পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে সাড়ে ১৭ টন সরকারি চাল জব্দ

  • আপডেট: ০৬:১৪:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
  • ৪৯

ছবি-নতুনেরকথা।

চাঁদপুরের হাজীগঞ্জের পর এবার পটুয়াখালীর দুমকী উপজেলার আঙ্গা‌রিয়া ইউ‌পি চেয়ারম্যান ‌সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুর এর ঘর থেকে সাড়ে ১৭টন সরকারী ‌ভি‌জিএ‌ফের চাল জব্দ করেছে দুমকী উপ‌জেলা প্রশাসন।

শ‌নিবার (২৯ জুন) রাত সাড়ে ১০টায় দুমকী থানা পুলিশের সহায়তায় উপজেলা নির্বা‌হি অ‌ফিসার মোঃ শা‌হিন এ চাল জব্দ করেন।

নির্বা‌হি অ‌ফিসার মোঃ শা‌হিন জানান, প্রায় ৩৫০ বস্তা প্রতি‌টি বস্তায় ৫০‌কে‌জি করে চাল জব্দ করা হয়েছে । সরকারী চাল গোডাউন ব্যাতিত কোন ব্যাক্তিগত বাসা বাড়ীতে রাখার কোন নিয়ম নাই। এ‌টি অপরাধ। এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নি‌চ্ছি।

তি‌নি আরও জানান, সংবাদ পেয়ে সাথে সাথে আ‌মি ঘটনাস্থলে এসে পৌঁ‌ছি। এর আ‌গে সেখানে দুমকী থানা পু‌লিশ ও স্থানীয় লোকজন উপস্থিত হয়।

ঘটনার সময় চেয়ারম্যান গোলাম মর্তুজা বাড়িতে ছিলেন না। তার ব্যাবহৃত মোবাইল ফোন‌টি বন্ধ রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

কক্সবাকক্সবাজার বিমান বাহিনীর ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা

পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে সাড়ে ১৭ টন সরকারি চাল জব্দ

আপডেট: ০৬:১৪:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪

চাঁদপুরের হাজীগঞ্জের পর এবার পটুয়াখালীর দুমকী উপজেলার আঙ্গা‌রিয়া ইউ‌পি চেয়ারম্যান ‌সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুর এর ঘর থেকে সাড়ে ১৭টন সরকারী ‌ভি‌জিএ‌ফের চাল জব্দ করেছে দুমকী উপ‌জেলা প্রশাসন।

শ‌নিবার (২৯ জুন) রাত সাড়ে ১০টায় দুমকী থানা পুলিশের সহায়তায় উপজেলা নির্বা‌হি অ‌ফিসার মোঃ শা‌হিন এ চাল জব্দ করেন।

নির্বা‌হি অ‌ফিসার মোঃ শা‌হিন জানান, প্রায় ৩৫০ বস্তা প্রতি‌টি বস্তায় ৫০‌কে‌জি করে চাল জব্দ করা হয়েছে । সরকারী চাল গোডাউন ব্যাতিত কোন ব্যাক্তিগত বাসা বাড়ীতে রাখার কোন নিয়ম নাই। এ‌টি অপরাধ। এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নি‌চ্ছি।

তি‌নি আরও জানান, সংবাদ পেয়ে সাথে সাথে আ‌মি ঘটনাস্থলে এসে পৌঁ‌ছি। এর আ‌গে সেখানে দুমকী থানা পু‌লিশ ও স্থানীয় লোকজন উপস্থিত হয়।

ঘটনার সময় চেয়ারম্যান গোলাম মর্তুজা বাড়িতে ছিলেন না। তার ব্যাবহৃত মোবাইল ফোন‌টি বন্ধ রয়েছে।