কচুয়ায় হারবাল কোম্পানির ৪ শ্রমিককে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড

  • আপডেট: ০৯:৪৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
  • ৪১

চাঁদপুরের কচুয়া উপজেলার খিড্ডা এলাকায় উৎপাদন কর্মকর্তা এবং মাননিয়ন্ত্রণ কর্মকর্তার উপস্থিতি ছাড়া ওষুধ উৎপাদন করার কারণে হারবাল (ইউনানী) কোম্পানির ৪ শ্রমিককে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন তেতৈয়া এলাকার খিড্ডা মেসার্স হেলমো ফার্মাসিউটিক্যালস (ইউনানী) ইন্ডাষ্ট্রি নামে প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোছাম্মৎ ফোয়ারা ইয়াছমিন।

ফোয়ারা ইয়াছমিন জানান, আজ কুচয়া উপজেলা প্রশাসন ও চাঁদপুর জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তর এর সমন্বয়ে ওই ওষুধ উৎপাদন প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় উৎপাদন কর্মকর্তা এবং মাননিয়ন্ত্রণ কর্মকর্তার উপস্থিতি ব্যতীত ৪ জন মহিলা শ্রমিক দ্বারা ঔষধ উৎপাদন করার দায়ে ৪ ব্যক্তির প্রত্যেককে ৫০০০ টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

জানাগেছে, হেলমো ফার্মাসিউটিক্যালস (ইউনানী) ইন্ডাষ্টি নামে প্রতিষ্ঠানের মালিক মো. মোবারক হোসেন। তিনি ঢাকায় থাকেন।

Tag :
সর্বাধিক পঠিত

উপদেষ্টাদের যাচ্ছেতাই কর্মকাণ্ড মেনে নেয়া হবে না-রিজভী

কচুয়ায় হারবাল কোম্পানির ৪ শ্রমিককে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড

আপডেট: ০৯:৪৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩

চাঁদপুরের কচুয়া উপজেলার খিড্ডা এলাকায় উৎপাদন কর্মকর্তা এবং মাননিয়ন্ত্রণ কর্মকর্তার উপস্থিতি ছাড়া ওষুধ উৎপাদন করার কারণে হারবাল (ইউনানী) কোম্পানির ৪ শ্রমিককে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন তেতৈয়া এলাকার খিড্ডা মেসার্স হেলমো ফার্মাসিউটিক্যালস (ইউনানী) ইন্ডাষ্ট্রি নামে প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোছাম্মৎ ফোয়ারা ইয়াছমিন।

ফোয়ারা ইয়াছমিন জানান, আজ কুচয়া উপজেলা প্রশাসন ও চাঁদপুর জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তর এর সমন্বয়ে ওই ওষুধ উৎপাদন প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় উৎপাদন কর্মকর্তা এবং মাননিয়ন্ত্রণ কর্মকর্তার উপস্থিতি ব্যতীত ৪ জন মহিলা শ্রমিক দ্বারা ঔষধ উৎপাদন করার দায়ে ৪ ব্যক্তির প্রত্যেককে ৫০০০ টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

জানাগেছে, হেলমো ফার্মাসিউটিক্যালস (ইউনানী) ইন্ডাষ্টি নামে প্রতিষ্ঠানের মালিক মো. মোবারক হোসেন। তিনি ঢাকায় থাকেন।