পল্টন ও খামারবাড়িতে বোমা রাখার দায় স্বীকার করলো আইএস

  • আপডেট: ০৫:৪২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯
  • ৮৬

অনলাইন ডেস্ক:

রাজধানী ঢাকায় দুটি পুলিশ বক্সের কাছে বোমা ফেলে রাখার ঘটনায় দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। বিশ্বব্যাপী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কার্যক্রম প্রচারকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছে।

এ দিকে পুলিশ বলছে, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তদন্তের আগে এ বিষয়ে কিছু বলা যাবে না। গত মঙ্গলবার রাতে পল্টন ও খামারবাড়ি এলাকায় দুটি পুলিশ বক্সের কাছ থেকে বোমা উদ্ধার করা হয়।

এর মধ্যে খামারবাড়ি এলাকার বোমাটি উদ্ধার করতে রোবট ব্যবহার করেন ডিএমপির কাউন্টার টেররিজম বিভাগের বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা।

একই দিন রাত সোয়া ১০টার দিকে পল্টন মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে কার্টনের ভেতরে তার পেঁচানো একটি বস্তু দেখে পুলিশের বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দলকে ডাকা হয়। পরে দিনগত রাত ১টার দিকে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।

এর আগে গত ৩০ এপ্রিল গুলিস্তানে ট্রাফিক পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ছোড়া এবং ২৬ মে মালিবাগে পুলিশের এসবি (বিশেষ শাখা) কার্যালয়ের সামনে একটি পিকআপে বোমা হামলার ঘটনা ঘটে।

ওই দুটি ঘটনাতেই দায় স্বীকার করে বিবৃতি দেয় আইএস। তখন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, দেশকে অস্থিতিশীল করতে কেউ এ ধরনের ঘটনা ঘটাচ্ছে।

মঙ্গলবারের ঘটনায় আবারও আইএসের দায় স্বীকারের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান গণমাধ্যমকে বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত শেষে বলা যাবে। (যুগান্তর)

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

পল্টন ও খামারবাড়িতে বোমা রাখার দায় স্বীকার করলো আইএস

আপডেট: ০৫:৪২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯

অনলাইন ডেস্ক:

রাজধানী ঢাকায় দুটি পুলিশ বক্সের কাছে বোমা ফেলে রাখার ঘটনায় দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। বিশ্বব্যাপী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কার্যক্রম প্রচারকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছে।

এ দিকে পুলিশ বলছে, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তদন্তের আগে এ বিষয়ে কিছু বলা যাবে না। গত মঙ্গলবার রাতে পল্টন ও খামারবাড়ি এলাকায় দুটি পুলিশ বক্সের কাছ থেকে বোমা উদ্ধার করা হয়।

এর মধ্যে খামারবাড়ি এলাকার বোমাটি উদ্ধার করতে রোবট ব্যবহার করেন ডিএমপির কাউন্টার টেররিজম বিভাগের বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা।

একই দিন রাত সোয়া ১০টার দিকে পল্টন মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে কার্টনের ভেতরে তার পেঁচানো একটি বস্তু দেখে পুলিশের বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দলকে ডাকা হয়। পরে দিনগত রাত ১টার দিকে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।

এর আগে গত ৩০ এপ্রিল গুলিস্তানে ট্রাফিক পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ছোড়া এবং ২৬ মে মালিবাগে পুলিশের এসবি (বিশেষ শাখা) কার্যালয়ের সামনে একটি পিকআপে বোমা হামলার ঘটনা ঘটে।

ওই দুটি ঘটনাতেই দায় স্বীকার করে বিবৃতি দেয় আইএস। তখন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, দেশকে অস্থিতিশীল করতে কেউ এ ধরনের ঘটনা ঘটাচ্ছে।

মঙ্গলবারের ঘটনায় আবারও আইএসের দায় স্বীকারের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান গণমাধ্যমকে বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত শেষে বলা যাবে। (যুগান্তর)