সারাদেশসহ চাঁদপুরের বিভিন্ন স্থানে হাসিনা সরকারের পদত্যাগের পর সংখ্যালঘু হিন্দু ধর্মালম্বীদের বাড়ী ঘরে হামলা, লুটপাট, হুমকি ধমকি, চাঁদা দাবী ও অগ্নিসংযোগের প্রতিবাদে চাঁদপুরে সনাতনী ছাত্র জনতা ঐক্যের ব্যণারে গণজমায়েত সভা ও মিছিল করা হয়।
১২ আগষ্ট সোমবার কেন্দ্রীয় শহীদ মিণারে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পূর্ব নির্ধারিত কর্মসূচীর অংশ হিসাবে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে কয়েক হাজার লোক সমাগমের অংশ গ্রহণে অনুষ্ঠানে সমাবেশে ৮ দফা দাবী তুলে ধরা হয় এবং তা বর্তমান অন্তর্বর্তী সরকার মেনে না নিলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচী দেয়া হবে বলে এখান থেকে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেয়।
এর আগে সনাতনী শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহিদ মিণারে ছোট ছোট মিছিলে জড়ো হয়। পরে সেখান হতে সনাতনীদের গণমিছিল নিয়ে শিক্ষার্থীরা শহরের কালীবাড়ি শপত চত্ত্বর মোড়, চিত্রলেখার মোড়, সায়াবানি হয়ে পুনরায় শহীদ মিণারে এসে মিছিল শেষ করে। পুরো অনুষ্ঠানে শঙ্খের ধ্বনী, উলোধ্বনী, স্লোগানে স্লোগানে শিক্ষার্থীরা এদেশ থেকে অন্য কোথাও যাবেনা বলে প্রতিবাদি কন্ঠে জোড়ালোভাবে অনুভূতি প্রকাশ করেন।
সনাতনী ছাত্র জনতা ঐক্যের সমন্বয়ক প্রান্ত বলেন, রাজপথে আমাদের দাবী জানানো এই দেশের নাগরিক হিসেবে আমাদের অধিকার। আমরা এ দেশে বৈষম্য নয় বরং বাঙ্গালীরা যে যে ধর্মেরই হউক একি সূত্রে গাঁথা এমনটাই জানাতে চাই সবসময়। আমাদের পাশে সবাই সবসময় এগিয়ে আসবেন এমনটা প্রত্যাশা করছি।