• ঢাকা
  • শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৬ জানুয়ারি, ২০২৪

চাঁদপুর কারাগারে জেন্টস পার্লার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

বন্দীরা প্রশিক্ষণ নিয়ে বাহিরে গিয়ে আত্মকর্মস্থানের সুযোগ পেতে চাঁদপুর জেলা কারাগারে জেন্টস পার্লার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা কারাগার পরিদর্শন শেষে জেন্টস পার্লার প্রশিক্ষণ কেন্দ্র ফিতা কেটে উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

তিনি বলেন, বন্দীরা এখানে সেলুন প্রশিক্ষণ গ্রহণ করে বাহিরে গিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ পাবে। তাছাড়া বন্দীদের লেখাপড়ার জন্য প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির বই বিতরণ করা হয়েছে। একই সাথে তাদের বিনোদনের জন্য কারা কর্তৃপক্ষের নিকট জেলা পরিষদের পক্ষ থেকে ভলিবল, নেট ও ব্যাডমিন্টন খেলার সরঞ্জামাদি প্রদান করা হয়।

এসব আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ. এস. এম. মোসা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মনোয়ার হোসেন, জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ, জেলার মো. মুনীর হোসাইন সহ জেলা কারাগারের অন্যান্য কর্মকর্তা।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • অর্থনীতি এর আরও খবর
error: Content is protected !!