ময়ূর-৭ লঞ্চ থেকে প্রেমিক-প্রেমিকার মরদেহ উদ্ধার

  • আপডেট: ০৫:৩৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
  • ৬৭

ছবি-সংগৃহিত।

ঢাকার সদর ঘাটে ‘ময়ূর-৭’ নামে একটি যাত্রীবাহী লঞ্চের কেবিন থেকে নারী-পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার (২ আগস্ট) সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকার সদরঘাট নৌ-থানা পুলিশের ইনচার্জ মো. আবুল কালাম এবং চাঁদপুর নৌ থানার ইনচার্জ মো. মনিরুজ্জামান।

সদরঘাট নৌ-থানা জানায়, ময়ূর-৭ লঞ্চটি গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে চাঁদপুর থেকে ঢাকার উদ্দ্যেশ্যে ছেড়ে আসে। আজ সকালে লঞ্চটির তৃতীয় তলার ৩১১ নম্বর কেবিন দীর্ঘক্ষণ বন্ধ থাকায় সন্দেহ হয় স্টাফদের। তারা নৌ-থানাকে অবগত করেন। নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কেবিনের জানালা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দুই জনের মরদেহ দেখতে পায়। পরে কেবিনে প্রবেশ করে তাদের লাশ উদ্ধার করা হয়।

নৌ-পুলিশ আরও জানায়, মারা যাওয়া যুবকের নাম আনোয়ার হোসাইন (২৫)। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জের পাইকপাড়া ঘোটাল গ্রামের পাটোয়ারী বাড়ির মোহাম্মদ অলি উল্লাহ’র ছেলে। মারা যাওয়া নারীর নাম রোজিনা বেগম (৩৫)। তিনি মাদারীপুর জেলার শিবচর উপজেলার উমেদপুরের যোগতাহের মাঠ গ্রামের ইসমাইল শেখের মেয়ে। তারা উভয় বিবাহিত। তাদের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল বলে সন্দেহ করা হচ্ছে।

ঢাকার সদরঘাট নৌ-থানা পুলিশের ইনচার্জ মো. আবুল কালাম বলেন, আজ সকালে লঞ্চের স্টাফরা কেবিনে থাকা দুই জনকে অনেক বার ডেকে তোলার চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে পুলিশ গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দুই জনের লাশ উদ্ধার করে। বিষয়টি ভালোভাবে তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

ময়ূর-৭ লঞ্চ থেকে প্রেমিক-প্রেমিকার মরদেহ উদ্ধার

আপডেট: ০৫:৩৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪

ঢাকার সদর ঘাটে ‘ময়ূর-৭’ নামে একটি যাত্রীবাহী লঞ্চের কেবিন থেকে নারী-পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার (২ আগস্ট) সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকার সদরঘাট নৌ-থানা পুলিশের ইনচার্জ মো. আবুল কালাম এবং চাঁদপুর নৌ থানার ইনচার্জ মো. মনিরুজ্জামান।

সদরঘাট নৌ-থানা জানায়, ময়ূর-৭ লঞ্চটি গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে চাঁদপুর থেকে ঢাকার উদ্দ্যেশ্যে ছেড়ে আসে। আজ সকালে লঞ্চটির তৃতীয় তলার ৩১১ নম্বর কেবিন দীর্ঘক্ষণ বন্ধ থাকায় সন্দেহ হয় স্টাফদের। তারা নৌ-থানাকে অবগত করেন। নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কেবিনের জানালা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দুই জনের মরদেহ দেখতে পায়। পরে কেবিনে প্রবেশ করে তাদের লাশ উদ্ধার করা হয়।

নৌ-পুলিশ আরও জানায়, মারা যাওয়া যুবকের নাম আনোয়ার হোসাইন (২৫)। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জের পাইকপাড়া ঘোটাল গ্রামের পাটোয়ারী বাড়ির মোহাম্মদ অলি উল্লাহ’র ছেলে। মারা যাওয়া নারীর নাম রোজিনা বেগম (৩৫)। তিনি মাদারীপুর জেলার শিবচর উপজেলার উমেদপুরের যোগতাহের মাঠ গ্রামের ইসমাইল শেখের মেয়ে। তারা উভয় বিবাহিত। তাদের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল বলে সন্দেহ করা হচ্ছে।

ঢাকার সদরঘাট নৌ-থানা পুলিশের ইনচার্জ মো. আবুল কালাম বলেন, আজ সকালে লঞ্চের স্টাফরা কেবিনে থাকা দুই জনকে অনেক বার ডেকে তোলার চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে পুলিশ গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দুই জনের লাশ উদ্ধার করে। বিষয়টি ভালোভাবে তদন্ত করে দেখা হচ্ছে।