• ঢাকা
  • বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৩
সর্বশেষ আপডেট : ১৬ জুলাই, ২০২৩

ভারতের বিপক্ষে বাংলাদেশের নারী ক্রিকেট দলের স্মরণীয় জয়

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
ছবি-সংগৃহিত।

ভারতের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে স্মরণীয় জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়ানডেতে ভারতের বিপক্ষে ৬ বারের দেখায় প্রথম জয় পেল বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ৪০ রানে জয় পায় স্বাগতিকরা।

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে নির্ধারিত হয় ৪৪ ওভারে।

প্রথমে ব্যাট করে ৪৩ ওভারে ১৫২ রানেই অলআউট হয় নিগার সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশ দল। দলের হয়ে ৬৪ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক নিগার।

জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৪ ওভারে ১৫৪ রান। ব্যাটিংয়ে নেমে মারুফা খাতুনের গতি আর রাবেয়া খানের লেগ স্পিনে বিভ্রান্ত হয়ে ৩৫.৫ ওভারে ১১৩ রানেই অলআউট হয় ভারত।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৪০ রানের জয়ে ৪ উইকেট নেন মারুফা। আর ৩ উইকেট নেন রাবেয়া।

সবশেষ টি-টোয়েন্টি ম্যাচেও জয় পায় বাংলাদেশ। সেই হিসেবে সীমিত ওভারের দুই সংস্করণ মিলিয়ে পরপর দুই ম্যাচেই জয় পেল নিগার সুলতানারা।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • খেলাধুলা এর আরও খবর
error: Content is protected !!