ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেছেন ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। রোববার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ডিবি কার্যালয়ে যান।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হিরো আলমকে উদ্দেশ্য করে ‘পাগল-ছাগল’ বলেছেন; এমন অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য ডিবি কার্যালয়ে গেছেন তিনি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন হিরো আলম।
ডিবি কার্যালয় থেকে মোবাইল ফোনে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন হিরো আলম।
তিনি বলেন, ‘আমি আর কি এ দেশে থাকতে পারমু না। কই যামু কন। আমি কি জঙ্গলে যামু? আমারে কেউ সইতে পারে না। আমি নাকি পাগল-ছাগল। রিজভী স্যারের মতো লোক আমাকে এমন করে বলেছে। ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ ভাইকে এবিষয় বলেছি। লিখিত অভিযোগ করেছি‘।
ডিবি কার্যালয় থেকে বের হয়ে হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করবেন বলে জানান হিরো আলম।