টাইগার সমর্থকদের হুঙ্কার দিলো অ্যাইডেন

  • আপডেট: ০৭:১৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪
  • ১৮৮

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক অ্যাইডেন মার্করাম

আজ রাতে টিটুয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মাঠের পারফরম্যান্স যাই হোক, বাংলাদেশকে সমর্থন দিতে ভক্তদের উচ্ছ্বাস নতুন করে বলার নেই। এর মাঝে বিশ্বকাপের প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। পরবর্তী ম্যাচে বাংলাদেশকে ঘিরে দর্শকদের উন্মাদনা আরো বাড়বে।

বাংলাদেশ ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক অ্যাইডেন মার্করামের চিন্তা বাড়াচ্ছে টাইগার সমর্থকরা। কারণ সমর্থকদের উন্মাদনা যে কোনো দলের জন্য বাড়তি পাওয়া। অনেক সময় এই দর্শকরাই মোমেন্টাম ঘুরিয়ে দিতে পারে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তাই উঠে আসে বাংলাদেশি সমর্থকদের প্রসঙ্গও। প্রোটিয়া অধিনায়ক মার্করাম বলেছেন, বাংলাদেশি সমর্থকদের চুপ রাখতেই চেষ্টা করবে তারা।

মার্করাম বলেন, ‘সেখানে (নিউইয়র্কে) বাংলাদেশের অনেক সমর্থক থাকবে। দল মোমেন্টামে থাকলে দর্শকদের এই সমর্থন অবশ্যই বাড়তি কিছুই যোগ করবে। আমরা এই ব্যাপারটা মাথায় রাখব এবং তাদের যতোটা সম্ভব চুপ রাখার চেষ্টা করব।’

ইতিমধ্যে শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটে এক পা রেখেছে দক্ষিণ আফ্রিকা। আজ বাংলাদেশকে হারাতে পারলেই সুপার এইট নিশ্চিত করে ফেলবে তারা। তাই এই ম্যাচে প্রোটিয়াদের চোখ, টাইগারদের হারিয়ে সুপার এইটের টিকিট কাটা।

‘এটা (বাংলাদেশকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করা) চমৎকার হবে। আমরা সবার আগে এটাই নিশ্চিত করতে চাই। তবে আপনি যদি কন্ডিশন এবং সত্যিই একটি শক্তিশালী বাংলাদেশ দলের দিকে তাকান, তাহলে এটি আমাদের জন্য একটা ভালো চ্যালেঞ্জই অপেক্ষা করছে।’

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

হাজীগঞ্জের এনায়েতপুরে সহিংসতার ঘটনায় আরো ১জন আটক

টাইগার সমর্থকদের হুঙ্কার দিলো অ্যাইডেন

আপডেট: ০৭:১৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪

আজ রাতে টিটুয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মাঠের পারফরম্যান্স যাই হোক, বাংলাদেশকে সমর্থন দিতে ভক্তদের উচ্ছ্বাস নতুন করে বলার নেই। এর মাঝে বিশ্বকাপের প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। পরবর্তী ম্যাচে বাংলাদেশকে ঘিরে দর্শকদের উন্মাদনা আরো বাড়বে।

বাংলাদেশ ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক অ্যাইডেন মার্করামের চিন্তা বাড়াচ্ছে টাইগার সমর্থকরা। কারণ সমর্থকদের উন্মাদনা যে কোনো দলের জন্য বাড়তি পাওয়া। অনেক সময় এই দর্শকরাই মোমেন্টাম ঘুরিয়ে দিতে পারে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তাই উঠে আসে বাংলাদেশি সমর্থকদের প্রসঙ্গও। প্রোটিয়া অধিনায়ক মার্করাম বলেছেন, বাংলাদেশি সমর্থকদের চুপ রাখতেই চেষ্টা করবে তারা।

মার্করাম বলেন, ‘সেখানে (নিউইয়র্কে) বাংলাদেশের অনেক সমর্থক থাকবে। দল মোমেন্টামে থাকলে দর্শকদের এই সমর্থন অবশ্যই বাড়তি কিছুই যোগ করবে। আমরা এই ব্যাপারটা মাথায় রাখব এবং তাদের যতোটা সম্ভব চুপ রাখার চেষ্টা করব।’

ইতিমধ্যে শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটে এক পা রেখেছে দক্ষিণ আফ্রিকা। আজ বাংলাদেশকে হারাতে পারলেই সুপার এইট নিশ্চিত করে ফেলবে তারা। তাই এই ম্যাচে প্রোটিয়াদের চোখ, টাইগারদের হারিয়ে সুপার এইটের টিকিট কাটা।

‘এটা (বাংলাদেশকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করা) চমৎকার হবে। আমরা সবার আগে এটাই নিশ্চিত করতে চাই। তবে আপনি যদি কন্ডিশন এবং সত্যিই একটি শক্তিশালী বাংলাদেশ দলের দিকে তাকান, তাহলে এটি আমাদের জন্য একটা ভালো চ্যালেঞ্জই অপেক্ষা করছে।’