• ঢাকা
  • শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৩

খানকায়ে চিশতিয়া রহমানিয়া দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
ছবি-নতুনেরকথা।

চাঁদপুর ঐতিহ্যবাহী মধ্যে ইচুলী খানকায়ে চিশতিয়া রহমানিয়া দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুশে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর চাঁদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড কোল্ড ষ্টোরেজ মােড় দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ)( দঃ) অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

১২ রবিউল আউয়াল আমাদের প্রানপ্রিয় বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর আগমন দিবস উপলক্ষে সূফি সাধন অলিয়ে কামেল মুর্শিদে বরহক শাহ্ সূফী হযরত খাজা মোশাররফ হােসেন চিশতি (রহঃ) দরবার দিন ব্যাপী ব্যাপক কর্মসূচি পালস করা হয়েছে।

এর মধ্যে সকালে পীর সাহেবের গােসল মুবারক, নতুন পোশাক পরিধান,(গিলাফ) ভক্তদের মিষ্টি মুখ করানো হয়। জশনে জুলুশের বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

জশনে জুলুশের বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় খানকায়ে চিশতিয়া রহমানিয়া দরবার শরীফে গিয়ে শেষ হয়। সেখানে কােরআন তােওয়াল, হালকায়ে জিকির, মিলাদ,ইসলাম সংগীত, হামনাত,গজল এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পশু জবাই মধ্যে দিয়ে প্রথম অধিবেশন শেষ হয়। বেলা ১১ টার পর দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্ত বৃন্দ সামা সংগীত পরিবেশন করেন। খাবারের ফাঁকে ফাঁকে খন্ড খন্ড সামা সংগীত চলছে। রাত ১১ টায় খাবার পর পরই পীর সাহেব উপস্থিততে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা, আমাদের প্রিয় নবীজি জীবনী পাঠ, মিলাদ মাহফিল, জিকির, দুআ, ইত্যাদি অনুষ্ঠিত হয় ।

রাত১ টায় সামা সংগীত পরিবেশন করেন দেশ বরেন্দ্র্য শিল্পীবিন্দু। সবশেষে সামা সংগীত পরিবেশন করেন – দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগীত শিল্পীরা এসে বিভিন্ন ধরনের সংগীত পরিবেশন করেবেন ভক্তরা। পবিত্র ঈদ মিলাদুন্নবী ও জশনে জুলুশের দিন ব্যাপী কর্মসূচীতে উপস্থিত ছিলেন,মোহাম্মদ হান্নান চিশতি, অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন- মোহাম্মদ হান্নান চিশতি,পীর সাহেরের সেজ জামাতা ইউসুফ পাটোয়ারী রিপন চীশতি,ছোট জামাতা অ্যাডঃ হাসান উল্ল্যাহ চিশতী , তরিকত ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওঃ মিজানুর রহমান চিশতী, হান্নান চিশতী,মােঃ মাহফুজুর রহমান টুটুল চিশতী, মাওঃ জামাল পাটোয়ারী, সামু চিশতী, লোকমান চিশতী, সাত্তার চিশতী, রফিক চিশতী, ইব্রাহিম চিশতী,নূর মোহাম্মদ চিশতী, নাজির হােসেন পাটোয়ারী, পারভেজ মোশাররফ পাটওয়ারী ফাহিম, নেওয়াজ মোশাররফ পাটোয়ারী , ইদ্রিস পাটোয়ারী পুন্য সহ অসংখ ভক্ত ও আশেকানগণ খানকায়ে চিশতীয়া রহমানিয়া দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপস্থিত ছিলেন

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • চাঁদপুর সদর এর আরও খবর
error: Content is protected !!