সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠার জন্যই শ্রীকৃষ্ণ পৃথিবীতে আর্বিভূত হয়ে ছিলেন-মেজর রফিক

  • আপডেট: ০৮:৪৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
  • ৪৮

ছবি-নতুনেরকথা।

আবু মুছা আল শিহাবঃ

সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠার জন্যই শ্রীকৃষ্ণ পৃথিবীতে আর্বিভূত হয়ে ছিলেন বলে মন্তব্য করেছে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।

তিনি বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে শাহরাস্তিতে জম্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রধান অতিথি বলেন, যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে গিয়ে ধার্মিক ও সাধারণের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, তখনই দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে ধর্মের রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতাররূপে ধরায় নেমে আসেন। যুগে যুগে এভাবেই সৃষ্টি কর্তা ধার্মিকদের রক্ষা করেন।

তিনি বলেন, আপনার নির্ভয়ে আপনাদের ধর্ম-কর্ম পালন করবেন। এদেশটা আমাদের। আমরা হিন্দু-মুসলিম এদেশে ভাই ভাই। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে স্বাধীন করেছি। এদেশে সবার অধিকার সমান।

শ্রী শ্রী গোপাল জিউর আখড়া থেকে শোভাযাত্রা বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বাংলাদেশ জম্মাষ্টমী উদযাপন পরিষদ শাহরাস্তি উপজেলা শাখা আয়োজিত জন্মাষ্টমীর বর্ণাঢ্য র‍্যালীর ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য মেজর (অব:) রফিকুল ইসলাম, বীর উত্তম।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র মজুমদারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদ।

বক্তব্য রাখেন হারাধন চন্দ্র, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটুন, কৃষ্ণা পাল, উত্তম পাল সহ হিন্দু ধর্মের অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, পৌর সাবেক মেয়র মোশারেফ হোসেন মুশু পাটোয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেনসহ সনাতন ধর্মাবলম্বীদের উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠার জন্যই শ্রীকৃষ্ণ পৃথিবীতে আর্বিভূত হয়ে ছিলেন-মেজর রফিক

আপডেট: ০৮:৪৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩

আবু মুছা আল শিহাবঃ

সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠার জন্যই শ্রীকৃষ্ণ পৃথিবীতে আর্বিভূত হয়ে ছিলেন বলে মন্তব্য করেছে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।

তিনি বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে শাহরাস্তিতে জম্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রধান অতিথি বলেন, যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে গিয়ে ধার্মিক ও সাধারণের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, তখনই দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে ধর্মের রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতাররূপে ধরায় নেমে আসেন। যুগে যুগে এভাবেই সৃষ্টি কর্তা ধার্মিকদের রক্ষা করেন।

তিনি বলেন, আপনার নির্ভয়ে আপনাদের ধর্ম-কর্ম পালন করবেন। এদেশটা আমাদের। আমরা হিন্দু-মুসলিম এদেশে ভাই ভাই। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে স্বাধীন করেছি। এদেশে সবার অধিকার সমান।

শ্রী শ্রী গোপাল জিউর আখড়া থেকে শোভাযাত্রা বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বাংলাদেশ জম্মাষ্টমী উদযাপন পরিষদ শাহরাস্তি উপজেলা শাখা আয়োজিত জন্মাষ্টমীর বর্ণাঢ্য র‍্যালীর ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য মেজর (অব:) রফিকুল ইসলাম, বীর উত্তম।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র মজুমদারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদ।

বক্তব্য রাখেন হারাধন চন্দ্র, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটুন, কৃষ্ণা পাল, উত্তম পাল সহ হিন্দু ধর্মের অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, পৌর সাবেক মেয়র মোশারেফ হোসেন মুশু পাটোয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেনসহ সনাতন ধর্মাবলম্বীদের উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ।