শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের হামলা, আহত ১০

  • আপডেট: ০৯:৫৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
  • ৯৬

ছবি-নতুনেরকথা।

চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে চলা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ‘রিমেম্বারিং দ্য হিরোস’ কর্মসূচিতে ছাত্রলীগের হামলায় অন্তত ১০ আন্দোলনকারী আহত হয়েছে। বৃহস্পতিবার (০১ আগস্ট) বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

এর আগে দুপুর ৩টা থেকে বৃষ্টি উপেক্ষা করে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা ওই এলাকায় জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এসময় পুলিশ তাদেরকে মূল সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখে।

এদিকে হঠাৎ করেই বিকেল ৫টার দিকে অতর্কিত ভাবে লাঠিসোটা ও দেশিয় অস্ত্র নিয়ে ধাওয়া করে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। তাঁদের হামলার শিকার হয়ে ও হুড়োহুড়িতে পড়ে গিয়ে অন্তত ১০ আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সুদীপ্ত রায় বলেন, শিক্ষার্থীদের যে দাবি ছিল, তা প্রধানমন্ত্রী পূরণ করেছেন। এখনও শিক্ষার্থীরা তারা কিছু দাবি নিয়ে সড়কে আছে, আমরা পুলিশরা তাদের সাথে আছি। আমরা তাদের নির্দেশনা দিয়েছি, যাতে সড়ক বন্ধ রেখে যাতে কোন কিছু না করে। আমরা তাদেরকে সড়ক ছেড়েে কর্মসূতি পালন করতে বলেছি।

তিনি আরও বলেন, ছাত্র আন্দোলনে এখন আর ছাত্ররা নেই, সেখানে অন্য গ্রুফ ঢুকে পড়ে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। তারা আন্দোলনের নামে সরকার বিরোধী স্লোগান দিয়ে উত্তেজনা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। এখানে হঠাৎ করেই ছাত্রদের মধ্যে ঝামলো করার চেষ্টা করছিল কিন্তু এখানে আমাদের পুলিশ সদস্যরা ছিল, তারা শিক্ষার্থীদের নির্ভিগ্নে সরিয়ে দিয়েছে। তবে আজকে কোন শিক্ষার্থী হামলা কিংবা আহত হওয়ার খবর আমার জানা নেই।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের হামলা, আহত ১০

আপডেট: ০৯:৫৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪

চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে চলা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ‘রিমেম্বারিং দ্য হিরোস’ কর্মসূচিতে ছাত্রলীগের হামলায় অন্তত ১০ আন্দোলনকারী আহত হয়েছে। বৃহস্পতিবার (০১ আগস্ট) বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

এর আগে দুপুর ৩টা থেকে বৃষ্টি উপেক্ষা করে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা ওই এলাকায় জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এসময় পুলিশ তাদেরকে মূল সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখে।

এদিকে হঠাৎ করেই বিকেল ৫টার দিকে অতর্কিত ভাবে লাঠিসোটা ও দেশিয় অস্ত্র নিয়ে ধাওয়া করে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। তাঁদের হামলার শিকার হয়ে ও হুড়োহুড়িতে পড়ে গিয়ে অন্তত ১০ আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সুদীপ্ত রায় বলেন, শিক্ষার্থীদের যে দাবি ছিল, তা প্রধানমন্ত্রী পূরণ করেছেন। এখনও শিক্ষার্থীরা তারা কিছু দাবি নিয়ে সড়কে আছে, আমরা পুলিশরা তাদের সাথে আছি। আমরা তাদের নির্দেশনা দিয়েছি, যাতে সড়ক বন্ধ রেখে যাতে কোন কিছু না করে। আমরা তাদেরকে সড়ক ছেড়েে কর্মসূতি পালন করতে বলেছি।

তিনি আরও বলেন, ছাত্র আন্দোলনে এখন আর ছাত্ররা নেই, সেখানে অন্য গ্রুফ ঢুকে পড়ে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। তারা আন্দোলনের নামে সরকার বিরোধী স্লোগান দিয়ে উত্তেজনা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। এখানে হঠাৎ করেই ছাত্রদের মধ্যে ঝামলো করার চেষ্টা করছিল কিন্তু এখানে আমাদের পুলিশ সদস্যরা ছিল, তারা শিক্ষার্থীদের নির্ভিগ্নে সরিয়ে দিয়েছে। তবে আজকে কোন শিক্ষার্থী হামলা কিংবা আহত হওয়ার খবর আমার জানা নেই।