্য তুলে ধরেন। উপস্থিত বক্তাগণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যোগ্যতা ও ন্যায্যতার আলোকে দশম গ্রেট প্রদানের যৌক্তিকতা সমূহ তুলে ধরে বক্তব্য রাখেন।