তরুণ প্রজন্মরাই আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তবে দূর্নীতি ও চাঁদাবাজমুক্ত নেতৃত্ব দিতে হবে, মানুষ যেনো তোমাদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, তোমাদেরকে দেখে মানুষ যেনো মুখ ফিরিয়ে না নেই এবং আল্লাহ ও তার রাসূলের নির্দেশমতো, যদি চলো তোমাদের কোন ভুল হবেনা, তোমাদের কোন ভয় থাকবেনা।
রবিবার দুপর ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের মধ্যবড়কুল প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন, জয়শারা-নিশ্চিতপুর নবনির্মিত সড়কের উদ্বোধন, পালিশারা বাজার টু গন্ধর্ব্যপুর বাজার সড়কের উদ্বোধন ও রাজাগাঁও টু মহামায়া সড়কের উদ্বোধন শেষে স্থানীয় আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত মতবিনিময়সভায় তিনি এ সব কথা বলেন।
প্রধান অতিথি বলেন, আপনদের সুখ-দূঃখ আমি বুঝি, তাই উন্নয়নের জন্য আপনাদের কাছে ছুটে আসি। আমিও আপনাদের মতো গ্রামের সন্তান। এক সময় গ্রামেই ছিলো আমার লেখা-পড়া, বেড়ে উঠা, হাঁসি, আনন্দ, কান্না। আমি আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করে যাবো।
বিশেষ অতিথির বক্তব্য দেন, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ হেলালউদ্দিন মিয়াজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন, বর্তমান ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আকতার, হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ আবদুর রশিদ, বড়কুল পূর্ব ইউনিয়ন যুবলীগের আহবায়ক এনায়েত করিম ইছহাক।
বড়কুল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান মজিবের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিয়াজীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ আবদুর রশিদ, আলহাজ¦ মিজানুর রহমান সুমন, আওয়ামী লীগ নেতা আলহাজ¦ মো. সেলিম মিয়া,
এ সময় উপজেলা আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, ইউসুফ প্রধানীয়া সুমন, সাবেক ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী, অধ্যাপক মো. সেলিম, বাবুল পাটওয়ারী, অন্যান্য জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।